ETV Bharat / city

Municipal Election: দ্রুত পৌরভোট চেয়ে ফের মামলা হাইকোর্টে - West Bengal Assembly Election 2021

পৌরসভা নির্বাচনে ইচ্ছাকৃত ভাবে রাজ্য ঢিলেমি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে বিরোধী শিবির ৷ উপনির্বাচন মিটতে সম্প্রতি হাওড়া এবং কলকাতা পৌরসভায় নির্বাচন করাতে উদ্যোগী হয়েছে রাজ্য ৷ 19 ডিসেম্বর ভোটগ্রহণ এবং 22 ডিসেম্বর গণনার দিন চূড়ান্ত করেছে রাজ্য ৷ তাতে নির্বাচন কমিশনের সিলমোহর পড়ার অপেক্ষা চলছে ৷

New petition filed in Calcutta High Court demanding municipal Election
ফের মামলা হাই কোর্টে
author img

By

Published : Nov 8, 2021, 3:18 PM IST

কলকাতা, 8 নভেম্বর: রাজ্যের পৌরসভাগুলিতে অবিলম্বে নির্বাচনের দাবি জনিয়ে ফের মামলা জমা পড়ল কলকাতা হাইকোর্টে । মামলাকারী মৌসুমী রায় নামের এক মহিলা । আগামী 17 নভেম্বর তাঁর আবেদনের শুনানি করবে আদালত । ওই দিন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং নির্বাচন কমিশনকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷

পৌরসভা নির্বাচনের দাবি জানিয়ে গত বছরও হাইকোর্টের দ্বারস্থ হন মৌসুমী । বিধানসভা এবং উপনির্বাচন মিটে যাওয়ার পর এবার ফের আদালতে গেলেন তিনি । বিধানসভা নির্বাচনের পর এত মাস কেটে গেলেও, এখনও পর্যন্ত পৌর নির্বাচন করানো হচ্ছে না কেন, প্রশ্ন তুলেছেন মৌসুমী ।

আরও পড়ুন: Calcutta High Court: তদন্ত শেষ না হলে ক্ষতিপূরণ নয়, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্ট

মৌসুমীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘গত বছরই মামলা করেছিলেন মৌসুমী ৷ হাওড়া জেলায় সিপিএম-এর জেলা কমিটির তরফেও আবেদন জমা পড়েছিল আদালতে ৷ হাওড়া পৌরসভায় নির্বাচনের দাবি তোলার পাশাপাশি, 2018 থেকে রাজ্যের 100 শতাংশ পৌরসভায় ভোট হয়নি কেন প্রশ্ন তুলেছিলেন ৷ সেই সময় রাজ্য জানায়, ইলেক্টোরাল রোল তৈরির কাজ চলছে ৷ মিটলেই নির্বাচন করানো হবে ৷ তাতে আপত্তি করেনি আদালত ৷ কিন্তু এত দিনেও সেই নির্বাচন হয়নি ৷ বরং প্রশাসনের তুঘলকি পদক্ষেপে যে সে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর পদে বসে রয়েছেন ৷ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে পৌরসভাগুলিতে নির্বাচন হোক ৷’’

ফের মামলা হাই কোর্টে

পৌরসভা নির্বাচনে ইচ্ছাকৃত ভাবে রাজ্য ঢিলেমি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে বিরোধী শিবিরও ৷ উপনির্বাচন মিটতে সম্প্রতি হাওড়া এবং কলকাতা পৌরসভায় নির্বাচন করাতে উদ্যোগী হয়েছে রাজ্য ৷ 19 ডিসেম্বর ভোটগ্রহণ এবং 22 ডিসেম্বর গণনার দিন চূড়ান্ত করেছে রাজ্য ৷ তাতে নির্বাচন কমিশনের সিলমোহর পড়ার অপেক্ষা চলছে ৷

আরও পড়ুন: BJP Protest : তেলের দাম কমাক রাজ্য, দাবি আদায়ে পথে বিজেপি

কলকাতা, 8 নভেম্বর: রাজ্যের পৌরসভাগুলিতে অবিলম্বে নির্বাচনের দাবি জনিয়ে ফের মামলা জমা পড়ল কলকাতা হাইকোর্টে । মামলাকারী মৌসুমী রায় নামের এক মহিলা । আগামী 17 নভেম্বর তাঁর আবেদনের শুনানি করবে আদালত । ওই দিন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং নির্বাচন কমিশনকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷

পৌরসভা নির্বাচনের দাবি জানিয়ে গত বছরও হাইকোর্টের দ্বারস্থ হন মৌসুমী । বিধানসভা এবং উপনির্বাচন মিটে যাওয়ার পর এবার ফের আদালতে গেলেন তিনি । বিধানসভা নির্বাচনের পর এত মাস কেটে গেলেও, এখনও পর্যন্ত পৌর নির্বাচন করানো হচ্ছে না কেন, প্রশ্ন তুলেছেন মৌসুমী ।

আরও পড়ুন: Calcutta High Court: তদন্ত শেষ না হলে ক্ষতিপূরণ নয়, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্ট

মৌসুমীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘গত বছরই মামলা করেছিলেন মৌসুমী ৷ হাওড়া জেলায় সিপিএম-এর জেলা কমিটির তরফেও আবেদন জমা পড়েছিল আদালতে ৷ হাওড়া পৌরসভায় নির্বাচনের দাবি তোলার পাশাপাশি, 2018 থেকে রাজ্যের 100 শতাংশ পৌরসভায় ভোট হয়নি কেন প্রশ্ন তুলেছিলেন ৷ সেই সময় রাজ্য জানায়, ইলেক্টোরাল রোল তৈরির কাজ চলছে ৷ মিটলেই নির্বাচন করানো হবে ৷ তাতে আপত্তি করেনি আদালত ৷ কিন্তু এত দিনেও সেই নির্বাচন হয়নি ৷ বরং প্রশাসনের তুঘলকি পদক্ষেপে যে সে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর পদে বসে রয়েছেন ৷ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে পৌরসভাগুলিতে নির্বাচন হোক ৷’’

ফের মামলা হাই কোর্টে

পৌরসভা নির্বাচনে ইচ্ছাকৃত ভাবে রাজ্য ঢিলেমি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে বিরোধী শিবিরও ৷ উপনির্বাচন মিটতে সম্প্রতি হাওড়া এবং কলকাতা পৌরসভায় নির্বাচন করাতে উদ্যোগী হয়েছে রাজ্য ৷ 19 ডিসেম্বর ভোটগ্রহণ এবং 22 ডিসেম্বর গণনার দিন চূড়ান্ত করেছে রাজ্য ৷ তাতে নির্বাচন কমিশনের সিলমোহর পড়ার অপেক্ষা চলছে ৷

আরও পড়ুন: BJP Protest : তেলের দাম কমাক রাজ্য, দাবি আদায়ে পথে বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.