ETV Bharat / city

আপার প্রাইমারির ইন্টারভিউতে সাড়ে চার হাজার প্রার্থীকে ডাকতে পারে SSC - SSC circulation

আপার প্রাইমারির ইন্টারভিউতে প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থীকে ডাকা হতে পারে ৷ আজ SSC-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে আপার প্রাইমারি স্তরে সহকারি শিক্ষক নিয়োগের জন্য আগামী 20-22 অগাস্ট যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৷

আচার্য ভবন
author img

By

Published : Aug 9, 2019, 10:08 PM IST

কলকাতা, 9 অগাস্ট: আপার প্রাইমারির ইন্টারভিউতে প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থীকে ডাকা হতে পারে ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, আগামী 20 থেকে 22 অগাস্ট পর্যন্ত চলবে ইন্টারভিউ ৷

আজ SSC-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে জানানো হয়, প্রথম SLST-র ভিত্তিতে রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে আপার প্রাইমারি স্তরে সহকারি শিক্ষক নিয়োগের জন্য আগামী 20-22 অগাস্ট যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৷ 16 অগাস্ট কমিশনের ওয়েবসাইটে এই ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে ৷ চাকরিপ্রার্থীরা ওয়েবসাইট থেকে নিজেদের কললেটার ডাউনলোড করতে পারবেন ৷ ওয়েবসাইটে TET-এর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই কললেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা ৷

আরও পড়ুন :আপার প্রাইমারির ভেরিফিকেশনে ডাক না পেয়ে হাইকোর্টে প্রশিক্ষণপ্রাপ্তরা

SSC-সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তা ছাড়াও বিভিন্ন মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের পর বেশকিছু যোগ্যপ্রার্থীর নথি যাচাই করেছে কমিশন ৷ সেই নথি যাচাইয়ের পর দেখা গেছে, অনিয়মের অভিযোগ তুলে যেসব চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাঁর বেশিরভাগেরই সত্যতা রয়েছে৷ প্রশিক্ষণ ও নম্বরের ভিত্তিতে তাঁদের নাম মেধাতালিকায় আসার যোগ্য ৷ সেই কারণেই আবার ইন্টারভিউ নিতে চলেছে SSC ৷ কমিশনের এক আধিকারিক জানান, হাইকোর্টের নির্দেশে যে ছয় হাজার প্রার্থীর নথি যাচাই করা হয়েছিল, তাঁদের মধ্যে প্রায় সাড়ে চার হাজার প্রার্থীকে এই ইন্টারভিউতে ডাকা হচ্ছে ৷

উল্লেখ্য, আপার প্রাইমারিতে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ৷ কিন্তু, বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে যায় প্রায় ছয় হাজার চাকরিপ্রার্থী ৷ অভিযোগ, TET-এ কম নম্বর পেয়েও অনেক প্রার্থী ইন্টারভিউতে ডাক পেয়েছেন ৷ আবার প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের ছেড়ে ইন্টারভিউতে প্রশিক্ষণহীনদের ডাকার অভিযোগও উঠেছে ৷ এর জেরে হাইকোর্টে বেশকিছু মামলা হয় ৷ সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্ট ধাপে ধাপে প্রশিক্ষণপ্রাপ্তদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছিল কমিশনকে ৷

কলকাতা, 9 অগাস্ট: আপার প্রাইমারির ইন্টারভিউতে প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থীকে ডাকা হতে পারে ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, আগামী 20 থেকে 22 অগাস্ট পর্যন্ত চলবে ইন্টারভিউ ৷

আজ SSC-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে জানানো হয়, প্রথম SLST-র ভিত্তিতে রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে আপার প্রাইমারি স্তরে সহকারি শিক্ষক নিয়োগের জন্য আগামী 20-22 অগাস্ট যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৷ 16 অগাস্ট কমিশনের ওয়েবসাইটে এই ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে ৷ চাকরিপ্রার্থীরা ওয়েবসাইট থেকে নিজেদের কললেটার ডাউনলোড করতে পারবেন ৷ ওয়েবসাইটে TET-এর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই কললেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা ৷

আরও পড়ুন :আপার প্রাইমারির ভেরিফিকেশনে ডাক না পেয়ে হাইকোর্টে প্রশিক্ষণপ্রাপ্তরা

SSC-সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তা ছাড়াও বিভিন্ন মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের পর বেশকিছু যোগ্যপ্রার্থীর নথি যাচাই করেছে কমিশন ৷ সেই নথি যাচাইয়ের পর দেখা গেছে, অনিয়মের অভিযোগ তুলে যেসব চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাঁর বেশিরভাগেরই সত্যতা রয়েছে৷ প্রশিক্ষণ ও নম্বরের ভিত্তিতে তাঁদের নাম মেধাতালিকায় আসার যোগ্য ৷ সেই কারণেই আবার ইন্টারভিউ নিতে চলেছে SSC ৷ কমিশনের এক আধিকারিক জানান, হাইকোর্টের নির্দেশে যে ছয় হাজার প্রার্থীর নথি যাচাই করা হয়েছিল, তাঁদের মধ্যে প্রায় সাড়ে চার হাজার প্রার্থীকে এই ইন্টারভিউতে ডাকা হচ্ছে ৷

উল্লেখ্য, আপার প্রাইমারিতে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ৷ কিন্তু, বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে যায় প্রায় ছয় হাজার চাকরিপ্রার্থী ৷ অভিযোগ, TET-এ কম নম্বর পেয়েও অনেক প্রার্থী ইন্টারভিউতে ডাক পেয়েছেন ৷ আবার প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের ছেড়ে ইন্টারভিউতে প্রশিক্ষণহীনদের ডাকার অভিযোগও উঠেছে ৷ এর জেরে হাইকোর্টে বেশকিছু মামলা হয় ৷ সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্ট ধাপে ধাপে প্রশিক্ষণপ্রাপ্তদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছিল কমিশনকে ৷

Intro:কলকাতা, ৯ অগাস্ট: তিনটি ধাপে ভেরিফিকেশন হয়ে আপার প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। কিন্তু, তার মধ্যেই হাইকোর্টের নির্দেশে আরও অনেক প্রার্থীর ভেরিফিকেশন করতে কার্যত বাধ্য হয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কম নম্বর পেয়েও ভেরিফিকেশনে ডাক পেয়েছে, অথচ বেশি নম্বর পেয়েও ডাক না পাওয়ার অভিযোগেই বেশিরভাগ মামলা হয়েছিল। তার ভিত্তিতে হাইকোর্ট ধাপে ধাপে অনেক প্রার্থীর ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে মান্যতা দিয়ে প্রায় ৬ হাজার আপার প্রাইমারির সহকারি শিক্ষক পদের প্রার্থীদের ভেরিফিকেশন করেছে স্কুল সার্ভিস কমিশন। আজ একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ অগাস্ট যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে ভেরিফিকেশন করা প্রায় ৬ হাজার প্রার্থীর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার প্রার্থীকে ডাকা হচ্ছে এই ইন্টারভিউতে।
Body:ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তিতে অনুযায়ী, প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্টের (1sr SLST) ভিত্তিতে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সর্ড জুনিয়র হাই, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে আপার প্রাইমারি স্তরে সহকারি শিক্ষক নিয়োগের জন্য আগামী ২০ থেকে ২২ অগাস্ট পর্যন্ত যোগ্য প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। পার্সোনালিটি টেস্টের প্রোগ্রাম ১৬ অগাস্ট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। একই দিনে পার্সোনালিটি টেস্টে ডাক পাওয়া প্রার্থীরা ওয়েবসাইট থেকে নিজেদের কল লেটার ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন আইডি বা টেট পরীক্ষার রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে এই কল লেটার ডাউনলোড করতে পারবেন তাঁরা। এই কল লেটারের কোনো হার্ডকপি প্রার্থীদের কাছে পাঠানো হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে তিনটি ফেজের ভেরিফিকেশন ছাড়াও আরও প্রায় ৬ হাজার প্রার্থীর ভেরিফিকেশন করা হয়েছে। ভেরিফিকেশনের পর দেখা গেছে বহু প্রার্থীর দাবি সত্যি। মেধা অনুযায়ী তাঁরা ইন্টারভিউ তালিকায় আসার যোগ্য। সেই কারণে আগের ইন্টারভিউয়ের কন্টিনিউয়েশন হিসেবে আবার ইন্টারভিউ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন, যে হাইকোর্টের নির্দেশে যে ৬ হাজার প্রার্থীর ভেরিফিকেশন করা হয়েছিল তাঁদের মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার প্রার্থীকে ডাকা হচ্ছে এই ইন্টারভিউতে। ২০ অগাস্ট থেকে শুরু হওয়া এই ইন্টারভিউ প্রোগ্রামে মোট ২০টি ইন্টারভিউ বোর্ড থাকছে। গেজেট অনুযায়ী, প্রতিটি ইন্টারভিউ বোর্ডে ৩ জন করে থাকেন। তাঁদের মধ্যে একজন সেন্ট্রাল কমিশনের চেয়ারম্যানের নির্বাচিত সদস্য থাকেন। যাঁর পদ একটি কলেজের অধ্যক্ষের থেকে কম হবে না। তিনিই এই ইন্টারভিউ বোর্ডের নেতৃত্ব দেবেন । বাকি দু'জনের মধ্যে একজন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নির্বাচিত সদস্য ও আর একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ থাকবেন।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.