কলকাতা, 18 ফেব্রুয়ারি : আরও তিন সপ্তাহ গ্রেপ্তার নয় BJP সাংসদ জগন্নাথ সরকারকে । এই নির্দেশই জারি করল কলকাতা হাইকোর্ট ।
বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ জারি করেছে । এর আগে 24 জানুয়ারি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 28 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না সাংসদ জগন্নাথ সরকারকে । এবার সেই নিষেধাজ্ঞা আরও তিন সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট ।
নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের । তদন্তে নেমে পুলিশ বিধায়ক খুনের মূল অভিযুক্তের ফোন কল রেকর্ড খতিয়ে দেখে জানতে পারে, খুনের আগে সে ফোন করেছিল জগন্নাথবাবুকে । অভিযোগও দায়ের হয় জগন্নাথ সরকারের নামে । সেই কারণে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন জগন্নাথবাবু ।
তদন্তের স্বার্থে 9 ফেব্রুয়ারি জগন্নাথবাবুকে ভবানী ভবনে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে CID। আগামী তিন সপ্তাহ গ্রেপ্তার করা না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে BJP সাংসদকে । আজ এই নির্দেশই দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ ।