ETV Bharat / city

কোরোনা রোগীর ডিসচার্জ সার্টিফিকেটে লিখতে হবে "নেগেটিভ", নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

যে সব কোরোনা রোগী হাসপাতাল থেকে ছাড়া পাবেন, এবার থেকে তাঁদের ডিসচার্জ সার্টিফিকেটে "নেগেটিভ" লিখতে হবে । জানিয়ে দিল স্বাস্থ্য দপ্তর ।

author img

By

Published : Aug 1, 2020, 12:06 AM IST

Nabanna
নবান্নের ছবি

কলকাতা, 31 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেই পরিবারকে একঘরে করার চেষ্টার অভিযোগ উঠেছে একাধিক জায়গায় । কখনও হামলাও চালানো হয়েছে । রোগমুক্ত হয়ে ফেরার পরও অনেকেই সমস্যায় পড়েছেন । প্রতিবেশীরা নিশ্চিত না হয়ে রোগীকে পাড়ায় ঢুকতে দিতে চাইছেন না । ফলে সুস্থরাও সমস্যায় পড়ছেন । তাই এবার থেকে কোরোনা রোগীর ডিসচার্জ সার্টিফিকেটে "নেগেটিভ" লেখার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর ।

গতকাল লেকটাউনে কোরোনা আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধকে মেয়ের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় । বন্ধ করে দেওয়া হয় আবাসনের গেট । যদিও ওই বৃদ্ধ কোরোনায় আক্রান্ত ছিলেন না বলে দাবি তাঁর পরিবারের । তিনি আদতে কল্যাণীর বাসিন্দা । সেখানে দুর্ঘটনায় পড়েন । হাত এবং পায়ের হাড় ভাঙে । তাঁর মেয়ে-জামাই কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে রেখে তাঁর চিকিৎসা করান । তাঁর অস্ত্রোপচারও হয় । 10 দিন হাসপাতালে থাকার পর তাঁকে অ্যাম্বুলেন্সে বাড়ি নিয়ে আসতে চান তাঁর মেয়ে । কিন্তু ঢোকার আগেই ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে দেওয়া হয় । রীতিমতো পাঁচ ঘণ্টা বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে শুয়ে থাকতে হয় ।

এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের পাড়ায় কিংবা আবাসনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে । তার জেরেই এবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হল । কোরোনামুক্ত হওয়ার পর সাত দিন বাড়িতে বিশ্রাম নেওয়া আবশ্যক । সেই সময় যদি রোগীকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় তবে তা তার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে । এই বিষয়ে আগেও একাধিকবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী । কিন্তু তাতেও অনেকের আতঙ্ক কাটেনি ।

প্রসঙ্গত দিন কয়েক আগে পাটুলিতে কোরোনা রোগীকে মারধরের ঘটনা সামনে এসেছিল । অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয় ।

কলকাতা, 31 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেই পরিবারকে একঘরে করার চেষ্টার অভিযোগ উঠেছে একাধিক জায়গায় । কখনও হামলাও চালানো হয়েছে । রোগমুক্ত হয়ে ফেরার পরও অনেকেই সমস্যায় পড়েছেন । প্রতিবেশীরা নিশ্চিত না হয়ে রোগীকে পাড়ায় ঢুকতে দিতে চাইছেন না । ফলে সুস্থরাও সমস্যায় পড়ছেন । তাই এবার থেকে কোরোনা রোগীর ডিসচার্জ সার্টিফিকেটে "নেগেটিভ" লেখার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর ।

গতকাল লেকটাউনে কোরোনা আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধকে মেয়ের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় । বন্ধ করে দেওয়া হয় আবাসনের গেট । যদিও ওই বৃদ্ধ কোরোনায় আক্রান্ত ছিলেন না বলে দাবি তাঁর পরিবারের । তিনি আদতে কল্যাণীর বাসিন্দা । সেখানে দুর্ঘটনায় পড়েন । হাত এবং পায়ের হাড় ভাঙে । তাঁর মেয়ে-জামাই কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে রেখে তাঁর চিকিৎসা করান । তাঁর অস্ত্রোপচারও হয় । 10 দিন হাসপাতালে থাকার পর তাঁকে অ্যাম্বুলেন্সে বাড়ি নিয়ে আসতে চান তাঁর মেয়ে । কিন্তু ঢোকার আগেই ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে দেওয়া হয় । রীতিমতো পাঁচ ঘণ্টা বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে শুয়ে থাকতে হয় ।

এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের পাড়ায় কিংবা আবাসনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে । তার জেরেই এবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হল । কোরোনামুক্ত হওয়ার পর সাত দিন বাড়িতে বিশ্রাম নেওয়া আবশ্যক । সেই সময় যদি রোগীকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় তবে তা তার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে । এই বিষয়ে আগেও একাধিকবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী । কিন্তু তাতেও অনেকের আতঙ্ক কাটেনি ।

প্রসঙ্গত দিন কয়েক আগে পাটুলিতে কোরোনা রোগীকে মারধরের ঘটনা সামনে এসেছিল । অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.