ETV Bharat / city

নাসিকের নতুন পিঁয়াজ এল রাজ্যে, দাম কমবে বলছেন ব্যবসায়ীরা - পেঁয়াজের দাম

রাজ্যে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই টাস্ক ফোর্সের আধিকারিক কমল দে রবিবার বলেন, "গতকাল কলকাতায় চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে ।  এছাড়া ছয় লরি পুরনো পিঁয়াজও এসেছে । আগামীকাল থেকে প্রতিদিনই পিঁয়াজের গাড়ি নাসিক থেকে আসবে ৷ " কমলবাবু মনে করছেন, এর জেরে পিঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমবে ।

onion
নাসিকের নতুন পেঁয়াজ
author img

By

Published : Dec 8, 2019, 5:56 PM IST

Updated : Dec 8, 2019, 8:08 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : গতকাল থেকে কলকাতায় নাসিকের নতুন পিঁয়াজের আমদানি শুরু হয়েছে । চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে কলকাতায় । রাজ্যের ক্ষেত্রে সংখ্যাটি 30 । পিঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন থেকে নতুন পিঁয়াজ নিয়মিত আসবে রাজ্যে । ফলে দাম কমবে কিছুদিনের মধ্যেই ।

রাজ্যে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই টাস্ক ফোর্সের আধিকারিক কমল দে রবিবার বলেন, "গতকাল কলকাতায় চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে । এছাড়া ছয় লরি পুরনো পিঁয়াজও এসেছে । আগামীকাল থেকে প্রতিদিনই পিঁয়াজের গাড়ি নাসিক থেকে আসবে ৷ " কমলবাবু মনে করছেন, এর জেরে পিঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমবে ।

তবে রবিবারও পিঁয়াজের দাম ছিল যথেষ্ট চড়া । কলকাতার খুচরো বাজারগুলিতে রবিবার পিঁয়াজের প্রতি কেজি দাম ছিল 120 থেকে 140 টাকা । নতুন পিঁয়াজের পাইকারি দর 3800 টাকা প্রতি মন । কমলবাবু বলেন, "নতুন পিঁয়াজ মজুত করা যায় না । তাই এই পিঁয়াজ সঙ্গে সঙ্গেই বাজারে ছেড়ে দিতে হবে ‌। না হলে এই পিঁয়াজ নষ্ট হবে । অসাধু ব্যবসায়ী ও মজুতদাররা নতুন পিঁয়াজ মজুত করতে পারবেন না । তাই নতুন পিঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করবে ।"

আরও পড়ুন : পিঁয়াজের ‘দামে’ চোখে জল মধ্যবিত্তের

কমলবাবু আরও জানিয়েছেন, বাঁকুড়া ও পুরুলিয়ায় ইতিমধ্যে নতুন পিঁয়াজ ঘরে তুলতে শুরু করেছে চাষিরা । এর জেরেও দাম কিছুটা কমবে ।আগামীদিনে বাজারগুলিতে আরও বেশি নজরদারি চালানো হবে । পিঁয়াজ ব্যবসায়ীদের একাংশ মনে করছে, 15 দিনের মধ্যে পিঁয়াজের দাম কেজি পিছু 50 থেকে 60 টাকায় নেমে আসবে ।

কলকাতা, 8 ডিসেম্বর : গতকাল থেকে কলকাতায় নাসিকের নতুন পিঁয়াজের আমদানি শুরু হয়েছে । চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে কলকাতায় । রাজ্যের ক্ষেত্রে সংখ্যাটি 30 । পিঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন থেকে নতুন পিঁয়াজ নিয়মিত আসবে রাজ্যে । ফলে দাম কমবে কিছুদিনের মধ্যেই ।

রাজ্যে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই টাস্ক ফোর্সের আধিকারিক কমল দে রবিবার বলেন, "গতকাল কলকাতায় চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে । এছাড়া ছয় লরি পুরনো পিঁয়াজও এসেছে । আগামীকাল থেকে প্রতিদিনই পিঁয়াজের গাড়ি নাসিক থেকে আসবে ৷ " কমলবাবু মনে করছেন, এর জেরে পিঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমবে ।

তবে রবিবারও পিঁয়াজের দাম ছিল যথেষ্ট চড়া । কলকাতার খুচরো বাজারগুলিতে রবিবার পিঁয়াজের প্রতি কেজি দাম ছিল 120 থেকে 140 টাকা । নতুন পিঁয়াজের পাইকারি দর 3800 টাকা প্রতি মন । কমলবাবু বলেন, "নতুন পিঁয়াজ মজুত করা যায় না । তাই এই পিঁয়াজ সঙ্গে সঙ্গেই বাজারে ছেড়ে দিতে হবে ‌। না হলে এই পিঁয়াজ নষ্ট হবে । অসাধু ব্যবসায়ী ও মজুতদাররা নতুন পিঁয়াজ মজুত করতে পারবেন না । তাই নতুন পিঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করবে ।"

আরও পড়ুন : পিঁয়াজের ‘দামে’ চোখে জল মধ্যবিত্তের

কমলবাবু আরও জানিয়েছেন, বাঁকুড়া ও পুরুলিয়ায় ইতিমধ্যে নতুন পিঁয়াজ ঘরে তুলতে শুরু করেছে চাষিরা । এর জেরেও দাম কিছুটা কমবে ।আগামীদিনে বাজারগুলিতে আরও বেশি নজরদারি চালানো হবে । পিঁয়াজ ব্যবসায়ীদের একাংশ মনে করছে, 15 দিনের মধ্যে পিঁয়াজের দাম কেজি পিছু 50 থেকে 60 টাকায় নেমে আসবে ।

Intro:পেঁয়াজের দাম থেকে কিছুটা রেহাই পেতে চলেছে মধ্যবিত্ত। গতকাল থেকে কলকাতায় আসতে শুরু করেছে নাসিকের নতুন পেঁয়াজ। আর এতেই আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। গতকাল নাসিক থেকে নতুন পেঁয়াজের 4 গাড়ি ঢুকেছে কলকাতায়। 30 গাড়ি নতুন পেঁয়াজ ঢুকেছে গোটা রাজ্যে। আর এর ফলেই রবিবার থেকে দাম কিছুটা হলেও কমতে শুরু করেছে অগ্নিমূল্য পেঁয়াজের। পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন আগামীকাল থেকে নিয়মিত এই নতুন পেঁয়াজের গাড়ি আসতে থাকবে। ফলেই দাম আরো কিছুটা কমবে অল্প কিছুদিনের মধ্যেই।


Body:পাসপোর্ট অফিসার কমলদা জানিয়েছেন গতকাল থেকে কলকাতায় চারটি নতুন পেঁয়াজের গাড়ি এসেছে নাসিক থেকে। 6 পুরনো পেঁয়াজের গাড়ি এসেছে নাসিক থেকে। গতকাল প্রায় 10 গাড়ি মাল ঢুকেছে কলকাতা শহরে। এবং আগামীকাল থেকে প্রতিদিনই পেঁয়াজের গাড়ি নাসিক থেকে আসতে থাকবে এরফলে কিছুদিনের মধ্যেই দাম অনেকখানি কমবে এমনটাই জানিয়েছেন ফোর্স অফিসার কমন দে। আজকে বিভিন্ন বাজারে খুচরা পেঁয়াজের দাম একশো কুড়ি থেকে 140 টাকা প্রতি কেজি। আজ নতুন পেঁয়াজের পাইকারি দর 38 টাকা প্রতি মন। অর্থাৎ 40 কিলো বস্তা আর 38 শো টাকায় পাইকারি বাজারে এসেছে। টাস্ক ফোর্স সদস্য কমলদা জানিয়েছেন নতুন পেঁয়াজ মজুদ করা যায় না। তাই এই পেঁয়াজ সঙ্গে সঙ্গেই বাজারে ছেড়ে দিতে হবে‌। তানাহলে এই পেঁয়াজ নষ্ট যাবে। সেই ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা মজুমদাররা নতুন পেঁয়াজ জমিয়ে রাখতে পারবেন না। নতুন পেঁয়াজ বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গেই দাম বেশ খানিকটা কমতে শুরু করবে।


Conclusion:সেই সঙ্গে তিনি জানিয়েছেন বাংলায় বাঁকুড়া ও পুরুলিয়া থেকেও ইতিমধ্যে অল্প পরিমাণে নতুন পেঁয়াজ উঠতে শুরু করে দিয়েছে। এর ফলে দাম বেশ খানিকটা কমবে। পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন 15 দিনের মধ্যে পেঁয়াজের দাম 50 থেকে 60 টাকা প্রতি কেজিতে বিক্রি হবে বাজারে। সেইসঙ্গে বাজারগুলিতে আরো বেশি নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন টাস্কফোর্স সদস্য কমল দে।
Last Updated : Dec 8, 2019, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.