কলকাতা,17 মার্চ : কোরোনা ভাইরাস প্রতিরোধে আরও নড়েচড়ে বসল কলকাতা পৌরনিগম। নতুন করে আরও বেশ কয়েকটি পদক্ষেপ করেছে । কলকাতা পুর নিগমের বাজারগুলি পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলি ও জঞ্জাল সাফাই কর্মীদের ক্ষেত্রে স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করল কলকাতা পৌর নিগম। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে থার্মাল গান দিয়ে দেখে নেওয়া হবে কারও জ্বর রয়েছে কিনা। এদের মধ্যে কারও জ্বর ধরা পড়লে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হবে। তিনবার করে জঞ্জাল সাফাই করা হবে। জঞ্জাল সাফাই কর্মীদের হাতে গ্লাভস ও মাস্ক বাধ্যতামূলক করেছে কলকাতা পুর নিগম।
ডেপুটি মেয়র অতীন ঘোষ (স্বাস্থ্য) জানিয়েছেন জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগের কর্মীদের মাস্ক বাধ্যতামূলক করা হল। বাইরে থেকে যারা আসবেন তাঁদেরকে থার্মাল গান দিয়ে দেখে নেওয়া হবে কারও জ্বর আছে কি না। 16 টি বোরোতে 16 টি মোবাইল টিম নামানো হবে। যারা এলাকা পরিদর্শন করবেন, তাঁদের ক্ষেত্রেও মুখে মাস্ক হাতে গ্লাভস ও অ্যাপ্রন পরে কাজ করতে হবে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে হাত স্যানিটেশন করার ব্যবস্থা চালু করা হবে।
সাফাই কর্মীদের মাস্ক বাধ্যতামূলক কলকাতা পৌরনিগম - মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক
কলকাতা পৌর নিগমের বাজারগুলি পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলি ও জঞ্জাল সাফাই কর্মীদের ক্ষেত্রে স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতা করল কলকাতা পৌর নিগম। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে থার্মাল গান দিয়ে দেখে নেওয়া হবে কারও জ্বর রয়েছে কি না। এদের মধ্যে কারও জ্বর ধরা পড়লে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হবে।
কলকাতা,17 মার্চ : কোরোনা ভাইরাস প্রতিরোধে আরও নড়েচড়ে বসল কলকাতা পৌরনিগম। নতুন করে আরও বেশ কয়েকটি পদক্ষেপ করেছে । কলকাতা পুর নিগমের বাজারগুলি পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলি ও জঞ্জাল সাফাই কর্মীদের ক্ষেত্রে স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করল কলকাতা পৌর নিগম। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে থার্মাল গান দিয়ে দেখে নেওয়া হবে কারও জ্বর রয়েছে কিনা। এদের মধ্যে কারও জ্বর ধরা পড়লে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হবে। তিনবার করে জঞ্জাল সাফাই করা হবে। জঞ্জাল সাফাই কর্মীদের হাতে গ্লাভস ও মাস্ক বাধ্যতামূলক করেছে কলকাতা পুর নিগম।
ডেপুটি মেয়র অতীন ঘোষ (স্বাস্থ্য) জানিয়েছেন জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগের কর্মীদের মাস্ক বাধ্যতামূলক করা হল। বাইরে থেকে যারা আসবেন তাঁদেরকে থার্মাল গান দিয়ে দেখে নেওয়া হবে কারও জ্বর আছে কি না। 16 টি বোরোতে 16 টি মোবাইল টিম নামানো হবে। যারা এলাকা পরিদর্শন করবেন, তাঁদের ক্ষেত্রেও মুখে মাস্ক হাতে গ্লাভস ও অ্যাপ্রন পরে কাজ করতে হবে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে হাত স্যানিটেশন করার ব্যবস্থা চালু করা হবে।