ETV Bharat / city

Kolkata Medical College : রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি - Nirmal Maji Removed from Medical College Patient Welfare Association chairman post

কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন নির্মল মাজি (Nirmal Maji Removed from Medical College Patient Welfare Association chairman post)৷ নতুন চেয়ারম্যান হলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় ৷

Nirmal Maji Removed from Medical College Patient Welfare Association chairman post
Kolkata Medical College
author img

By

Published : May 26, 2022, 7:05 PM IST

Updated : May 26, 2022, 7:35 PM IST

কলকাতা, 26 মে : কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নির্মল মাজিকে (Nirmal Maji Removed from Medical College Patient Welfare Association chairman post)। বদলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে ।

চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম নির্মল মাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ এনেছিল । কর্তব্যরত চিকিত্‍সককে হুমকি, কখনও মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপালদের হুঁশিয়ারি দিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই চিকিৎসক বিধায়ক । অবশেষে একটি 10 লাইনের নির্দেশিকা জারি করে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে অপসারণ করল নবান্ন ।

প্রসঙ্গত, বর্তমানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যেমন শ্রীরামপুরের বিধায়ক, একসঙ্গে তিনি আরজিকর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান । এ ছাড়া হেলথ রিক্রটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও তাঁকে সম্প্রতি নিয়োগ করা হয়েছে । টসিলিজুমাবকাণ্ড থেকে চিকিত্‍সকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকির অভিযোগ, তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ ।

আরও পড়ুন : CM as Chancellor of Universities : এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

এর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, এই প্রতিবাদ করায় কলকাতা মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তৃণমূলের চিকিত্‍সক-বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে । মোটের ওপর সামগ্রিক অবস্থা বিচার বিবেচনা করেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

কলকাতা, 26 মে : কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নির্মল মাজিকে (Nirmal Maji Removed from Medical College Patient Welfare Association chairman post)। বদলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে ।

চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম নির্মল মাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ এনেছিল । কর্তব্যরত চিকিত্‍সককে হুমকি, কখনও মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপালদের হুঁশিয়ারি দিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই চিকিৎসক বিধায়ক । অবশেষে একটি 10 লাইনের নির্দেশিকা জারি করে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে অপসারণ করল নবান্ন ।

প্রসঙ্গত, বর্তমানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যেমন শ্রীরামপুরের বিধায়ক, একসঙ্গে তিনি আরজিকর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান । এ ছাড়া হেলথ রিক্রটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও তাঁকে সম্প্রতি নিয়োগ করা হয়েছে । টসিলিজুমাবকাণ্ড থেকে চিকিত্‍সকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকির অভিযোগ, তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ ।

আরও পড়ুন : CM as Chancellor of Universities : এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

এর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, এই প্রতিবাদ করায় কলকাতা মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তৃণমূলের চিকিত্‍সক-বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে । মোটের ওপর সামগ্রিক অবস্থা বিচার বিবেচনা করেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

Last Updated : May 26, 2022, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.