ETV Bharat / city

"পৌঁছতে হবে তৃণমূল স্তরে", স্লোগান প্রশাসনের অন্দরমহলে - নবান্ন সংক্রান্ত খবর

"Strength The Grassroot Rich" অর্থাৎ পৌঁছতে হবে একেবারে তৃণমূল স্তরে । সরকারের অন্দরমহলে এটাই এখন নয়া স্লোগান । ব্লক উন্নয়ন আধিকারিকদের দেখতে হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কি না ৷

ফাইল ছবি
author img

By

Published : Nov 20, 2019, 4:02 AM IST

Updated : Nov 20, 2019, 11:06 AM IST

কলকাতা, 20 নভেম্বর : সরকারের অন্দরমহলে নয়া স্লোগান । "Strength The Grassroot Rich" অর্থাৎ পৌঁছতে হবে একেবারে তৃণমূল স্তরে । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কি না তা দেখতে হবে । সব ব্লক উন্নয়ন আধিকারিকদের জেলা প্রশাসকের মাধ্যমে নবান্নে পাঠাতে হবে রিপোর্ট । নবান্ন সূত্রে খবর, এই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা ।

তৃণমূলের মন্ত্রী, বিধায়ক এবং সাংসদদের একদম তৃণমূল স্তর পর্যন্ত কাজের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর । খোদ তৃণমূল সুপ্রিমো দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, ঠান্ডা ঘরে বসে না থেকে গ্রামে গ্রামে ঘুরতে । কোচবিহার সফরেও দলের নেতাদের উদ্দেশে বলেছেন, মাটির ঘরে যান । কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে । অর্থাৎ সাধারণ মানুষের মান-অভিমানের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তৃণমূল ।

পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ নিয়ে চলছে 'দিদিকে বলো' কর্মসূচি । নবান্নের তরফে অভাব-অভিযোগ নিয়ে তৈরি হয়েছে একটি পৃথক সেল । নবান্নের তরফে আগেই জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল, সরকারি কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ তদারকির । পাশাপাশি প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছিল । আর এবার BDO স্তরকেও যুক্ত করা হল । তারাই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রকল্পের সুযোগ সুবিধা তাঁরা কতটা পাচ্ছেন তার রিপোর্ট দেবে । সমস্ত BDO-দের কাছে নতুন নির্দেশ, প্রতিটি গ্রামে যেতে হবে । সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে । সাধারণ মানুষ রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা কতটা পাচ্ছেন, তা নিয়ে রিপোর্ট দিতে হবে । পাশাপাশি এই সরকারি প্রকল্পের তাঁদের জীবনযাত্রায় কতটা উন্নতি হয়েছে, রিপোর্টে থাকতে হবে তার উল্লেখ । রিপোর্ট প্রথমে যাবে জেলা শাসকের কাছে । জেলাশাসক সেই রিপোর্ট পাঠাবে নবান্নতে ।

কলকাতা, 20 নভেম্বর : সরকারের অন্দরমহলে নয়া স্লোগান । "Strength The Grassroot Rich" অর্থাৎ পৌঁছতে হবে একেবারে তৃণমূল স্তরে । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কি না তা দেখতে হবে । সব ব্লক উন্নয়ন আধিকারিকদের জেলা প্রশাসকের মাধ্যমে নবান্নে পাঠাতে হবে রিপোর্ট । নবান্ন সূত্রে খবর, এই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা ।

তৃণমূলের মন্ত্রী, বিধায়ক এবং সাংসদদের একদম তৃণমূল স্তর পর্যন্ত কাজের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর । খোদ তৃণমূল সুপ্রিমো দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, ঠান্ডা ঘরে বসে না থেকে গ্রামে গ্রামে ঘুরতে । কোচবিহার সফরেও দলের নেতাদের উদ্দেশে বলেছেন, মাটির ঘরে যান । কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে । অর্থাৎ সাধারণ মানুষের মান-অভিমানের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তৃণমূল ।

পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ নিয়ে চলছে 'দিদিকে বলো' কর্মসূচি । নবান্নের তরফে অভাব-অভিযোগ নিয়ে তৈরি হয়েছে একটি পৃথক সেল । নবান্নের তরফে আগেই জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল, সরকারি কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ তদারকির । পাশাপাশি প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছিল । আর এবার BDO স্তরকেও যুক্ত করা হল । তারাই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রকল্পের সুযোগ সুবিধা তাঁরা কতটা পাচ্ছেন তার রিপোর্ট দেবে । সমস্ত BDO-দের কাছে নতুন নির্দেশ, প্রতিটি গ্রামে যেতে হবে । সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে । সাধারণ মানুষ রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা কতটা পাচ্ছেন, তা নিয়ে রিপোর্ট দিতে হবে । পাশাপাশি এই সরকারি প্রকল্পের তাঁদের জীবনযাত্রায় কতটা উন্নতি হয়েছে, রিপোর্টে থাকতে হবে তার উল্লেখ । রিপোর্ট প্রথমে যাবে জেলা শাসকের কাছে । জেলাশাসক সেই রিপোর্ট পাঠাবে নবান্নতে ।

Intro:কলকাতা, 19 নভেম্বর: সরকারের অন্দরমহলে নয়া স্লোগান। "Strength the grassroot rich". পৌঁছতে হবে একেবারে তৃণমূল স্তরে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষ পারছেন কিনা তা দেখতে হবে। সব ব্লক ডেভলপমেন্ট আধিকারিককে জেলা প্রশাসকের মাধ্যমে নবান্নে পাঠাতে হবে রিপোর্ট। নবান্ন সূত্রে খবর, এমন নির্দেশই দিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা।
Body:তৃণমূলের মন্ত্রী, বিধায়ক এবং সাংসদদের একদম পর্যন্ত কাজের পরামর্শ দিয়েছেন "ভোট গুরু" প্রশান্ত কিশোর। খোদ তৃণমূল সুপ্রিমো দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, ঠান্ডা করে বসে না থেকে গ্রামে ঘুরতে। কোচবিহার সফরেও দলের নেতাদের উদ্দেশে বলেছেন, মাটির ঘরে যান। কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে। অর্থাৎ সাধারণ মানুষের মান-অভিমানের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তৃণমূল। Conclusion:পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ নিয়ে চলছে “দিদিকে বলো" কর্মসূচি। নবান্নে তরফে অভাব-অভিযোগ নিয়ে তৈরি হয়েছে একটি পৃথক সেল। নবান্নের তরফে আগেই জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছিল, সরকারি কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ তদারকির। পাশাপাশি প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছিল। আর এবার BDO স্তরকেও যুক্ত করা হল। তারাই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রকল্পের সুযোগ সুবিধা কতটা মানুষ পাচ্ছেন তার রিপোর্ট দেবে। সমস্ত বিডিওদের কাছে নতুন নির্দেশ, প্রতিটি গ্রামে যেতে হবে। আমজনতার সঙ্গে কথা বলতে হবে। সাধারণমানুষ রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা কত পাচ্ছেন, তা নিয়ে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি এই সরকারি প্রকল্পে আমজনতার জীবনযাত্রায় কতটা উন্নতি হয়েছে, রিপোর্টে থাকতে হবে তার উল্লেখ। রিপোর্ট প্রথমে যাবে জেলা শাসকের কাছে।জেলাশাসক সেই রিপোর্ট পাঠাবে নবান্নতে।
Last Updated : Nov 20, 2019, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.