ETV Bharat / city

West Bengal BJP কাল রাজ্য সফরে বঙ্গ বিজেপির নয়া পর্যবেক্ষক সুনীল বানসাল - new central observer of bengal bjp will be coming to west bengal on monday

কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর কাল প্রথম রাজ্যে আসছেন সুনীল বাসিন্দা । আদতে দুর্গাপুরের বাসিন্দা সুনীলের হাত ধরে উত্তরপ্রদেশে ভালো ফল করেছে বিজেপি । আরও একবার সেই ম্যাজিক দেখতে চাইছে বঙ্গ বিজেপি (Sunil Bansal Will Be Meeting The State Party Leaders)।

West Bengal BJP
কাল রাজ্য সফরে বঙ্গ বিজেপির নয়া পর্যবেক্ষক সুনীল বানসাল
author img

By

Published : Aug 21, 2022, 7:46 AM IST

কলকাতা, 21 অগস্ট: কাল রাজ্যে আসছেন বঙ্গ বিজেপির নয়া পর্যবেক্ষক সুনীল বানসাল। কেন্দ্রীয় পর্যবেক্ষক হাওয়ার পর এটাই তাঁর প্রথম রাজ্য সফর। একাধিক সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সামগ্রিকভাবে দলের পরিস্থিতি কী তাও খতিয়ে দেখবেন তিনি । বেশ কয়েক বছর এই দায়িত্ব সামলেছেন মধ্যপ্রদেশের নেতা কৈলাশ বিজয়বর্গীয়। গত বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর তিনি রাজ্যে আসেননি । পাশাপাশি বঙ্গ বিজেপিতেও তাঁকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল (Sunil Bansal is The New Central Observer of West Bengal BJP) । পোস্টার পড়েছিল খোদ রাজ্য দফতরে । প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় একাধিকবার সামাজিক মাধ্যমে কৈলাশের বিরুদ্ধে মুখ খোলেন । এরপর দায়িত্বে নিয়ে আসা হয় সুনীলকে ।

গত বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর বিজেপির একটি অংশ দাবি করেছিল রাজ্যের সমস্যা ও পরিস্থিতি কেন্দ্রীয় নেতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল । আর তাই দাবি উঠছিল এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক যিনি রাজ্যের পরিস্থিতি ভালো বোঝেন । সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে দুর্গাপুরের বাসিন্দা এবং দীর্ঘদিনে আরএসএসের সংগঠক সুনীল বনসলকে দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক মহল এই পদক্ষেপকে বিজেপির মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে । কারণ একদিকে তিনি নিজের রাজ্যকে খুব ভালো করেন চেনেন । পাশাপাশি উত্তর প্রদেশে বিজেপির ক্ষমতায় আসার নেপথ্যেও তাঁর বিরাট অবদান ছিল বলে মনে করা হয়। এমতাবস্থায় সুনীলের হাত ধরে বঙ্গ বিজেপিতে জোয়ার আসবে বলে আশা করছেন দলের কর্মীরা ।

আরও পড়ুন: বড় বিপদের আশঙ্কা, মহম্মদ আলি পার্কে পুজে মণ্ডপ নির্মাণে নিষেধাজ্ঞা পুরসভার
এই রাজ্য সফর ক'দিনের তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, 2-3 দিন রাজ্যে থাকতে পারেন তিনি। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে সোমবার হেস্টিংসের দলীয় দফতরে বৈঠক করবেন। জেলার পদাধিকারীরা ছাড়াও বৈঠকে থাকতে পারেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায়রা। এছাড়া আরও বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে তাঁর ।

কলকাতা, 21 অগস্ট: কাল রাজ্যে আসছেন বঙ্গ বিজেপির নয়া পর্যবেক্ষক সুনীল বানসাল। কেন্দ্রীয় পর্যবেক্ষক হাওয়ার পর এটাই তাঁর প্রথম রাজ্য সফর। একাধিক সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সামগ্রিকভাবে দলের পরিস্থিতি কী তাও খতিয়ে দেখবেন তিনি । বেশ কয়েক বছর এই দায়িত্ব সামলেছেন মধ্যপ্রদেশের নেতা কৈলাশ বিজয়বর্গীয়। গত বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর তিনি রাজ্যে আসেননি । পাশাপাশি বঙ্গ বিজেপিতেও তাঁকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল (Sunil Bansal is The New Central Observer of West Bengal BJP) । পোস্টার পড়েছিল খোদ রাজ্য দফতরে । প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় একাধিকবার সামাজিক মাধ্যমে কৈলাশের বিরুদ্ধে মুখ খোলেন । এরপর দায়িত্বে নিয়ে আসা হয় সুনীলকে ।

গত বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর বিজেপির একটি অংশ দাবি করেছিল রাজ্যের সমস্যা ও পরিস্থিতি কেন্দ্রীয় নেতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল । আর তাই দাবি উঠছিল এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক যিনি রাজ্যের পরিস্থিতি ভালো বোঝেন । সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে দুর্গাপুরের বাসিন্দা এবং দীর্ঘদিনে আরএসএসের সংগঠক সুনীল বনসলকে দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক মহল এই পদক্ষেপকে বিজেপির মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে । কারণ একদিকে তিনি নিজের রাজ্যকে খুব ভালো করেন চেনেন । পাশাপাশি উত্তর প্রদেশে বিজেপির ক্ষমতায় আসার নেপথ্যেও তাঁর বিরাট অবদান ছিল বলে মনে করা হয়। এমতাবস্থায় সুনীলের হাত ধরে বঙ্গ বিজেপিতে জোয়ার আসবে বলে আশা করছেন দলের কর্মীরা ।

আরও পড়ুন: বড় বিপদের আশঙ্কা, মহম্মদ আলি পার্কে পুজে মণ্ডপ নির্মাণে নিষেধাজ্ঞা পুরসভার
এই রাজ্য সফর ক'দিনের তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, 2-3 দিন রাজ্যে থাকতে পারেন তিনি। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে সোমবার হেস্টিংসের দলীয় দফতরে বৈঠক করবেন। জেলার পদাধিকারীরা ছাড়াও বৈঠকে থাকতে পারেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায়রা। এছাড়া আরও বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে তাঁর ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.