কলকাতা, 23 অক্টোবর : গত 24 ঘণ্টায় কলকাতা শহরে আরও বৃদ্ধি পেল করোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 449 জন । কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation- KMC) তথ্য অনুযায়ী, শুধু কেএমসির অন্তর্ভুক্ত এলাকায় করোনায় আক্রান্ত 318 জন । এর মধ্যে করোনার দু'টি ডোজ নিয়েও আক্রান্ত হয়েছেন 194 জন এবং একটি ডোজ নিয়ে আক্রান্ত হয়েছেন 22 জন । আক্রান্তদের মধ্যে 55 জন করোনার ভ্যাকসিন নেননি । এই 55 জনের মধ্যে 30 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি । বাকি 131 জন আক্রান্ত বৃহত্তর কলকাতার বাসিন্দা বলে জানা যাচ্ছে ৷
উৎসবের মরসুম শেষ হতেই শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিনি করোনার সংক্রমণ । পুজোর চারদিন লাগামছাড়া উদ্দীপনার ফলে শহরে এই পরিস্থিতি মনে করছেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকরা । প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে কেএমসির । এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, উৎসবের মরসুমে কোভিড বিধিকে তোয়াক্কা না করে মানুষ যেভাবে রাস্তায় ঘুরে বেড়িয়েছেন, তার ফলেই সংক্রমণের এই বাড়বাড়ন্ত । গতকাল শুধু কলকাতাতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 242 । সেখানে 24 ঘণ্টার মধ্যে বেড়ে 319 । গত 24 ঘণ্টায় শহরে কলকাতায় করোনার পরীক্ষা হয়েছে 5 হাজার 600টি । উপসর্গহীনভাবে অনেকেই করোনা আক্রান্ত রয়েছেন ।
কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, উত্তীর্ণ স্টেডিয়ামের কোয়ারেনটাইন সেন্টার চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । ইতিমধ্যেই শহরে দু'টি কোয়ারেনটাইন সেন্টার ও একটি সেফহোম তৈরি করা হচ্ছে । উত্তীর্ণতে কোয়ারেনটাইন সেন্টার আগেই ছিল । কিন্তু পরে তা বন্ধ করে দেওয়া হয়েছিল । প্রয়োজন হলে সেটিকে আবার শুরু করা হবে ।
কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, করোনা নিয়ন্ত্রণ করতে শহরে আরও বেশি সংখ্যায় পরীক্ষা চালাতে হবে । অনেকেই উপসর্গহীন অবস্থায় রয়েছে । তাই করোনাকে চিহ্নিত করতে আরও বেশি সংখ্যায় পরীক্ষা করা প্রয়োজন । রাজ্য স্বাস্থ্য দফতর চলতি মাসে 30 হাজার করোনার ভ্যাকসিন দেওয়া জন্য লক্ষ্যমাত্রা দিয়েছে কলকাতা পৌরনিগমকে । তিনি আরও জানিয়েছেন, শহরে মশাবাহিত অসুখ গত বছরের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণ রয়েছে । ডেঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও ম্যালেরিয়া কিছুটা বেড়েছে বলে স্বীকার করে নেন পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।
আরও পড়ুন : Maharashtra COVID-19 Unlock : কমছে সংক্রমণ, আজ থেকে মহারাষ্ট্রে খুলে গেল সিনেমা হল, থিয়েটার