ETV Bharat / city

পর্ণশ্রীতে মহিলা ও তার বারো বছরের ছেলের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ - মহিলা ও তার বারো বছরের ছেলের রহস্যমৃত্যু

এক মহিলা ও তার মাত্র বারো বছরের ছেলের রহস্যজনক মৃত্যু ৷ দু'জনকেই ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

death
মা ও ছেলের রহস্য মৃত্যু
author img

By

Published : Nov 27, 2020, 3:51 PM IST

কলকাতা, 27 নভেম্বর : পর্ণশ্রীতে এক মহিলা ও তার ছেলের রহস্যজনক মৃত্যু। কাজ থেকে ফিরে মহিলার স্বামী দরজায় কড়া নাড়লে কোনও সাড়া শব্দ পাননি ৷ শেষ পর্যন্ত পাড়ার লোকেদের দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর স্ত্রী ও মাত্র 12 বছরের ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান ৷

বৃহস্পতিবার দুপুরবেলা পর্ণশ্রী থানা এলাকার পর্ণশ্রী পল্লী থেকে মা ও 12 বছরের ছেলের দেহ উদ্ধার হয়। স্বামী বীরেন্দ্র কুমার প্রাক্তন সেনা কর্মী (এখন GPO তে চাকরি করেন) ৷ কাজ থেকে ফিরে এসে যখন দরজা ধাক্কাধাক্কি করেন তখন ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ ৷ কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না দেখে নিজেই পাড়ার লোকদের দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন স্ত্রী এবং ছেলে ঝুলন্ত অবস্থায় ৷

বিদ্যাসাগর হসপিটালে নিয়ে গেলে তাদের মৃত বলে চিকিৎসকেরা ঘোষণা করেন ৷ মৃত মহিলার বয়স 34 বছর, নাম রুপালি কুমারী ও 12 বছরের ছেলের নাম শান ৷ কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


কলকাতা, 27 নভেম্বর : পর্ণশ্রীতে এক মহিলা ও তার ছেলের রহস্যজনক মৃত্যু। কাজ থেকে ফিরে মহিলার স্বামী দরজায় কড়া নাড়লে কোনও সাড়া শব্দ পাননি ৷ শেষ পর্যন্ত পাড়ার লোকেদের দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর স্ত্রী ও মাত্র 12 বছরের ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান ৷

বৃহস্পতিবার দুপুরবেলা পর্ণশ্রী থানা এলাকার পর্ণশ্রী পল্লী থেকে মা ও 12 বছরের ছেলের দেহ উদ্ধার হয়। স্বামী বীরেন্দ্র কুমার প্রাক্তন সেনা কর্মী (এখন GPO তে চাকরি করেন) ৷ কাজ থেকে ফিরে এসে যখন দরজা ধাক্কাধাক্কি করেন তখন ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ ৷ কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না দেখে নিজেই পাড়ার লোকদের দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন স্ত্রী এবং ছেলে ঝুলন্ত অবস্থায় ৷

বিদ্যাসাগর হসপিটালে নিয়ে গেলে তাদের মৃত বলে চিকিৎসকেরা ঘোষণা করেন ৷ মৃত মহিলার বয়স 34 বছর, নাম রুপালি কুমারী ও 12 বছরের ছেলের নাম শান ৷ কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.