ETV Bharat / city

CPIM New State Committee : দৃষ্টান্ত ! সিপিআইএমের রাজ্য কমিটিতে তরুণ মুখ 30 শতাংশ - New State Committee of CPIM has 30 per cent young face

দৃষ্টান্তমূলকভাবে জায়গা পেয়েছেন দলের তরুণ প্রজন্ম (CPIM New State Committee) ৷ দলের স্বর্ণসময়েরও রাজ্য় কমিটিতে একসঙ্গে এত তরুণ সদস্য থাকেননি বলে জানিয়েছেন কমিটি থেকে সরে দাঁড়ানো বিমান বসু ৷ নবগঠিত রাজ্য কমিটিতে এবারে রয়েছেন 30 শতাংশ নতুন মুখ, জানিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

CPIM State Committee News
সিপিআইএমের নতুন রাজ্য কমিটি
author img

By

Published : Mar 17, 2022, 10:48 PM IST

কলকাতা, 17 মার্চ : অর্ধশতাব্দীর বেশি সময় ধরে রাজ্য কমিটিতে থাকার পরে সরে দাঁড়িয়েছেন বিমান বসু । শুধু তিনি নন, পরিচিত মুখ অনেকেই বয়সজনিত কারণে এবং ভগ্ন স্বাস্থ্যের জন্য রাজ্য কমিটিতে নেই । বৃদ্ধতন্ত্রের অপবাদ সরিয়ে জমি পুনরুদ্ধারের জন্য তারুণ্যের ওপর জোর দিয়েছে নেতৃত্ব । 80 জনের রাজ্য কমিটিতে 24টি নতুন মুখ (CPIM New State Committee) ।

সদ্য সিপিআইএম সম্পাদকের পদে বসা মহম্মদ সেলিম বলছেন, "তিরিশ শতাংশ নতুন মুখ, যা সর্বোচ্চ । বোঝাই যাচ্ছে পুরানো কমিটি থেকে বয়স এবং স্বাস্থ্যের কারণে অনেকেই সরে দাঁড়িয়েছেন । বাদ পড়ার জন্য দলের নিয়মাবলী অন্যতম কারণ । তরুণ মুখ তুলে নিয়ে আসা হয়েছে । তাছাড়া গঠনতন্ত্রের কারণে বেশ কিছু সদস্য কমিটিতে এসেছে । মহিলা সদস্যরাও এসেছেন । আমরা সমাজের প্রতিটি অংশের মানুষকে জায়গা দিয়েছি ।" তাহলে যাঁরা বাদ পড়লেন তাঁরা কি ব্রাত্য হয়ে পড়বেন ? রাজ্য সম্পাদক বলছেন, "কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন । পার্টি থেকে নয় ।"

রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং দীর্ঘদিন পার্টির সংগঠনের কাজে ব্যস্ত থাকার অভিজ্ঞতার নিরিখে সেলিম মনে করেন, কঠিন সময়ের কাজ তাঁরা আগেও করেছেন । তবে সমালোচকরা বলছেন, এবারের পরিস্থিতি আলাদা । কারণ দলের বিধানসভায় আসন শূন্য । সদস্য সংখ্যা কমছে । যে প্রান্তিক মানুষের জন্য লড়াই ছিল ইউএসপি, সেই প্রান্তিক মানুষই এখন সরকারের অনুদান দ্বারা পুষ্ট । তাঁরা জনহিতকর কাজের সুবিধাভোগী । সেলিম বিষয়টি মেনে নিয়ে বলছেন, "লড়াই কঠিন থেকে কঠিনতর হয়েছে, সমস্যা জটিল থেকে জটিলতর হয়েছে । তাই লড়াই করেই পথ খুঁজতে হবে ।"

আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কঠিন লড়াইয়ে আলিমুদ্দিনের ভরসা একগুচ্ছ তরুণ মুখ । বিমান বসু বলছেন, "পার্টির সোনার দিনেও একসঙ্গে এত তরুণ মুখকে রাজ্য কমিটিতে দেখা যায়নি । সেদিক থেকে দৃষ্টান্ত ।" নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে আলিমুদ্দিন । পক্ককেশের বাগাড়ম্বর নয়, তারুণ্যের লড়াইয়ের বিশ্বাস অর্জন পাখির চোখ, যার নেতৃত্বের ব্যাটন মহম্মদ সেলিমের হাতে ।

আরও পড়ুন : CPIM New state Secretary Md Salim : সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কলকাতা, 17 মার্চ : অর্ধশতাব্দীর বেশি সময় ধরে রাজ্য কমিটিতে থাকার পরে সরে দাঁড়িয়েছেন বিমান বসু । শুধু তিনি নন, পরিচিত মুখ অনেকেই বয়সজনিত কারণে এবং ভগ্ন স্বাস্থ্যের জন্য রাজ্য কমিটিতে নেই । বৃদ্ধতন্ত্রের অপবাদ সরিয়ে জমি পুনরুদ্ধারের জন্য তারুণ্যের ওপর জোর দিয়েছে নেতৃত্ব । 80 জনের রাজ্য কমিটিতে 24টি নতুন মুখ (CPIM New State Committee) ।

সদ্য সিপিআইএম সম্পাদকের পদে বসা মহম্মদ সেলিম বলছেন, "তিরিশ শতাংশ নতুন মুখ, যা সর্বোচ্চ । বোঝাই যাচ্ছে পুরানো কমিটি থেকে বয়স এবং স্বাস্থ্যের কারণে অনেকেই সরে দাঁড়িয়েছেন । বাদ পড়ার জন্য দলের নিয়মাবলী অন্যতম কারণ । তরুণ মুখ তুলে নিয়ে আসা হয়েছে । তাছাড়া গঠনতন্ত্রের কারণে বেশ কিছু সদস্য কমিটিতে এসেছে । মহিলা সদস্যরাও এসেছেন । আমরা সমাজের প্রতিটি অংশের মানুষকে জায়গা দিয়েছি ।" তাহলে যাঁরা বাদ পড়লেন তাঁরা কি ব্রাত্য হয়ে পড়বেন ? রাজ্য সম্পাদক বলছেন, "কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন । পার্টি থেকে নয় ।"

রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং দীর্ঘদিন পার্টির সংগঠনের কাজে ব্যস্ত থাকার অভিজ্ঞতার নিরিখে সেলিম মনে করেন, কঠিন সময়ের কাজ তাঁরা আগেও করেছেন । তবে সমালোচকরা বলছেন, এবারের পরিস্থিতি আলাদা । কারণ দলের বিধানসভায় আসন শূন্য । সদস্য সংখ্যা কমছে । যে প্রান্তিক মানুষের জন্য লড়াই ছিল ইউএসপি, সেই প্রান্তিক মানুষই এখন সরকারের অনুদান দ্বারা পুষ্ট । তাঁরা জনহিতকর কাজের সুবিধাভোগী । সেলিম বিষয়টি মেনে নিয়ে বলছেন, "লড়াই কঠিন থেকে কঠিনতর হয়েছে, সমস্যা জটিল থেকে জটিলতর হয়েছে । তাই লড়াই করেই পথ খুঁজতে হবে ।"

আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কঠিন লড়াইয়ে আলিমুদ্দিনের ভরসা একগুচ্ছ তরুণ মুখ । বিমান বসু বলছেন, "পার্টির সোনার দিনেও একসঙ্গে এত তরুণ মুখকে রাজ্য কমিটিতে দেখা যায়নি । সেদিক থেকে দৃষ্টান্ত ।" নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে আলিমুদ্দিন । পক্ককেশের বাগাড়ম্বর নয়, তারুণ্যের লড়াইয়ের বিশ্বাস অর্জন পাখির চোখ, যার নেতৃত্বের ব্যাটন মহম্মদ সেলিমের হাতে ।

আরও পড়ুন : CPIM New state Secretary Md Salim : সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.