ETV Bharat / city

SSC Recruitment Scam: 2016 মেধাতালিকা নিয়ে নতুন অভিযোগ, সত্যি প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

2016 স্কুল সার্ভিস কমিশনে মেধাতালিকা নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ (New complaint rises on 2016 SSC merit list) ৷ বিচারপতির পর্যবেক্ষণ, যদি এই গুরুতর অভিযোগ সত্যি হয়, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে।

SSC Recruitment Scam
2016 মেধাতালিকা নিয়ে নতুন অভিযোগ সামনে
author img

By

Published : Jul 29, 2022, 4:22 PM IST

Updated : Jul 29, 2022, 6:07 PM IST

কলকাতা, 29 জুলাই: একটি পদের জন্য নির্দিষ্ট অনুপাতের তুলনায় অনেক বেশি প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে। এই মর্মে এবার 2016 স্কুল সার্ভিস কমিশনে মেধাতালিকা নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ (New complaint rises on 2016 SSC merit list) ৷ বিচারপতির পর্যবেক্ষণ, যদি এই গুরুতর অভিযোগ সত্যি হয়, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। কারণ সেক্ষেত্রে নিয়োগ বিধি না মানার অভিযোগ মান্যতা পাবে। স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পনেরো দিনের মধ্যে প্রত্যেকটি বিষয় ধরে ধরে কোথায় কতজনকে বাড়তি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে।

তাদের মধ্যে কারা চাকরি পেয়েছে, তাও জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক প্রার্থীর নিয়োগ হয়েছে, তার ক্ষেত্রে নম্বর জালিয়াতির অভিযোগ আসায় আলাদা হলফনামা দিয়ে বিষয়টির ব্যাখ্যা দিতে হবে কমিশনকে ৷ শিউলি খাতুন নামে এক চাকরি প্রার্থীর অভিযোগ, 2016 এসএলএসটি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউতে দেখা গিয়েছে প্রায় সব বিষয়ে অতিরিক্ত প্রার্থীকে ডাকা হয়েছে। আদালতে কমিশনের বক্তব্য, বে-আইনি নিয়োগ অভিযোগে সিবিআই তদন্ত করছে। তাদের তদন্ত শেষ হলে কমিশন বিষয়টি খতিয়ে দেখবে।

আরও পড়ুন: আকুল কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা ! টেনে-হিঁচড়ে ঢোকানো হল হাসপাতালে

কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের এই বক্তব্য বাতিল করে নির্দেশ দেন, যাদের অতিরিক্ত হিসাবে ডাকা হয়েছিল, কমিশন যেন সেই সকল প্রার্থীদের বিষয়, ক্যাটেগরি ও তারিখ উল্লেখ করে অবিলম্বে তা আদালতকে জানায় ৷ তাদের মধ্যে কাউকে নিয়োগ করা হয়েছিল কি না, তাও আদালতকে জানাতে হবে ৷ 16 অগস্টের মধ্যে কমিশনকে এই তথ্য দিতে হবে। 18 অগাস্ট শুনানি হবে এই মামলার। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের ডাটারুম তাদের হাতে না-থাকার জন্য অন্য আদালতকে স্কুল সার্ভিস কমিশন তথ্য দিতে পারছে না বলে এদিন জানায় তারা । পালটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সিবিআই ও এনআইসি আধিকারিকদের উপস্থিতিতে কমিশন গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রিন্ট আউট নিতে পারবেন।

কলকাতা, 29 জুলাই: একটি পদের জন্য নির্দিষ্ট অনুপাতের তুলনায় অনেক বেশি প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে। এই মর্মে এবার 2016 স্কুল সার্ভিস কমিশনে মেধাতালিকা নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ (New complaint rises on 2016 SSC merit list) ৷ বিচারপতির পর্যবেক্ষণ, যদি এই গুরুতর অভিযোগ সত্যি হয়, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। কারণ সেক্ষেত্রে নিয়োগ বিধি না মানার অভিযোগ মান্যতা পাবে। স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পনেরো দিনের মধ্যে প্রত্যেকটি বিষয় ধরে ধরে কোথায় কতজনকে বাড়তি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে।

তাদের মধ্যে কারা চাকরি পেয়েছে, তাও জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক প্রার্থীর নিয়োগ হয়েছে, তার ক্ষেত্রে নম্বর জালিয়াতির অভিযোগ আসায় আলাদা হলফনামা দিয়ে বিষয়টির ব্যাখ্যা দিতে হবে কমিশনকে ৷ শিউলি খাতুন নামে এক চাকরি প্রার্থীর অভিযোগ, 2016 এসএলএসটি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউতে দেখা গিয়েছে প্রায় সব বিষয়ে অতিরিক্ত প্রার্থীকে ডাকা হয়েছে। আদালতে কমিশনের বক্তব্য, বে-আইনি নিয়োগ অভিযোগে সিবিআই তদন্ত করছে। তাদের তদন্ত শেষ হলে কমিশন বিষয়টি খতিয়ে দেখবে।

আরও পড়ুন: আকুল কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা ! টেনে-হিঁচড়ে ঢোকানো হল হাসপাতালে

কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের এই বক্তব্য বাতিল করে নির্দেশ দেন, যাদের অতিরিক্ত হিসাবে ডাকা হয়েছিল, কমিশন যেন সেই সকল প্রার্থীদের বিষয়, ক্যাটেগরি ও তারিখ উল্লেখ করে অবিলম্বে তা আদালতকে জানায় ৷ তাদের মধ্যে কাউকে নিয়োগ করা হয়েছিল কি না, তাও আদালতকে জানাতে হবে ৷ 16 অগস্টের মধ্যে কমিশনকে এই তথ্য দিতে হবে। 18 অগাস্ট শুনানি হবে এই মামলার। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের ডাটারুম তাদের হাতে না-থাকার জন্য অন্য আদালতকে স্কুল সার্ভিস কমিশন তথ্য দিতে পারছে না বলে এদিন জানায় তারা । পালটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সিবিআই ও এনআইসি আধিকারিকদের উপস্থিতিতে কমিশন গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রিন্ট আউট নিতে পারবেন।

Last Updated : Jul 29, 2022, 6:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.