ETV Bharat / city

ঝাড়খণ্ড বিধানসভা ভবন ও হাইকোর্ট ভবন নির্মাণে জরিমানা - শিবু সোরেন

Jharkhand news
ছবি
author img

By

Published : Sep 10, 2020, 7:30 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের নতুন বিধানসভা ভবন ও হাইকোর্ট ভবন পরিবেশ আইন অগ্রাহ্য করে নির্মাণ করা হয়েছে । জানাল, জাতীয় পরিবেশ আদালতের ইস্টার্ন বেঞ্চ । ঝাড়খণ্ডের নতুন বিধানসভা ভবন নির্মাণ ও হাইকোর্ট ভবন নির্মাণের জন্য যথাক্রমে 47 কোটি টাকা ও 66 কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত ।

আদালতের মতে, পরিবেশ আইনের 113 ধারায় বলা আছে যে কোন নতুন নির্মাণের আগে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র বাধ্যতামূলক । সেই আইনকে অগ্রাহ্য করে ঝাড়খণ্ড সরকার বিধানসভা ভবন ও হাইকোর্ট ভবন নির্মাণ করেছে । এছাড়াও রাজ্যের আরও 19 টি বিল্ডিংকে চিহ্নিত করা হয়েছে যা পরিবেশের ক্ষতি করে চলেছে বলে আদালতের পর্যবেক্ষণ ।

আরও পড়ুন : গঙ্গাকে পরিচ্ছন্ন করতে শুধু বিশ্বাসই কি যথেষ্ট?

মামলাকারী পরিবেশবিদ আর কে সিং জানিয়েছেন, "পরিবেশের ক্ষতি করার জন্য এর আগেই জাতীয় পরিবেশ আদালত জরিমানা করেছিল । সেই নির্দেশকে আজ বলবৎ করা হল । পাশাপাশি জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও পরিবেশের ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল । "

তবে তিনি জানিয়েছেন, আদালতের সম্পূর্ণ নির্দেশের কপি না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না ওই 47 কোটি টাকা ও 66 কোটি টাকা কে দেবে । যদিও জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আগেই ঝাড়খন্ড সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল ।

আরও পড়ুন : প্যানডেমিকের সংক্রমণ রুখতে পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি

কলকাতা, 10 সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের নতুন বিধানসভা ভবন ও হাইকোর্ট ভবন পরিবেশ আইন অগ্রাহ্য করে নির্মাণ করা হয়েছে । জানাল, জাতীয় পরিবেশ আদালতের ইস্টার্ন বেঞ্চ । ঝাড়খণ্ডের নতুন বিধানসভা ভবন নির্মাণ ও হাইকোর্ট ভবন নির্মাণের জন্য যথাক্রমে 47 কোটি টাকা ও 66 কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত ।

আদালতের মতে, পরিবেশ আইনের 113 ধারায় বলা আছে যে কোন নতুন নির্মাণের আগে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র বাধ্যতামূলক । সেই আইনকে অগ্রাহ্য করে ঝাড়খণ্ড সরকার বিধানসভা ভবন ও হাইকোর্ট ভবন নির্মাণ করেছে । এছাড়াও রাজ্যের আরও 19 টি বিল্ডিংকে চিহ্নিত করা হয়েছে যা পরিবেশের ক্ষতি করে চলেছে বলে আদালতের পর্যবেক্ষণ ।

আরও পড়ুন : গঙ্গাকে পরিচ্ছন্ন করতে শুধু বিশ্বাসই কি যথেষ্ট?

মামলাকারী পরিবেশবিদ আর কে সিং জানিয়েছেন, "পরিবেশের ক্ষতি করার জন্য এর আগেই জাতীয় পরিবেশ আদালত জরিমানা করেছিল । সেই নির্দেশকে আজ বলবৎ করা হল । পাশাপাশি জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও পরিবেশের ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল । "

তবে তিনি জানিয়েছেন, আদালতের সম্পূর্ণ নির্দেশের কপি না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না ওই 47 কোটি টাকা ও 66 কোটি টাকা কে দেবে । যদিও জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আগেই ঝাড়খন্ড সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল ।

আরও পড়ুন : প্যানডেমিকের সংক্রমণ রুখতে পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.