ETV Bharat / city

Mamata New Album: মহালয়ায় আসছে মুখ্যমন্ত্রীর কথায়-সুরে অ্যালবাম, কী গান ? কারা গাইছেন ? - মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশের অপেক্ষায় 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অ্যালবাম ৷ তিনটি গান (Mamata New Album) নিয়ে তথ্য প্রকাশ্যে আনল ইটিভি ভারত ৷

New music album written and composed by Mamata Banerjee to be released on Mahalaya
মহালয়ায় আসছে মুখ্যমন্ত্রীর কথায়-সুরে অ্যালবাম, কী গান ? কারা গাইছেন ?
author img

By

Published : Sep 19, 2022, 7:39 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: দেবীপক্ষের শুরুতে মহালয়ায় প্রকাশিত হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন গানের অ্যালবাম (Mamata New Album)। নবান্ন সূত্রে এমনটাই খবর । এই অ্যালবামের গানগুলির কথা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী । সোমবার সেই অ্যালবামের তিনটি গান সম্পর্কে জানা গেল । তিনটি গানেরই প্রেক্ষাপট বাঙালির সবচেয়ে বড় উৎসব । গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট শিল্পী (New music album written and composed by Mamata)।

এ দিন যে তিনটি গান সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে তিনটি গানের কলি যথাক্রমে এরকম । প্রথম গানটি, 'আকাশ যেখানে নীলিমায় নীল'। এক মহিলা শিল্পীর গলায় এই গানটি তৈরি হয়েছে । যদিও গানটির গায়িকা কে সে বিষয়ে প্রকাশ্যে কিছুই বলা হয়নি । দ্বিতীয় গানটি অনেকটা জীবনমুখী স্টাইলের । গানটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী মনোময় । গানের কথা এরকম, 'ধ্রুবতারা তুমি কেন হলে না'। ভালোবাসা কল্পনার জগৎ থেকে হঠাৎ করে রূঢ় বাস্তবে পৌঁছে যাওয়ার কথাই লেখা হয়েছে এই গানে । তৃতীয় গানটি অবশ্যই এ বারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে । এই গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক ইন্দ্রনীল সেন । গানটির প্রেক্ষাপট অবশ্যই উৎসবের বাংলা । একাধিক জেলা, তাদের সংস্কৃতির প্রেক্ষাপটে লেখা । এই গানের ভাষা,'ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে'। এই গান প্রসঙ্গে বলাই যায়, এ যেন গানে গানে বাংলার পরিচয় ।

আরও পড়ুন: বিজেপি বিধায়কদের বাড়িতে হানা দিলেও টাকার পাহাড় উদ্ধার হবে, বিধানসভায় চ্যালেঞ্জ মমতার

প্রসঙ্গত, প্রত্যেক বছর মহালয়ার দিন পুজো অ্যালবাম প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী । এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না । সেই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । হাতে আর মাত্র কয়েকটা দিন, এ বারও জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রকাশিত হবে এই পুজো অ্যালবাম । সোমবার এই পুজোর অ্যালবাম প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন বলেন, মুখ্যমন্ত্রীর গান মানেই বাংলার মানুষের সারা বছর ধরে অপেক্ষা । আশা করছি, এ বারও তাঁরা নিরাশ হবেন না । মুখ্যমন্ত্রীর কথা এবং সুরে প্রত্যেকটি গানই এক কথায় অনবদ্য । হাজার কাজের ব্যস্ততার মধ্যেও তাঁর এই পরিশ্রম আশা করছি সাধারণ দর্শক শ্রোতার ভালো লাগবে ।

কলকাতা, 19 সেপ্টেম্বর: দেবীপক্ষের শুরুতে মহালয়ায় প্রকাশিত হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন গানের অ্যালবাম (Mamata New Album)। নবান্ন সূত্রে এমনটাই খবর । এই অ্যালবামের গানগুলির কথা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী । সোমবার সেই অ্যালবামের তিনটি গান সম্পর্কে জানা গেল । তিনটি গানেরই প্রেক্ষাপট বাঙালির সবচেয়ে বড় উৎসব । গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট শিল্পী (New music album written and composed by Mamata)।

এ দিন যে তিনটি গান সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে তিনটি গানের কলি যথাক্রমে এরকম । প্রথম গানটি, 'আকাশ যেখানে নীলিমায় নীল'। এক মহিলা শিল্পীর গলায় এই গানটি তৈরি হয়েছে । যদিও গানটির গায়িকা কে সে বিষয়ে প্রকাশ্যে কিছুই বলা হয়নি । দ্বিতীয় গানটি অনেকটা জীবনমুখী স্টাইলের । গানটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী মনোময় । গানের কথা এরকম, 'ধ্রুবতারা তুমি কেন হলে না'। ভালোবাসা কল্পনার জগৎ থেকে হঠাৎ করে রূঢ় বাস্তবে পৌঁছে যাওয়ার কথাই লেখা হয়েছে এই গানে । তৃতীয় গানটি অবশ্যই এ বারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে । এই গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক ইন্দ্রনীল সেন । গানটির প্রেক্ষাপট অবশ্যই উৎসবের বাংলা । একাধিক জেলা, তাদের সংস্কৃতির প্রেক্ষাপটে লেখা । এই গানের ভাষা,'ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে'। এই গান প্রসঙ্গে বলাই যায়, এ যেন গানে গানে বাংলার পরিচয় ।

আরও পড়ুন: বিজেপি বিধায়কদের বাড়িতে হানা দিলেও টাকার পাহাড় উদ্ধার হবে, বিধানসভায় চ্যালেঞ্জ মমতার

প্রসঙ্গত, প্রত্যেক বছর মহালয়ার দিন পুজো অ্যালবাম প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী । এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না । সেই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । হাতে আর মাত্র কয়েকটা দিন, এ বারও জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রকাশিত হবে এই পুজো অ্যালবাম । সোমবার এই পুজোর অ্যালবাম প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন বলেন, মুখ্যমন্ত্রীর গান মানেই বাংলার মানুষের সারা বছর ধরে অপেক্ষা । আশা করছি, এ বারও তাঁরা নিরাশ হবেন না । মুখ্যমন্ত্রীর কথা এবং সুরে প্রত্যেকটি গানই এক কথায় অনবদ্য । হাজার কাজের ব্যস্ততার মধ্যেও তাঁর এই পরিশ্রম আশা করছি সাধারণ দর্শক শ্রোতার ভালো লাগবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.