কলকাতা, 9 অগাস্ট: আপার প্রাইমারির ইন্টারভিউতে প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থীকে ডাকা হতে পারে ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, আগামী 20 থেকে 22 অগাস্ট পর্যন্ত চলবে ইন্টারভিউ ৷
আজ SSC-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে জানানো হয়, প্রথম SLST-র ভিত্তিতে রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে আপার প্রাইমারি স্তরে সহকারি শিক্ষক নিয়োগের জন্য আগামী 20-22 অগাস্ট যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৷ 16 অগাস্ট কমিশনের ওয়েবসাইটে এই ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে ৷ চাকরিপ্রার্থীরা ওয়েবসাইট থেকে নিজেদের কললেটার ডাউনলোড করতে পারবেন ৷ ওয়েবসাইটে TET-এর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই কললেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা ৷
আরও পড়ুন :আপার প্রাইমারির ভেরিফিকেশনে ডাক না পেয়ে হাইকোর্টে প্রশিক্ষণপ্রাপ্তরা
SSC-সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তা ছাড়াও বিভিন্ন মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের পর বেশকিছু যোগ্যপ্রার্থীর নথি যাচাই করেছে কমিশন ৷ সেই নথি যাচাইয়ের পর দেখা গেছে, অনিয়মের অভিযোগ তুলে যেসব চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাঁর বেশিরভাগেরই সত্যতা রয়েছে৷ প্রশিক্ষণ ও নম্বরের ভিত্তিতে তাঁদের নাম মেধাতালিকায় আসার যোগ্য ৷ সেই কারণেই আবার ইন্টারভিউ নিতে চলেছে SSC ৷ কমিশনের এক আধিকারিক জানান, হাইকোর্টের নির্দেশে যে ছয় হাজার প্রার্থীর নথি যাচাই করা হয়েছিল, তাঁদের মধ্যে প্রায় সাড়ে চার হাজার প্রার্থীকে এই ইন্টারভিউতে ডাকা হচ্ছে ৷
উল্লেখ্য, আপার প্রাইমারিতে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ৷ কিন্তু, বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে যায় প্রায় ছয় হাজার চাকরিপ্রার্থী ৷ অভিযোগ, TET-এ কম নম্বর পেয়েও অনেক প্রার্থী ইন্টারভিউতে ডাক পেয়েছেন ৷ আবার প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের ছেড়ে ইন্টারভিউতে প্রশিক্ষণহীনদের ডাকার অভিযোগও উঠেছে ৷ এর জেরে হাইকোর্টে বেশকিছু মামলা হয় ৷ সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্ট ধাপে ধাপে প্রশিক্ষণপ্রাপ্তদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছিল কমিশনকে ৷