ETV Bharat / city

Bengal CS Letter to AAI : মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট, ডিজিসিএ-র রিপোর্ট তলব নবান্নের

শুক্রবার বারাণসী থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে অবতরণের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি এয়ার পকেটের মধ্যে পড়ে গিয়েছিল (Mamata Banerjee Flight faces Air Turbulence) ৷ পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান মুখ্যমন্ত্রী ও বিমানের অন্য যাত্রীরা ৷ সেই নিয়ে মুখ্যসচিব চিঠি লিখলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে ৷

nabanna-wants-to-know-why-mamata-banerjee-flight-faces-air-turbulence
Bengal CS Letter to AAI : মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট, ডিজিসিএ-র রিপোর্ট তলব নবান্নের
author img

By

Published : Mar 5, 2022, 9:16 PM IST

কলকাতা, 5 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে নড়েচড়ে বসল নবান্ন । যদিও রাজ্যের শাসক দল এই ঘটনাকে খুনের চক্রান্ত হিসাবেই দেখছে । শনিবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলায় এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । এই ঘটনাকে নিয়ে দলের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ।

অন্যদিকে, নবান্নের তরফে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি লিখে এই বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়েছেন (Nabanna wants to know why Mamata Banerjee Flight faces Air Turbulence) । এই চিঠিতে মুখ্যসচিব জানতে চেয়েছেন, বারাণসী থেকে ফেরার পথে ঠিক কী হয়েছিল ? বাস্তবে সে সময় কোনও এয়ার টার্বুলেন্সের মধ্যে মুখ্যমন্ত্রীর বিমানটি পড়েছিল কি না ! এমনকী যে এয়ার রুটে মুখ্যমন্ত্রীর বিমান ফিরেছে সেটার অনুমতি আগে থেকে নেওয়া হয়েছিল, কি না তাও জানতে চাওয়া হয়েছে ।

বারাণসী থেকে আকাশপথে কলকাতার দূরত্ব মাত্র 1 ঘণ্টার । মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভিআইপি নন, বাংলার মুখ্যমন্ত্রীও । ফলে হাই প্রোফাইল যাত্রী হিসাবে তাঁর সুরক্ষা সবরকমভাবে নিশ্চিত করার কথা । সেখানে কোনও খামতি ছিল কি না, তা জানতে চায় নবান্ন । এমনকী গোটা ঘটনায় কোনও চক্রান্ত আছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য এই চিঠি বলে মনে করা হচ্ছে ।

এদিন মুখ্যসচিব চিঠি দিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে ডিজিসিএ থেকে রিপোর্ট সংগ্রহ করে নবান্নে জমা করার কথা বলেছেন । একইসঙ্গে নবান্নের তরফে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হবে বলেও জানা গিয়েছে ।

আরও পড়ুন : Mamata Flight Turbulence : আচমকা 2 হাজার ফুট নিচে মুখ্যমন্ত্রীর বিমান, পিঠে আঘাত পেলেন

কলকাতা, 5 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে নড়েচড়ে বসল নবান্ন । যদিও রাজ্যের শাসক দল এই ঘটনাকে খুনের চক্রান্ত হিসাবেই দেখছে । শনিবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলায় এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । এই ঘটনাকে নিয়ে দলের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ।

অন্যদিকে, নবান্নের তরফে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি লিখে এই বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়েছেন (Nabanna wants to know why Mamata Banerjee Flight faces Air Turbulence) । এই চিঠিতে মুখ্যসচিব জানতে চেয়েছেন, বারাণসী থেকে ফেরার পথে ঠিক কী হয়েছিল ? বাস্তবে সে সময় কোনও এয়ার টার্বুলেন্সের মধ্যে মুখ্যমন্ত্রীর বিমানটি পড়েছিল কি না ! এমনকী যে এয়ার রুটে মুখ্যমন্ত্রীর বিমান ফিরেছে সেটার অনুমতি আগে থেকে নেওয়া হয়েছিল, কি না তাও জানতে চাওয়া হয়েছে ।

বারাণসী থেকে আকাশপথে কলকাতার দূরত্ব মাত্র 1 ঘণ্টার । মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভিআইপি নন, বাংলার মুখ্যমন্ত্রীও । ফলে হাই প্রোফাইল যাত্রী হিসাবে তাঁর সুরক্ষা সবরকমভাবে নিশ্চিত করার কথা । সেখানে কোনও খামতি ছিল কি না, তা জানতে চায় নবান্ন । এমনকী গোটা ঘটনায় কোনও চক্রান্ত আছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য এই চিঠি বলে মনে করা হচ্ছে ।

এদিন মুখ্যসচিব চিঠি দিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে ডিজিসিএ থেকে রিপোর্ট সংগ্রহ করে নবান্নে জমা করার কথা বলেছেন । একইসঙ্গে নবান্নের তরফে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হবে বলেও জানা গিয়েছে ।

আরও পড়ুন : Mamata Flight Turbulence : আচমকা 2 হাজার ফুট নিচে মুখ্যমন্ত্রীর বিমান, পিঠে আঘাত পেলেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.