ETV Bharat / city

Nandigram Election Petition : নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের বেঞ্চে নয়, আবেদন মমতার আইনজীবীর - High Court

মুখ্যমন্ত্রীর আইনজীবী আবেদন করেন, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানি যেন না হয় ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, বিচারপতি চন্দ এক সময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । ফলে বিচার প্রভাবিত হতে পারে ।

nandigram-case-should-not-be-heard-on-bench-of-justice-kaushik-chanda-appeal-by-lawyer-of-mamata-banerjee
nandigram-case-should-not-be-heard-on-bench-of-justice-kaushik-chanda-appeal-by-lawyer-of-mamata-banerjee
author img

By

Published : Jun 18, 2021, 4:10 PM IST

Updated : Jun 18, 2021, 5:30 PM IST

কলকাতা, 18 জুন : বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রাম মামলার শুনানি নয়, আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর ।

নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে । এর পরই শুরু হয়েছে বিতর্ক । এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু আবেদন করেন, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানি যেন না হয় ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, বিচারপতি চন্দ এক সময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । ফলে বিচার প্রভাবিত হতে পারে ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে চিঠিতে লেখা হয়েছে, গত 21 মে নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা মামলা করি কলকাতা হাইকোর্টে । এই বিষয়ে 9 জুন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয় । আদালতের তরফে জানানো হয়, মামলাটি ইলেকশন পিটিশন হিসেবে 10 জুন শুনানি হবে । কিন্তু ইতিমধ্যে ওই বিচারপতির বেঞ্চ পাল্টে যায় ৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পরিবর্তে অন্য কোনও বিচারপতির বেঞ্চ ওই মামলার শুনানি হবে বলে জানানো হয় । গতকাল দেখা যায় মামলাটির শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে ।

আইনজীবীর চিঠিতে আরও জানানো হয়, গত এপ্রিল মাসে আমার মক্কেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি এসেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে । যেখানে বিচারপতি কৌশিক চন্দকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি করার ব্যাপারে তাঁর কোনও আপত্তি আছে কি না জানতে চাওয়া হয় । মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছিলেন । আমাদের মূল আপত্তি বিচারপতি কৌশিক চন্দ বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । এদিকে এই মামলাটি রাজনৈতিক মামলা । ফলে বিচার প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

nandigram-case-should-not-be-heard-on-bench-of-justice-kaushik-chanda-appeal-by-lawyer-of-mamata-banerjee
প্রধান বিচারপতিকে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর চিঠি

আরও পড়ুন : বিজেপি 'দরদী' বিচারপতি, নন্দীগ্রাম মামলার নিরপেক্ষ বিচার নিয়ে প্রশ্ন কুণালের

শেষে চিঠিতে বলা হয়েছে, বিচারপতির যোগ্যতা নিয়ে আমাদের মনে কোনও প্রশ্ন নেই । তবে বিচারপতি কৌশিক চন্দ এখনও কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি নন ৷ সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ । সবকিছুর পরিপ্রেক্ষিতেই আমরা এই মামলাটি অন্য কোনও বিচারপতির বেঞ্চে শুনানির জন্য আবেদন জানাচ্ছি ।

কলকাতা, 18 জুন : বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রাম মামলার শুনানি নয়, আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর ।

নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে । এর পরই শুরু হয়েছে বিতর্ক । এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু আবেদন করেন, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানি যেন না হয় ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, বিচারপতি চন্দ এক সময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । ফলে বিচার প্রভাবিত হতে পারে ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে চিঠিতে লেখা হয়েছে, গত 21 মে নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা মামলা করি কলকাতা হাইকোর্টে । এই বিষয়ে 9 জুন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয় । আদালতের তরফে জানানো হয়, মামলাটি ইলেকশন পিটিশন হিসেবে 10 জুন শুনানি হবে । কিন্তু ইতিমধ্যে ওই বিচারপতির বেঞ্চ পাল্টে যায় ৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পরিবর্তে অন্য কোনও বিচারপতির বেঞ্চ ওই মামলার শুনানি হবে বলে জানানো হয় । গতকাল দেখা যায় মামলাটির শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে ।

আইনজীবীর চিঠিতে আরও জানানো হয়, গত এপ্রিল মাসে আমার মক্কেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি এসেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে । যেখানে বিচারপতি কৌশিক চন্দকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি করার ব্যাপারে তাঁর কোনও আপত্তি আছে কি না জানতে চাওয়া হয় । মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছিলেন । আমাদের মূল আপত্তি বিচারপতি কৌশিক চন্দ বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । এদিকে এই মামলাটি রাজনৈতিক মামলা । ফলে বিচার প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

nandigram-case-should-not-be-heard-on-bench-of-justice-kaushik-chanda-appeal-by-lawyer-of-mamata-banerjee
প্রধান বিচারপতিকে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর চিঠি

আরও পড়ুন : বিজেপি 'দরদী' বিচারপতি, নন্দীগ্রাম মামলার নিরপেক্ষ বিচার নিয়ে প্রশ্ন কুণালের

শেষে চিঠিতে বলা হয়েছে, বিচারপতির যোগ্যতা নিয়ে আমাদের মনে কোনও প্রশ্ন নেই । তবে বিচারপতি কৌশিক চন্দ এখনও কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি নন ৷ সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ । সবকিছুর পরিপ্রেক্ষিতেই আমরা এই মামলাটি অন্য কোনও বিচারপতির বেঞ্চে শুনানির জন্য আবেদন জানাচ্ছি ।

Last Updated : Jun 18, 2021, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.