ETV Bharat / city

Kolkata Metro: নবকলেবরে আত্মপ্রকাশ করছে কলকাতা মেট্রোর টোকেন - কলকাতা মেট্রো

নবকলেবরে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতা মেট্রোর টোকেন (Kolkata Metro)৷ খুব শিগগিরই মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারগুলি থেকে এই টোকেন পাওয়া যাবে (New look metro token)৷

new look tokens to be introduced in Kolkata Metro Railway
নবকলেবরে আত্মপ্রকাশ করছে কলকাতা মেট্রোর টোকেন
author img

By

Published : Sep 28, 2022, 4:07 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: এ বার নবকলেবরে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতা মেট্রোর টোকেন (Kolkata Metro)। মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারগুলি থেকে খুব দ্রুত দেওয়া শুরু হবে নতুন রূপের টোকেন (New look metro token)। ব্র্যান্ডিং করা হল অতিপরিচিত মেট্রো টোকেনের গায়েও । আজ এ কথা জানানো হয়েছে কলকাতা মেট্রোর পক্ষ থেকে ।

দুটি বেসরকারি সংস্থার সঙ্গে টোকেনের ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । উৎসবের মরসুমেই যাত্রীদের হাতে আসবে নয়া টোকেন । সম্প্রতি ময়দান মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এই টোকেনের টেমপ্লেট । নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট করিডর মিলিয়ে প্রথম পর্যায়ের বুকিং কাউন্টার থেকে প্রায় দু লক্ষ টোকেন দেওয়া হবে ।

গত দু বছর অতিমারির কারণে ব্যাপক ভাবে ধাক্কা এসেছে মেট্রোর আয়ে । কমে গিয়েছিল যাত্রীর সংখ্যাও । কলকাতা মেট্রোর আয় বাড়াতে মেট্রো রেল কর্তৃপক্ষ এই ধরনের বিভিন্ন বিকল্প পথ নিয়েছে । এর ফলে বার্ষিক আয়ও বাড়বে অনেকটাই । তাই মেট্রো কর্তৃপক্ষ একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে এই ধরনের ব্র্যান্ডিং শুরু করেছে ।

আরও পড়ুন: আড়াই বছর পর কলকাতা মেট্রোয় 6 লক্ষ পেরল যাত্রী সংখ্যা

সম্প্রতি নর্থ সাউথ করিডরে মেট্রো আবার ছুঁয়েছে ছ'লক্ষেরও বেশি যাত্রীর সংখ্যা ৷ এর ফলে স্বাভাবিকভাবেই বেশ কিছুটা বেড়েছে মেট্রোর আয় । এর আগে মেট্রোর স্মার্ট কার্ডও সেজে উঠেছে নতুন রূপে । 75তম স্বাধীনতা দিবসকে যাত্রীদের কাছে স্মরণীয় করে রাখতে মেট্রো স্মার্ট কার্ডে রয়েছে আজাদি কা মহোৎসব লোগো । নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট দুই মেট্রো করিডরের পরিষেবার ক্ষেত্রেই ব্যবহার করা যায় বিশেষ এই স্মার্ট কার্ড ।

কলকাতা, 28 সেপ্টেম্বর: এ বার নবকলেবরে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতা মেট্রোর টোকেন (Kolkata Metro)। মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারগুলি থেকে খুব দ্রুত দেওয়া শুরু হবে নতুন রূপের টোকেন (New look metro token)। ব্র্যান্ডিং করা হল অতিপরিচিত মেট্রো টোকেনের গায়েও । আজ এ কথা জানানো হয়েছে কলকাতা মেট্রোর পক্ষ থেকে ।

দুটি বেসরকারি সংস্থার সঙ্গে টোকেনের ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । উৎসবের মরসুমেই যাত্রীদের হাতে আসবে নয়া টোকেন । সম্প্রতি ময়দান মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এই টোকেনের টেমপ্লেট । নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট করিডর মিলিয়ে প্রথম পর্যায়ের বুকিং কাউন্টার থেকে প্রায় দু লক্ষ টোকেন দেওয়া হবে ।

গত দু বছর অতিমারির কারণে ব্যাপক ভাবে ধাক্কা এসেছে মেট্রোর আয়ে । কমে গিয়েছিল যাত্রীর সংখ্যাও । কলকাতা মেট্রোর আয় বাড়াতে মেট্রো রেল কর্তৃপক্ষ এই ধরনের বিভিন্ন বিকল্প পথ নিয়েছে । এর ফলে বার্ষিক আয়ও বাড়বে অনেকটাই । তাই মেট্রো কর্তৃপক্ষ একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে এই ধরনের ব্র্যান্ডিং শুরু করেছে ।

আরও পড়ুন: আড়াই বছর পর কলকাতা মেট্রোয় 6 লক্ষ পেরল যাত্রী সংখ্যা

সম্প্রতি নর্থ সাউথ করিডরে মেট্রো আবার ছুঁয়েছে ছ'লক্ষেরও বেশি যাত্রীর সংখ্যা ৷ এর ফলে স্বাভাবিকভাবেই বেশ কিছুটা বেড়েছে মেট্রোর আয় । এর আগে মেট্রোর স্মার্ট কার্ডও সেজে উঠেছে নতুন রূপে । 75তম স্বাধীনতা দিবসকে যাত্রীদের কাছে স্মরণীয় করে রাখতে মেট্রো স্মার্ট কার্ডে রয়েছে আজাদি কা মহোৎসব লোগো । নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট দুই মেট্রো করিডরের পরিষেবার ক্ষেত্রেই ব্যবহার করা যায় বিশেষ এই স্মার্ট কার্ড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.