কলকাতা, 19 ফেব্রুয়ারি : রাজ্যে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব থামাতে বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ নেতাদের কার্যকরী কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে খবর । একই সঙ্গে এমনই কিছু বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতাকে কেন্দ্রীয় স্তরেও দায়িত্ব দেওয়া হতে পারে খবর । সেই তালিকায় নাম রয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠক, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীরণ সাহা-সহ জেলার কিছু বিক্ষুব্ধ নেতার ।
সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি (Bengal BJP President Sukanta Majumdar) পদে আসার পর কয়েক মাস আগে দলের নতুন যে রাজ্য কমিটি তৈরি হয়েছিল, তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছিল দলের অন্দরেও ৷ বিভিন্ন জেলাতেও সেই ক্ষোভের আঁচ পৌঁছেছে ৷ তাই নতুন বর্ধিত কার্যকরী কমিটিতে সব বিক্ষুব্ধ নেতাদের জায়গা দিয়ে তাদের বার্তা দেওয়া হতে পারে বলে খবর । বিজেপি সূত্রে খবর, বর্ধিত কার্যকরী কমিটি চূড়ান্ত হয়ে গিয়েছে । খুব শীঘ্রই তা ঘোষণা হতে পারে ৷
আরও পড়ুন : শাসকদলের সঙ্গে যোগ নেই, অথচ তৃণমূলের বহিষ্কৃত তালিকায় নাম ! মালদায় চরম বিভ্রান্তি
যদিও বিজেপির একটা অংশের দাবি, এই বর্ধিত কার্যকরী কমিটি ঘোষণা পরও ক্ষোভ তৈরি হতে পারে ৷ তাই সময় নিয়েই সেই কমিটি তৈরির দিকে এগোচ্ছে বিজেপি । এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজেপির কার্যকরী কমিটি একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয় । যাঁরা সিনিয়ার তাঁরা যেমন জায়গা পায়, তেমনি যাঁদের মূল রাজ্য কমিটিতে নাম থাকে না তাঁদেরও জায়গা দেওয়া হয় ।" তাঁর কথায়, "বিক্ষুব্ধ বলে এখন রাজ্য বিজেপিতে কেউ নেই । সবাই আমাদের বিজেপির সৈনিক । তাই, তাঁদের জায়গা দেওয়া হচ্ছে বর্ধিত কার্যকরী কমিটিতে ।"