কলকাতা, 20 নভেম্বর : সরকারের অন্দরমহলে নয়া স্লোগান । "Strength The Grassroot Rich" অর্থাৎ পৌঁছতে হবে একেবারে তৃণমূল স্তরে । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কি না তা দেখতে হবে । সব ব্লক উন্নয়ন আধিকারিকদের জেলা প্রশাসকের মাধ্যমে নবান্নে পাঠাতে হবে রিপোর্ট । নবান্ন সূত্রে খবর, এই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা ।
তৃণমূলের মন্ত্রী, বিধায়ক এবং সাংসদদের একদম তৃণমূল স্তর পর্যন্ত কাজের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর । খোদ তৃণমূল সুপ্রিমো দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, ঠান্ডা ঘরে বসে না থেকে গ্রামে গ্রামে ঘুরতে । কোচবিহার সফরেও দলের নেতাদের উদ্দেশে বলেছেন, মাটির ঘরে যান । কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে । অর্থাৎ সাধারণ মানুষের মান-অভিমানের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তৃণমূল ।
পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ নিয়ে চলছে 'দিদিকে বলো' কর্মসূচি । নবান্নের তরফে অভাব-অভিযোগ নিয়ে তৈরি হয়েছে একটি পৃথক সেল । নবান্নের তরফে আগেই জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল, সরকারি কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ তদারকির । পাশাপাশি প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছিল । আর এবার BDO স্তরকেও যুক্ত করা হল । তারাই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রকল্পের সুযোগ সুবিধা তাঁরা কতটা পাচ্ছেন তার রিপোর্ট দেবে । সমস্ত BDO-দের কাছে নতুন নির্দেশ, প্রতিটি গ্রামে যেতে হবে । সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে । সাধারণ মানুষ রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা কতটা পাচ্ছেন, তা নিয়ে রিপোর্ট দিতে হবে । পাশাপাশি এই সরকারি প্রকল্পের তাঁদের জীবনযাত্রায় কতটা উন্নতি হয়েছে, রিপোর্টে থাকতে হবে তার উল্লেখ । রিপোর্ট প্রথমে যাবে জেলা শাসকের কাছে । জেলাশাসক সেই রিপোর্ট পাঠাবে নবান্নতে ।