কলকাতা, 5 জুলাই: জেলা সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে কোনও মুহূর্তে পঞ্চায়েত ভোট ঘোষণা হতে পারে । মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পর এ বার নড়েচড়ে বসল নবান্ন । রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন থেকে প্রত্যেক জেলায় নির্দেশ পাঠানো হল রাস্তা, জল-সহ পঞ্চায়েত এলাকায় কাজ ফেলে রাখা যাবে না । হাতে সময় কম ৷ দ্রুত উন্নয়নমূলক কাজকর্ম সেরে ফেলতে হবে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মে মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কথা । কিন্তু মনে করা হচ্ছে, সেই নির্বাচন কিছুটা এগিয়ে আসতে পারে, ফলে হাতে সময় কম । পঞ্চায়েত এলাকায় দ্রুত উন্নয়নের কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna instructs to speed up development work)।
নবান্নের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই মুহূর্তে জেলায় জেলায় গ্রামীণ উন্নয়নের কাজ করার জন্য পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের হাতে টাকা রয়েছে । কাজেই বাড়ি তৈরি হোক বা রাস্তাঘাট অথবা পানীয় জলের প্রকল্প এবং সর্বোপরি শৌচাগার তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে । সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে গত 6 মাস যাবত কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজে যুক্ত কর্মীদের টাকা দিচ্ছে না । এ ক্ষেত্রে নবান্নের নির্দেশ, যাতে রাজ্য সরকারের উন্নয়নের কাজে এই 100 দিনের শ্রমিকদের লাগানো যায়, সে বিষয়ে প্রচেষ্টা চালাতে হবে (Development work at Panchayat level)।
এ দিকে, গ্রামীণ ক্ষেত্রে টাকার অপচয় রুখতে বেশ সক্রিয় রাজ্য প্রশাসন । তাই অহেতুক বাজে খরচ নয়, নবান্নের নির্দেশ মানুষের উন্নয়নের কাজ করুন । তৈরি হওয়া রাস্তা ভেঙে নতুন করে রাস্তা তৈরির প্রয়োজন নেই । এ ক্ষেত্রে নবান্নের তরফ থেকে অর্থের অপচয় রোধে বিডিওদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে এটাও বলা হয়েছে, যাই হোক না কেন করতে হবে দ্রুত ।
আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্প স্থগিতের দাবিতে দিল্লিতে সরব হবে তৃণমূল: মমতা
প্রসঙ্গত, জুন মাসের শেষে পশ্চিম বর্ধমানের জেলা সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোট এগিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন । বলেছিলেন, যে কোনও দিন ভোট ঘোষণা হয়ে যেতে পারে । কাজেই মানুষের উন্নয়নের কাজ ফেলে রাখা যাবে না । মমতা বলেছিলেন, রাস্তা দেখেই লোকে ভোট দেবে । নাহলে নয় । অতএব রাস্তাঘাট, নিকাশি, পানীয় জলের কাজ দ্রুত করতে হবে । এমনকী মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে মাথায় করে ইট বয়ে দিতে হবে । দরকারে তাঁকেও ডাকা যেতে পারে, কারণ তিনি নিজেও এক সময় এই কাজ করেছেন । পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের উপরেই রাস্তা তৈরির ভারও দিয়েছিলেন মমতা । কত টাকায় কীভাবে রাস্তা হবে, সে সব হিসেবও দিয়েছিলেন তিনি ।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর এ হেন বক্তব্যের পর নবান্নের এই বৈঠক প্রমাণ করে, হয়তো সময়ের আগেই পঞ্চায়েত ভোট হতে পারে রাজ্যে । তাই এর প্রস্তুতিও আগেভাগে সেরে রাখছে রাজ্য প্রশাসন (West Bengal panchayat election)।