ETV Bharat / city

JMB Terrorist Arrested : সুভাষগ্রামে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি - জেএমবি জঙ্গি গ্রেফতার

সুভাষগ্রাম থেকে সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার (JMB Terrorist Arrested) করল এনআইএ (NIA) ৷ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

nia arrested suspected JMB terrorist near kolkata
সুভাষগ্রামে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি
author img

By

Published : Nov 3, 2021, 11:32 AM IST

কলকাতা, 3 নভেম্বর : জেএমবি জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার (JMB Terrorist Arrested) করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ৷ দক্ষিণ 24 পরগনা জেলার সুভাষগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । ধৃত আবদুল মান্নান বাংলাদেশের বাসিন্দা । তাকে কলকাতায় এনে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন এনআইএ-এর গোয়েন্দারা ।

নব্য জেএমবির সদস্যরা পুরাতন জেএমবি জঙ্গিদের নিয়ে একত্রিত হয়েছে । আগাম এই খবর ছিল এনআইএ-এর কাছে । তাছাড়াও এ রাজ্যে যে তারা ফের পুজোর পর স্লিপার সেল শক্ত করছে, সে খবরও ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে । সেই মতো তদন্ত করেই ফের সাফল্য পেল এনআইএ ।

গতকাল দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গি সন্দেহে আবদুলকে গ্রেফতার করা হয় । এনআইএ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে একাধিক জাল ভোটার ও আধার কার্ড । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে ওই জেএমবি জঙ্গি । একাধিক এলাকায় যুবক যুবতীদের মগজ ধোলাইয়ের জন্য তাকে পাঠানো হয়েছে । বেশ কয়েকজনকে সে জাল পরিচয়পত্র তৈরি করে দেয় বলেও গোয়েন্দাদের অনুমান ।

আরও পড়ুন: Afghanistan Effect : এ রাজ্যের জঙ্গি স্লিপার সেলগুলি নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসন

বাংলাদেশের জেএমবি জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল ধৃতের । চলতি বছরের জুলাইয়ের গোড়ায়, হরিদেবপুর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । পরে ধৃতদের জেরা করে গোটা ঘটনার তদন্তভার নিজেদের হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তিনজনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে তারা ।

আরও পড়ুন: Crime In West Bengal : বেকারত্বের সুযোগ নিয়ে বাংলায় জাল ছড়াচ্ছে জেএমবি, আইএস

এই ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারাও এনআইএ-র সঙ্গে কথা বলছে । জানা গিয়েছে, নাম ভাঁড়িয়ে আরও একাধিক জেএমবি সদস্য এ রাজ্যে গা ঢাকা দিয়ে আছে বলে খবর । মূলত স্লিপার সেল আরও মজবুত করতেই জেএমবি সদস্যরা ফের ময়দানে নেমেছে বলে অনুমান করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

আরও পড়ুন: ধৃত তিন জেএমবি জঙ্গির সন্ত্রাস-যোগ কি আরও গভীরে, ধন্দে গোয়েন্দারা

কলকাতা, 3 নভেম্বর : জেএমবি জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার (JMB Terrorist Arrested) করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ৷ দক্ষিণ 24 পরগনা জেলার সুভাষগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । ধৃত আবদুল মান্নান বাংলাদেশের বাসিন্দা । তাকে কলকাতায় এনে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন এনআইএ-এর গোয়েন্দারা ।

নব্য জেএমবির সদস্যরা পুরাতন জেএমবি জঙ্গিদের নিয়ে একত্রিত হয়েছে । আগাম এই খবর ছিল এনআইএ-এর কাছে । তাছাড়াও এ রাজ্যে যে তারা ফের পুজোর পর স্লিপার সেল শক্ত করছে, সে খবরও ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে । সেই মতো তদন্ত করেই ফের সাফল্য পেল এনআইএ ।

গতকাল দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গি সন্দেহে আবদুলকে গ্রেফতার করা হয় । এনআইএ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে একাধিক জাল ভোটার ও আধার কার্ড । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে ওই জেএমবি জঙ্গি । একাধিক এলাকায় যুবক যুবতীদের মগজ ধোলাইয়ের জন্য তাকে পাঠানো হয়েছে । বেশ কয়েকজনকে সে জাল পরিচয়পত্র তৈরি করে দেয় বলেও গোয়েন্দাদের অনুমান ।

আরও পড়ুন: Afghanistan Effect : এ রাজ্যের জঙ্গি স্লিপার সেলগুলি নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসন

বাংলাদেশের জেএমবি জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল ধৃতের । চলতি বছরের জুলাইয়ের গোড়ায়, হরিদেবপুর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । পরে ধৃতদের জেরা করে গোটা ঘটনার তদন্তভার নিজেদের হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তিনজনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে তারা ।

আরও পড়ুন: Crime In West Bengal : বেকারত্বের সুযোগ নিয়ে বাংলায় জাল ছড়াচ্ছে জেএমবি, আইএস

এই ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারাও এনআইএ-র সঙ্গে কথা বলছে । জানা গিয়েছে, নাম ভাঁড়িয়ে আরও একাধিক জেএমবি সদস্য এ রাজ্যে গা ঢাকা দিয়ে আছে বলে খবর । মূলত স্লিপার সেল আরও মজবুত করতেই জেএমবি সদস্যরা ফের ময়দানে নেমেছে বলে অনুমান করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

আরও পড়ুন: ধৃত তিন জেএমবি জঙ্গির সন্ত্রাস-যোগ কি আরও গভীরে, ধন্দে গোয়েন্দারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.