ETV Bharat / city

Naktala Udayan Sangha: পুজো আছে, পার্থ নেই ! কাতু'র নাকতলায় আনন্দেও বিষন্নতার সুর - নাকতলা

উদয়ন সংঘের মাঠে উৎসবের থেকে বিষন্নতার সুরই বেশি। প্রিয় 'কাতু'দার দুর্নীতির ফল ভুগতে হচ্ছে ক্লাবের অধিকাংশ সদস্যকে (Naktala Udayan Sangha) । ঠাকুর দেখতে এসেও দর্শনার্থীরা আড়চোখে তাকাচ্ছেন তাঁদের দিকে । ভাবটা এমন, পুরো ক্লাবটাই দুর্নীতির আঁতুরঘর (Durga Puja 2022) ।

Etv Bharat
Partha Chatterjee
author img

By

Published : Sep 29, 2022, 9:52 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: গীতাঞ্জলি মেট্রো স্টেশন । চতুর্থীর সন্ধ্যা (Durga Puja 2022) । স্টেশনের বাইরে হাতে টানা রিক্সার জটলা । হঠাৎ একজন রিক্সাওয়ালা বলে উঠলেন, "যাই ৷ নাকতলার মুখটা একটু দেখে আসি ।" পাশ দিয়েই আরেকজনের টিপ্পনী, "পার্থ-অর্পিতা তো জেলে ।" চিৎকার করে হেসে উঠলেন বাকিরা । গাড়ির আওয়াজে বাকি কথা আর বোধগম্য হল না । তবে এটুকু শুনেই যা বোঝার বুঝে নেবেন সবাই । নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোয় গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দেখা পাওয়া যাবে না । কিন্তু 'তাঁরা' না-থেকেও প্রবলভাবে রয়েছেন ।

লোকে বলে, এতদিন নাকতলা উদয়ন সংঘের পুজো হত পার্থ চট্টোপাধ্যায়ের অর্থানুকূল্যে (Naktala Udayan Sangha) । এবার কিন্তু কর্তৃপক্ষ মরণ চেষ্টা করছে এই বিশেষ নামটিকে তাঁদের থেকে দূরে রাখতে । ক্লাবের মাঠে পা-দিতেই সদস্যদের অনুরোধ, "দয়া করে ওই প্রসঙ্গ তুলবেন না । অনেক কষ্ট করে পুজো করছি আমরা । তা নিয়ে আলোচনা করুন । ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ । কোনও আপত্তি নেই । কিন্তু অপ্রিয় প্রসঙ্গ তুলে অস্বস্তি বাড়াবেন না ।"

এদিন উদয়ন সংঘের মাঠে উৎসবের থেকে বিষন্নতার সুরই বেশি । প্রিয় 'কাতু'দার দুর্নীতির ফল ভুগতে হচ্ছে ক্লাবের অধিকাংশ সদস্যকে । ঠাকুর দেখতে এসেও দর্শনার্থীরা আড়চোখে তাকাচ্ছেন তাঁদের দিকে । ভাবটা এমন, পুরো ক্লাবটাই দুর্নীতির আঁতুরঘর । তাই ক্লাবের কর্মকর্তারা যতই প্রতিক্রিয়া দিতে না চান, ভিতরে ভিতরে বিষন্নতা রয়েছে । তাই নাকতলার পুজোয় না-থেকেও প্রবলভাবে রয়েছেন পার্থ এবং তাঁর দুর্নীতি ।

পুজো আছে, পার্থ নেই

আরও পড়ুন: পুজোর মরশুম জেলেই কাটবে পার্থ-অর্পিতার, পড়তে পারেন জেরার মুখেও

নাকতলা উদয়ন সংঘে এবার পুজোর থিম ‘মোটা কাপড়’ । যা দেখতে বহু মানুষ এসেছেন । থিমের প্রশংসা করলেও 'অপা' নিয়ে মন্তব্যে নারাজ তাঁরাও । কেউ কেউ একথাও বলছেন, "ওদের ছাড়া ভালোই তো হয়েছে সব । আবার ওদের টানছেন কেন !" কেউ কেউ আবার বলছেন, "আগের জৌলুস এবার কোথায় ? সবকিছুই ফিকে ।"

সবমিলিয়ে নাকতলা উদয়ন সংঘ তাদের এতকালের পৃষ্ঠপোষককে যতই এড়িয়ে যাক । মানুষের মুখে মুখে ফিরছে পার্থ-কথা । কারাবন্দি প্রাক্তন মন্ত্রী কি তা জানতে পারছেন ?

কলকাতা, 29 সেপ্টেম্বর: গীতাঞ্জলি মেট্রো স্টেশন । চতুর্থীর সন্ধ্যা (Durga Puja 2022) । স্টেশনের বাইরে হাতে টানা রিক্সার জটলা । হঠাৎ একজন রিক্সাওয়ালা বলে উঠলেন, "যাই ৷ নাকতলার মুখটা একটু দেখে আসি ।" পাশ দিয়েই আরেকজনের টিপ্পনী, "পার্থ-অর্পিতা তো জেলে ।" চিৎকার করে হেসে উঠলেন বাকিরা । গাড়ির আওয়াজে বাকি কথা আর বোধগম্য হল না । তবে এটুকু শুনেই যা বোঝার বুঝে নেবেন সবাই । নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোয় গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দেখা পাওয়া যাবে না । কিন্তু 'তাঁরা' না-থেকেও প্রবলভাবে রয়েছেন ।

লোকে বলে, এতদিন নাকতলা উদয়ন সংঘের পুজো হত পার্থ চট্টোপাধ্যায়ের অর্থানুকূল্যে (Naktala Udayan Sangha) । এবার কিন্তু কর্তৃপক্ষ মরণ চেষ্টা করছে এই বিশেষ নামটিকে তাঁদের থেকে দূরে রাখতে । ক্লাবের মাঠে পা-দিতেই সদস্যদের অনুরোধ, "দয়া করে ওই প্রসঙ্গ তুলবেন না । অনেক কষ্ট করে পুজো করছি আমরা । তা নিয়ে আলোচনা করুন । ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ । কোনও আপত্তি নেই । কিন্তু অপ্রিয় প্রসঙ্গ তুলে অস্বস্তি বাড়াবেন না ।"

এদিন উদয়ন সংঘের মাঠে উৎসবের থেকে বিষন্নতার সুরই বেশি । প্রিয় 'কাতু'দার দুর্নীতির ফল ভুগতে হচ্ছে ক্লাবের অধিকাংশ সদস্যকে । ঠাকুর দেখতে এসেও দর্শনার্থীরা আড়চোখে তাকাচ্ছেন তাঁদের দিকে । ভাবটা এমন, পুরো ক্লাবটাই দুর্নীতির আঁতুরঘর । তাই ক্লাবের কর্মকর্তারা যতই প্রতিক্রিয়া দিতে না চান, ভিতরে ভিতরে বিষন্নতা রয়েছে । তাই নাকতলার পুজোয় না-থেকেও প্রবলভাবে রয়েছেন পার্থ এবং তাঁর দুর্নীতি ।

পুজো আছে, পার্থ নেই

আরও পড়ুন: পুজোর মরশুম জেলেই কাটবে পার্থ-অর্পিতার, পড়তে পারেন জেরার মুখেও

নাকতলা উদয়ন সংঘে এবার পুজোর থিম ‘মোটা কাপড়’ । যা দেখতে বহু মানুষ এসেছেন । থিমের প্রশংসা করলেও 'অপা' নিয়ে মন্তব্যে নারাজ তাঁরাও । কেউ কেউ একথাও বলছেন, "ওদের ছাড়া ভালোই তো হয়েছে সব । আবার ওদের টানছেন কেন !" কেউ কেউ আবার বলছেন, "আগের জৌলুস এবার কোথায় ? সবকিছুই ফিকে ।"

সবমিলিয়ে নাকতলা উদয়ন সংঘ তাদের এতকালের পৃষ্ঠপোষককে যতই এড়িয়ে যাক । মানুষের মুখে মুখে ফিরছে পার্থ-কথা । কারাবন্দি প্রাক্তন মন্ত্রী কি তা জানতে পারছেন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.