ETV Bharat / city

Mamata on 75 years of Independence দেশের প্রতি ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে, স্বাধীনতার 75 বছরে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার

দেশের প্রতি ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে (My Idea For India at 75)৷ টুইটে এ কথা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ স্বাধীনতার 75 বছরে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি ৷

MyIdeaForIndiaAt75: How do you connect with our glorious nation ? Mamata Banerjee invites all to share ideas
দেশের প্রতি ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে, স্বাধীনতার 75 বছরে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার
author img

By

Published : Aug 14, 2022, 2:17 PM IST

Updated : Aug 14, 2022, 2:23 PM IST

কলকাতা, 14 অগস্ট: স্বাধীনতার অমৃত মহোৎসবে নিজের সোশ্যাল মিডিয়ার ডিপি তেরঙায় রাঙিয়ে দেশবাসীকে তাঁর পথ অনুসরণ করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) স্বাধীনতার 75 বছরের আলোয় নিজের ডিপি বদলেছেন ৷ তবে তাঁর ডিপিতে শোভা পাচ্ছেন মণীষীরা ৷ নাগরিকদেরও সেই পথ অনুসরণ করার পাশাপাশি এ বার তাঁদের কাছে আরও একটি আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী ৷ স্বাধীনতার 75 বছরে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি (My Idea For India at 75)৷

76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on 75 years of Independence)৷ সেখানে তিনি তুলে ধরেছেন দেশ নিয়ে নিজের ভাবনার কথা ৷ কীভাবে তিনি জড়িয়ে রয়েছেন এই দেশের সঙ্গে ? এ কথাই দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি টুইটে লিখেছেন, "আমরা ভারতের নাগরিক ৷ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পোশাক এবং রীতিনীতি আলাদা ৷ তবু আমরা একক ৷ দেশের জন্য ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে ৷ ভারতের সঙ্গে পবিত্র সংযোগই আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে ৷"

  • WE, the people of INDIA.

    OUR cultures, traditions, languages, attires, and customs vary.

    Yet, WE are ONE.

    OUR love for the nation binds us.

    OUR sacred CONNECTION to India unites us.

    (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ মোদির

মমতা আরও লিখেছেন, "ভারতের স্বাধীনতার 75 বছর পালনের সময় আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মাতৃভূমির সঙ্গে আমাদের সংযোগকে শক্তিশালী করি এবং এটিকে রক্ষা করার অঙ্গীকার করি ৷" নিজের এই ভাবনা শেয়ার করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর আহ্বান, "আপনাদের সবাইকে নিজেদের ভাবনা শেয়ার করার আমন্ত্রণ জানাচ্ছি ৷ কীভাবে আপনি আমাদের গর্বের দেশের সঙ্গে নিজেকে সংযুক্ত রেখেছেন ?"

স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)৷ তাঁর টুইটেও রয়েছে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ৷

  • Let’s pause to ponder.

    We, the people, of this nation are different.

    Our cultures, festivals, attires, and customs are different.

    Yet, we stand UNITED. How?

    The answer is, OUR CONNECTION to the MOTHERLAND.

    OUR CONNECTION to the nation binds and unites us.

    (1/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেক টুইটে লিখেছেন, "আসুন, বিবেচনা করার জন্য বিরতি নেওয়া যাক ৷ আমাদের সংস্কৃতি, উৎসব, পোশাক, রীতিনীতি আলাদা ৷ তবু আমরা ঐক্যবদ্ধ থাকি ৷ কারণ ? এর জবাব হল, মাতৃভূমির সঙ্গে আমাদের যোগ ৷ দেশের সঙ্গে সংযোগই আমাদের বেঁধে রেখেছে, ঐক্যবদ্ধ রেখেছে ৷ ভারতের সঙ্গে এই সংযোগই আমাদের শক্তিশালী করেছে ৷ এই পবিত্র সংযোগ আমরা ধরে রাখব এই অঙ্গীকার করি ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই দেশবাসীকেও তাঁদের ভাবনা শেয়ার করার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও ব্যবহার করেছেন হ্যাশট্যাগ মাই আইডিয়া ফর ইন্ডিয়া অ্যাট 75 ৷

কলকাতা, 14 অগস্ট: স্বাধীনতার অমৃত মহোৎসবে নিজের সোশ্যাল মিডিয়ার ডিপি তেরঙায় রাঙিয়ে দেশবাসীকে তাঁর পথ অনুসরণ করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) স্বাধীনতার 75 বছরের আলোয় নিজের ডিপি বদলেছেন ৷ তবে তাঁর ডিপিতে শোভা পাচ্ছেন মণীষীরা ৷ নাগরিকদেরও সেই পথ অনুসরণ করার পাশাপাশি এ বার তাঁদের কাছে আরও একটি আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী ৷ স্বাধীনতার 75 বছরে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি (My Idea For India at 75)৷

76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on 75 years of Independence)৷ সেখানে তিনি তুলে ধরেছেন দেশ নিয়ে নিজের ভাবনার কথা ৷ কীভাবে তিনি জড়িয়ে রয়েছেন এই দেশের সঙ্গে ? এ কথাই দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি টুইটে লিখেছেন, "আমরা ভারতের নাগরিক ৷ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পোশাক এবং রীতিনীতি আলাদা ৷ তবু আমরা একক ৷ দেশের জন্য ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে ৷ ভারতের সঙ্গে পবিত্র সংযোগই আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে ৷"

  • WE, the people of INDIA.

    OUR cultures, traditions, languages, attires, and customs vary.

    Yet, WE are ONE.

    OUR love for the nation binds us.

    OUR sacred CONNECTION to India unites us.

    (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ মোদির

মমতা আরও লিখেছেন, "ভারতের স্বাধীনতার 75 বছর পালনের সময় আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মাতৃভূমির সঙ্গে আমাদের সংযোগকে শক্তিশালী করি এবং এটিকে রক্ষা করার অঙ্গীকার করি ৷" নিজের এই ভাবনা শেয়ার করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর আহ্বান, "আপনাদের সবাইকে নিজেদের ভাবনা শেয়ার করার আমন্ত্রণ জানাচ্ছি ৷ কীভাবে আপনি আমাদের গর্বের দেশের সঙ্গে নিজেকে সংযুক্ত রেখেছেন ?"

স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)৷ তাঁর টুইটেও রয়েছে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ৷

  • Let’s pause to ponder.

    We, the people, of this nation are different.

    Our cultures, festivals, attires, and customs are different.

    Yet, we stand UNITED. How?

    The answer is, OUR CONNECTION to the MOTHERLAND.

    OUR CONNECTION to the nation binds and unites us.

    (1/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেক টুইটে লিখেছেন, "আসুন, বিবেচনা করার জন্য বিরতি নেওয়া যাক ৷ আমাদের সংস্কৃতি, উৎসব, পোশাক, রীতিনীতি আলাদা ৷ তবু আমরা ঐক্যবদ্ধ থাকি ৷ কারণ ? এর জবাব হল, মাতৃভূমির সঙ্গে আমাদের যোগ ৷ দেশের সঙ্গে সংযোগই আমাদের বেঁধে রেখেছে, ঐক্যবদ্ধ রেখেছে ৷ ভারতের সঙ্গে এই সংযোগই আমাদের শক্তিশালী করেছে ৷ এই পবিত্র সংযোগ আমরা ধরে রাখব এই অঙ্গীকার করি ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই দেশবাসীকেও তাঁদের ভাবনা শেয়ার করার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও ব্যবহার করেছেন হ্যাশট্যাগ মাই আইডিয়া ফর ইন্ডিয়া অ্যাট 75 ৷

Last Updated : Aug 14, 2022, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.