ETV Bharat / city

মিছিলে অংশ নিতেই বিজেপি কার্যালয়ে শোভন-বৈশাখির ঘরে ফিরল নেমপ্লেট - শোভন চট্টোপাধ্যায়

সোমবার দক্ষিণ কলকাতায় গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত ব়্যালি করে বিজেপি৷ ওই ব়্যালির মূল আকর্ষণ ছিলেন শোভন ও বৈশাখি৷ আর তারই রাজ্য দপ্তরে তাঁদের জন্য বরাদ্দ ঘরের তালা খুলল৷ আর শোভন-বৈশাখির নেমপ্লেট আবার বসল৷

nameplate return in front of sovon baisakhi's room at bjp office
বিজেপির মিছিলে অংশ নিতেই বিজেপি দফতরে শোভন-বৈশাখির ঘরে ফিরল নেমপ্লেট
author img

By

Published : Jan 12, 2021, 5:16 PM IST

Updated : Jan 12, 2021, 5:37 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : ব়্যালিতে যোগদান না করায় বিজেপির রাজ্য সদর দপ্তরে শোভন-বৈশাখির ঘরের বাইরে নেমপ্লেট খুলে দেওয়া হয়েছিল৷ সেই নেমপ্লেট আবার বসল মঙ্গলবার ৷ সোমবার কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপির কলকাতা জ়োনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও ওই জ়োনের সহ-আহ্বায়ক বৈশাখি বন্দ্যোপাধ্যায় বিজেপির মিছিলে যোগ দেন৷ তার পর দিনই নেমপ্লেট বসল৷

গতকাল দক্ষিণ কলকাতায় গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত ব়্যালি করে বিজেপি৷ ব়্যালির মূল আকর্ষণ ছিলেন শোভন ও বৈশাখি ৷ তার পর তাঁরা সেলিমপুরের সভায় বক্তব্য রাখেন ৷ সেখান থেকে দু'জনেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান ৷

এই ব়্যালিকে শোভন-বৈশাখির কামব্যাক ব়্যালি হিসেবে দেখছে রাজনৈতিক মহল ৷ যদিও এই কামব্যাক ব়্যালি এর আগেই হতে পারত ৷ সপ্তাহখানেক আগে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল৷ সেদিন হেস্টিংস থেকে বিজেপির রাজ্য দপ্তরে যাওয়ার কথা ছিল তাঁদের৷ কিন্তু সেদিন শোভন ও বৈশাখি সেখানে উপস্থিত হতে পারেননি৷ সেই সন্ধ্যাতেই আচমকা বিজেপির দপ্তরে শোভন-বৈশাখির জন্য বরাদ্দ হওয়া ঘরে তালা পড়ে যায়৷ শোভন-বৈশাখির নেমপ্লেট সরিয়ে নেওয়া হয়৷

তার পরই জল্পনা ছড়ায় সর্বত্র ৷ কিন্তু তার পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় ৷ গতকাল, সোমবার বিজেপির মিছিলে যোগদান করেন শোভন ও বৈশাখি ৷ আর তারই রাজ্য দপ্তরে তাঁদের জন্য বরাদ্দ ঘরের তালা খুলল৷ আর শোভন-বৈশাখির নেমপ্লেট আবার বসল৷

আরও পড়ুন : গেরুয়া নেতাদের সামনে আনা উচিত : দিলীপ

যদিও এই নিয়ে বিতর্ক হোক, তা চান না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, "সদ্য বিজেপিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে দল দায়িত্ব দিয়েছে। তাই তার জন্য বসার বিশেষ ব্যবস্থা করা হল। এর সঙ্গে অন্য কারণ খুঁজবেন না।"

কলকাতা, 12 জানুয়ারি : ব়্যালিতে যোগদান না করায় বিজেপির রাজ্য সদর দপ্তরে শোভন-বৈশাখির ঘরের বাইরে নেমপ্লেট খুলে দেওয়া হয়েছিল৷ সেই নেমপ্লেট আবার বসল মঙ্গলবার ৷ সোমবার কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপির কলকাতা জ়োনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও ওই জ়োনের সহ-আহ্বায়ক বৈশাখি বন্দ্যোপাধ্যায় বিজেপির মিছিলে যোগ দেন৷ তার পর দিনই নেমপ্লেট বসল৷

গতকাল দক্ষিণ কলকাতায় গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত ব়্যালি করে বিজেপি৷ ব়্যালির মূল আকর্ষণ ছিলেন শোভন ও বৈশাখি ৷ তার পর তাঁরা সেলিমপুরের সভায় বক্তব্য রাখেন ৷ সেখান থেকে দু'জনেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান ৷

এই ব়্যালিকে শোভন-বৈশাখির কামব্যাক ব়্যালি হিসেবে দেখছে রাজনৈতিক মহল ৷ যদিও এই কামব্যাক ব়্যালি এর আগেই হতে পারত ৷ সপ্তাহখানেক আগে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল৷ সেদিন হেস্টিংস থেকে বিজেপির রাজ্য দপ্তরে যাওয়ার কথা ছিল তাঁদের৷ কিন্তু সেদিন শোভন ও বৈশাখি সেখানে উপস্থিত হতে পারেননি৷ সেই সন্ধ্যাতেই আচমকা বিজেপির দপ্তরে শোভন-বৈশাখির জন্য বরাদ্দ হওয়া ঘরে তালা পড়ে যায়৷ শোভন-বৈশাখির নেমপ্লেট সরিয়ে নেওয়া হয়৷

তার পরই জল্পনা ছড়ায় সর্বত্র ৷ কিন্তু তার পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় ৷ গতকাল, সোমবার বিজেপির মিছিলে যোগদান করেন শোভন ও বৈশাখি ৷ আর তারই রাজ্য দপ্তরে তাঁদের জন্য বরাদ্দ ঘরের তালা খুলল৷ আর শোভন-বৈশাখির নেমপ্লেট আবার বসল৷

আরও পড়ুন : গেরুয়া নেতাদের সামনে আনা উচিত : দিলীপ

যদিও এই নিয়ে বিতর্ক হোক, তা চান না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, "সদ্য বিজেপিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে দল দায়িত্ব দিয়েছে। তাই তার জন্য বসার বিশেষ ব্যবস্থা করা হল। এর সঙ্গে অন্য কারণ খুঁজবেন না।"

Last Updated : Jan 12, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.