ETV Bharat / city

টেট নিয়ে সব রাজ্যের থেকে একগুচ্ছ তথ্য চাইল এনসিটিই - টিচার্স এলিজিবিলিটি টেস্ট

টিচার্স এলিজিবিলিটি টেস্ট নিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে একগুচ্ছ তথ্য চেয়ে পাঠাল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। নয়া শিক্ষানীতি অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা চালু করার পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যেই এই তথ্যগুলি চাওয়া হয়েছে।

ncte_demanded_information_regarding_tet_from_all_states_and_uts
টেট নিয়ে সব রাজ্যের থেকে একগুচ্ছ তথ্য চাইল এনসিটিই
author img

By

Published : Feb 9, 2021, 8:44 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট নিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে একগুচ্ছ তথ্য চেয়ে পাঠালো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। জাতীয় শিক্ষানীতিতে স্কুল শিক্ষার সব স্তরে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা চালু করার পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যেই এই তথ্যগুলি চাওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিক্ষা সচিব, কমিশনারদের পাঠানো এই নির্দেশে বলা হয়েছে, নির্দিষ্ট ফরম্যাটে 15 ফেব্রুয়ারির মধ্যে এই সকল তথ্য ই-মেল করে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনকে পাঠাতে।

ncte_demanded_information_regarding_tet_from_all_states_and_uts
এনসিটিই-র নির্দেশিকা

সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা সচিব এবং কমিশনারদের পাশাপাশি এই নির্দেশিকা পাঠানো হয়েছে সিবিএসই-র চেয়ারম্যানের কাছেও। তাতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020-তে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক নীতির পরিবর্তন করা হয়েছে। যে নীতির লক্ষ্য হল উৎসাহী, অনুপ্রাণিত, উচ্চ যোগ্যতাসম্পন্ন, পেশাদার প্রশিক্ষিত শিক্ষকদের দিয়ে সব স্তরের পড়ুয়াদের শিক্ষাদান সুনিশ্চিত করা। জাতীয় শিক্ষানীতিতে ভারতের শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের 2020 সালের 20 ডিসেম্বর পাঠানো চিঠির ভিত্তিতে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন একটি কমিটি গঠন করেছে। যে কমিটি 2021 সালের 31 মার্চের মধ্যে টেট পরীক্ষার নির্দেশিকা, পরিকাঠামো, টেস্ট কম্পোনেন্ট ইত্যাদি তৈরি করবে। যাতে জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেটকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল শিক্ষার সব স্তরে বর্ধিত করা যায়।

আরও পড়ুন : 8 জানুয়ারি পর্যন্ত অফলাইনে আবেদন করতে পারবেন টেট প্রার্থীরা, নির্দেশ হাইকোর্টের

বলা হয়েছে, 2011 সাল থেকে টেট পরীক্ষা নিয়ে এসেছে সিবিএসই ও রাজ্যগুলি ৷ রাজ্য সরকার, কয়েকটি সংস্থা, এজেন্সি, ইন্ডিভিজ্যুয়াল এবং অন্যান্য অংশীদাররা কিছু সমস্যার কথা তুলেছেন। কমিটিকে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন-র টেট গাইডলাইনের বাস্তবায়ন, প্রার্থী, প্রশ্ন ভিত্তিক সাইকোমেট্রিক বিশ্লেষণ সহ টেট আয়োজন করতে গিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে স্টাডি করতে হবে। তাই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালিত টেট সংক্রান্ত তথ্য, পরিসংখ্যান এবং ম্যাটেরিয়ালস ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন-র দেওয়া ফরম্যাটে 15 ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে বলা হয়েছে নির্দেশিকায়।

কলকাতা, 9 ফেব্রুয়ারি: টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট নিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে একগুচ্ছ তথ্য চেয়ে পাঠালো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। জাতীয় শিক্ষানীতিতে স্কুল শিক্ষার সব স্তরে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা চালু করার পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যেই এই তথ্যগুলি চাওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিক্ষা সচিব, কমিশনারদের পাঠানো এই নির্দেশে বলা হয়েছে, নির্দিষ্ট ফরম্যাটে 15 ফেব্রুয়ারির মধ্যে এই সকল তথ্য ই-মেল করে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনকে পাঠাতে।

ncte_demanded_information_regarding_tet_from_all_states_and_uts
এনসিটিই-র নির্দেশিকা

সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা সচিব এবং কমিশনারদের পাশাপাশি এই নির্দেশিকা পাঠানো হয়েছে সিবিএসই-র চেয়ারম্যানের কাছেও। তাতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020-তে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক নীতির পরিবর্তন করা হয়েছে। যে নীতির লক্ষ্য হল উৎসাহী, অনুপ্রাণিত, উচ্চ যোগ্যতাসম্পন্ন, পেশাদার প্রশিক্ষিত শিক্ষকদের দিয়ে সব স্তরের পড়ুয়াদের শিক্ষাদান সুনিশ্চিত করা। জাতীয় শিক্ষানীতিতে ভারতের শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের 2020 সালের 20 ডিসেম্বর পাঠানো চিঠির ভিত্তিতে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন একটি কমিটি গঠন করেছে। যে কমিটি 2021 সালের 31 মার্চের মধ্যে টেট পরীক্ষার নির্দেশিকা, পরিকাঠামো, টেস্ট কম্পোনেন্ট ইত্যাদি তৈরি করবে। যাতে জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেটকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল শিক্ষার সব স্তরে বর্ধিত করা যায়।

আরও পড়ুন : 8 জানুয়ারি পর্যন্ত অফলাইনে আবেদন করতে পারবেন টেট প্রার্থীরা, নির্দেশ হাইকোর্টের

বলা হয়েছে, 2011 সাল থেকে টেট পরীক্ষা নিয়ে এসেছে সিবিএসই ও রাজ্যগুলি ৷ রাজ্য সরকার, কয়েকটি সংস্থা, এজেন্সি, ইন্ডিভিজ্যুয়াল এবং অন্যান্য অংশীদাররা কিছু সমস্যার কথা তুলেছেন। কমিটিকে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন-র টেট গাইডলাইনের বাস্তবায়ন, প্রার্থী, প্রশ্ন ভিত্তিক সাইকোমেট্রিক বিশ্লেষণ সহ টেট আয়োজন করতে গিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে স্টাডি করতে হবে। তাই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালিত টেট সংক্রান্ত তথ্য, পরিসংখ্যান এবং ম্যাটেরিয়ালস ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন-র দেওয়া ফরম্যাটে 15 ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে বলা হয়েছে নির্দেশিকায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.