ETV Bharat / city

জ্বর নেই, সুস্থ আছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

সুস্থ আছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ এখন আর তাঁর জ্বর নেই ৷ করোনা আক্রান্ত হয়ে গতকাল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ৷

sovandeb_chatterjees health condition is much better says hospital
জ্বর নেই, সুস্থ আছেন করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব
author img

By

Published : Feb 24, 2021, 7:15 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের এখন আর জ্বর নেই। আগের তুলনায় তিনি ভালো আছেন। তবে, রাজ্যের এই মন্ত্রীকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে এমনই খবর পাওয়া গেছে ।

গত 18 ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী 77 বছর বয়সি শোভনদেব চট্টোপাধ্যায়ের করোনার সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তবে, জ্বর আসায় মঙ্গলবার দুপুরে আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে মন্ত্রীকে ভর্তি করা হয়। বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বুধবার জানানো হয়েছে, গতকাল যখন মন্ত্রীকে ভর্তি করা হয়েছিল তখন তাঁর সামান্য জ্বর ছিল। সঙ্গে ছিল শারীরিক দুর্বলতা। মন্ত্রীর হাইপারটেনশনের সমস্যা রয়েছে।


আরও পড়ুন : বোধোদয় হয়েছে গুরুংয়ের, উন্নয়ন হবে মমতার হাত ধরেই : শোভনদেব

কিন্তু হাসপাতাল সূত্রে খবর, শোভনদেব চট্টোপাধ্যায়ের এখন আর জ্বর নেই। তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে। আগের তুলনায় তিনি এখন ভালো আছেন। তবে, এই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট সৌতিক পান্ডা, ফিজিশিয়ান সপ্তর্ষি বসু এবং পালমোনোলজিস্ট অঙ্কন বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে রাখা হয়েছে মন্ত্রীকে।

কলকাতা, 24 ফেব্রুয়ারি : করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের এখন আর জ্বর নেই। আগের তুলনায় তিনি ভালো আছেন। তবে, রাজ্যের এই মন্ত্রীকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে এমনই খবর পাওয়া গেছে ।

গত 18 ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী 77 বছর বয়সি শোভনদেব চট্টোপাধ্যায়ের করোনার সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তবে, জ্বর আসায় মঙ্গলবার দুপুরে আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে মন্ত্রীকে ভর্তি করা হয়। বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বুধবার জানানো হয়েছে, গতকাল যখন মন্ত্রীকে ভর্তি করা হয়েছিল তখন তাঁর সামান্য জ্বর ছিল। সঙ্গে ছিল শারীরিক দুর্বলতা। মন্ত্রীর হাইপারটেনশনের সমস্যা রয়েছে।


আরও পড়ুন : বোধোদয় হয়েছে গুরুংয়ের, উন্নয়ন হবে মমতার হাত ধরেই : শোভনদেব

কিন্তু হাসপাতাল সূত্রে খবর, শোভনদেব চট্টোপাধ্যায়ের এখন আর জ্বর নেই। তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে। আগের তুলনায় তিনি এখন ভালো আছেন। তবে, এই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট সৌতিক পান্ডা, ফিজিশিয়ান সপ্তর্ষি বসু এবং পালমোনোলজিস্ট অঙ্কন বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে রাখা হয়েছে মন্ত্রীকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.