ETV Bharat / city

শীতলকুচি গুলি-কাণ্ডে ডিজিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের - শীতলকুচি

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য সরকার ৷

শীতলকুচি গুলি-কাণ্ডে ডিজিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের
শীতলকুচি গুলি-কাণ্ডে ডিজিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের
author img

By

Published : May 29, 2021, 1:56 PM IST

কলকাতা, 29 মে : শীতলকুচি গুলি-কাণ্ডে এবার সক্রিয় হল জাতীয় মানবাধিকার কমিশন ৷ তারা এবার এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে ৷ তাদের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে ৷

সংবাদসংস্থা এএনআই টুইট করে বিষয়টি জানিয়েছে ৷ তবে এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

উল্লেখ্য, গত 10 এপ্রিল ছিল পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচন ৷ সেদিন ভোট ছিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা আসনে ৷ সেখানকার জোরপাটকি নামে একটি বুথে গোলমাল হয় ৷ সেই গোলমাল চলাকালীন সিআইএসএফ-এর গুলিতে চারজনের মৃত্যু হয় ৷ জখম হন বেশ কয়েকজন ৷

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য সরকার ৷ এবার সক্রিয় হল জাতীয় মানবাধিকার কমিশনও ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে সেদিনের ঘটনার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে ৷ ভারতীয় জনতা পার্টি এই ঘটনার দায় চাপিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের উপর ৷ তারা অভিযোগ করে, ভোটের প্রচারে মমতার উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন : আলাপনকে নিয়ে নাটকীয় সংঘর্ষের পথে কেন্দ্র ও রাজ্য

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে সরাসরি গণহত্যা বলে অভিযোগ করেছেন ৷ সেই কারণেই রাজ্য সরকার এই নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ৷

কলকাতা, 29 মে : শীতলকুচি গুলি-কাণ্ডে এবার সক্রিয় হল জাতীয় মানবাধিকার কমিশন ৷ তারা এবার এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে ৷ তাদের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে ৷

সংবাদসংস্থা এএনআই টুইট করে বিষয়টি জানিয়েছে ৷ তবে এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

উল্লেখ্য, গত 10 এপ্রিল ছিল পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচন ৷ সেদিন ভোট ছিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা আসনে ৷ সেখানকার জোরপাটকি নামে একটি বুথে গোলমাল হয় ৷ সেই গোলমাল চলাকালীন সিআইএসএফ-এর গুলিতে চারজনের মৃত্যু হয় ৷ জখম হন বেশ কয়েকজন ৷

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য সরকার ৷ এবার সক্রিয় হল জাতীয় মানবাধিকার কমিশনও ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে সেদিনের ঘটনার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে ৷ ভারতীয় জনতা পার্টি এই ঘটনার দায় চাপিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের উপর ৷ তারা অভিযোগ করে, ভোটের প্রচারে মমতার উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন : আলাপনকে নিয়ে নাটকীয় সংঘর্ষের পথে কেন্দ্র ও রাজ্য

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে সরাসরি গণহত্যা বলে অভিযোগ করেছেন ৷ সেই কারণেই রাজ্য সরকার এই নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.