কলকাতা, 8 জুন : গৃহবন্দি নয়, থাকতে হবে জেলেই ৷ ছত্রধর মাহাতকে নির্দেশ কলকাতার বিশেষ এনআইএ আদালতের ৷ শরীর অসুস্থ থাকায় গত শনিবার আইনজীবী মারফত বিশেষ এনআইএ আদালতে গৃহবন্দি থাকার আর্জি জানিয়ে ছিলেন ছত্রধর মাহাত ৷ মঙ্গলবার যা নাকচ করে দেয় আদালত ৷
আপাতত প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন ছত্রধর ৷ মঙ্গলবার বিশেষ এনআইএ আদালত তাঁর বক্তব্য শোনার পর তাঁর আর্জি খারিজ করে দেয় ৷ ফলে জেলেই থাকতে হবে ছত্রধর মাহাতকে ৷ গত 27 মার্চ জঙ্গল মহলে ভোট মিটতেই রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ঘটনায় ছত্রধর মাহাতকে লালগড় থেকে গ্রেফতার করে এনআইএ ৷
জঙ্গল মহলের নেতা ছত্রধর মাহাতর বিরুদ্ধে 2009 সালে প্রথমে বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ঘটনায় লালগড় থানায় অভিযোগ দায়ের হয় ৷ পরে লালগড় থানাতেই আরও একটি অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রামের সিপিএম নেতা প্রবীর ঘোষ খুনের ঘটনায় ৷
এই দু’টি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে এনআইএকে পুনরায় তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ চলতি বছরের 30 মার্চ সেই নির্দেশ দেওয়া হয় ৷ এরপর ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার চিঠি দিয়ে ডেকে পাঠায় এনআইএ ৷ ঝাড়গ্রামে গিয়েও ছত্রধর মাহাতকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন এনআইএর গোয়েন্দারা ৷
আরও পড়ুন : প্রবীর মাহাত খুনের মামলায় 12 মে পর্যন্ত রক্ষাকবচ ছত্রধরের
তা সত্ত্বেও ছত্রধর মাহাত তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ কোর্টে ছত্রধর মাহাত-সহ 27 জন অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল এনআইএ ৷ সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরই কলকাতা হাইকোর্টে আপিল করে NIA ৷
কলকাতা হাইকোর্ট প্রবীর ঘোষ খুনের মামলায় ছত্রধর মাহাতকে আপাতত গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল ৷ পাশাপাশি, কলকাতার এনআইএ অফিসে গিয়ে সপ্তাহে তিনদিন ছত্রধরকে হাজিরা দেওয়ারও নির্দেশ দেয় আদালত ৷ ইতিমধ্যে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার মামলায় তাঁকে গ্রেফতার করে এনআইএ ৷