ETV Bharat / city

Mukul Roy : কোন দলে আছেন ? অধ্য়ক্ষের প্রশ্নের জবাবে শিশিরের কৌশলকে হাতিয়ার মুকুলের - মুকুল রায়

দলত্যাগ বিরোধী আইনের সাহায্য মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভায় 64 পাতার পিটিশন জমা করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ যার ভিত্তিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক কোন দলে আছেন জানতে চিঠি দিয়েছিলেন মুকুল রায়কে ৷ সেই প্রশ্নের জাবাব দিতে, এবার একমাস সময় চেয়ে নিলেন মুকুল রায় ৷

Mukul Roy Wants One Month Time to give his Answer on Which Political Party He Belongs
কোন দলে আছেন মুকুল ? অধ্য়ক্ষের প্রশ্নের জবাবে শিশিরের কৌশলকে হাতিয়ার মুকুলের
author img

By

Published : Aug 17, 2021, 4:55 PM IST

কলকাতা, 17 অগস্ট : দলত্যাগ বিরোধী আইনে (Anti Defection Law) কৃষ্ণনগর উত্তর (Krishnanagar North)-র বিধায়ক মুকুল রায় (Mukul Roy)-কে বিধানসভা থেকে সরানোর তোড়জোড় শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এমনকি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷ এই পরিস্থিতিতে মুকুল রায় কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিধানসভায় রয়েছেন, তা জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রশ্নে জাবাবে এবার, শুভেন্দু অধিকারী তথা বিজেপিকেই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিলেন দুঁদে রাজনীতিবিদ মুকুল রায় ৷ অধ্যক্ষের প্রশ্নের জবাব দিতে চিঠি লিখে একমাসের সময় চেয়ে নিয়েছেন তিনি ৷ ঠিক লোকসভার সাংসদ পদ বাঁচাতে যেমনটা করেছেন, শুভেন্দু অধিকারীর বাবা তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী ৷

শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকেই তৃণমূল বিরোধী মন্তব্য করতে শুরু করেন শিশির অধিকারী ৷ কিন্তু তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেননি তিনি ৷ তৃণমূল সাংসদ হিসেবে বিজেপির তরফদারি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ এর পরই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি ৷ যে আবেদনের ভিত্তিতে অধ্যক্ষ শিশির অধিকারীর অবস্থান সম্পর্কে জানতে চান ৷ যার জবাবে লোকসভার অধ্যক্ষের কাছে একমাসের সময় চেয়ে নিয়েছেন শিশির ৷ আর শুভেন্দু অধিকারীর মুকুল রায়কে রাজ্য বিধানসভা থেকে সরানোর পরিকল্পনাকে ব্যর্থ করতে, শিশির অধিকারীর কৌশলকেই হাতিয়ার করলেন মুকুল ৷

আরও পড়ুন : Mukul Roy : এবার বিধানসভা চত্বরে বেফাঁস মুকুল, কৃষ্ণনগরে বিজেপির হয়ে দাঁড়ালেই জিতবেন

গত কয়েকদিন ধরেই মুকুল রায় অসংলগ্ন কথা বলছিলেন । কখনও বিজেপি, কখনও তৃণমূলে আছেন বলে শাসকদলের অস্বস্তি বাড়াচ্ছিলেন ৷ কিন্তু, তখন থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, মুকুল রায়ের মতো একজন দুঁদে রাজনীতিক কীভাবে এমন ভুল করবেন ? নাকি সবটাই তাঁর রাজনৈতিক কৌশল। এই জল্পনার মধ্যেই এদিনের তাঁর এই কৌশলী পদক্ষেপ বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন : মুকুল রায় ইস্যুতে এবার দেশজুড়ে সরব হবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

কারণ, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের বিরোধিতা করতে গেলে তাঁর বাবা শিশির অধিকারীর অবস্থান নিয়েও প্রশ্ন উঠে যাবে । কাজেই এক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারলেন মুকুল । এদিন বিধানসভায় যাননি মুুুকুল রায় ৷ গতকাল রাতেই বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে এক মাসের জন্য সময় চেয়ে নিয়েছেন তিনি ৷ ফলে পাল্টা বিজেপি কিছুটা হলেও বিপাকে পড়ে গেল বলে মনে করছে রাজনীতির কারবারিরা । এখন দেখার মুকুল রায়ের এই পদক্ষেপের পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া তথা পরবর্তী পদক্ষেপ কী হয় ৷

এদিকে দলত্যাগবিরোধী আইন নিয়ে ফের শুভেন্দুকে কটাক্ষ করে টুইট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক জানতে চান, "দলত্যাগবিরোধী আইন নিয়ে এত কথা কাকে শেখাচ্ছো? তোমার বাবা এখন কোন দলে ?"

  • ওওওওও শুভেন্দু,

    দলত্যাগবিরোধী আইন নিয়ে এত কথা কাকে শেখাচ্ছো?

    তোমার বাবা এখন কোন দলে?

    অন্যকে নিয়ে বলার হলে আগে প্রকাশ্যে বলো তোমার বাবা শিশির অধিকারী এখন কোন দলে?

    দলবদলু পরিবারের আবার বড় বড় কথা !

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 17 অগস্ট : দলত্যাগ বিরোধী আইনে (Anti Defection Law) কৃষ্ণনগর উত্তর (Krishnanagar North)-র বিধায়ক মুকুল রায় (Mukul Roy)-কে বিধানসভা থেকে সরানোর তোড়জোড় শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এমনকি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷ এই পরিস্থিতিতে মুকুল রায় কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিধানসভায় রয়েছেন, তা জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রশ্নে জাবাবে এবার, শুভেন্দু অধিকারী তথা বিজেপিকেই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিলেন দুঁদে রাজনীতিবিদ মুকুল রায় ৷ অধ্যক্ষের প্রশ্নের জবাব দিতে চিঠি লিখে একমাসের সময় চেয়ে নিয়েছেন তিনি ৷ ঠিক লোকসভার সাংসদ পদ বাঁচাতে যেমনটা করেছেন, শুভেন্দু অধিকারীর বাবা তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী ৷

শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকেই তৃণমূল বিরোধী মন্তব্য করতে শুরু করেন শিশির অধিকারী ৷ কিন্তু তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেননি তিনি ৷ তৃণমূল সাংসদ হিসেবে বিজেপির তরফদারি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ এর পরই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি ৷ যে আবেদনের ভিত্তিতে অধ্যক্ষ শিশির অধিকারীর অবস্থান সম্পর্কে জানতে চান ৷ যার জবাবে লোকসভার অধ্যক্ষের কাছে একমাসের সময় চেয়ে নিয়েছেন শিশির ৷ আর শুভেন্দু অধিকারীর মুকুল রায়কে রাজ্য বিধানসভা থেকে সরানোর পরিকল্পনাকে ব্যর্থ করতে, শিশির অধিকারীর কৌশলকেই হাতিয়ার করলেন মুকুল ৷

আরও পড়ুন : Mukul Roy : এবার বিধানসভা চত্বরে বেফাঁস মুকুল, কৃষ্ণনগরে বিজেপির হয়ে দাঁড়ালেই জিতবেন

গত কয়েকদিন ধরেই মুকুল রায় অসংলগ্ন কথা বলছিলেন । কখনও বিজেপি, কখনও তৃণমূলে আছেন বলে শাসকদলের অস্বস্তি বাড়াচ্ছিলেন ৷ কিন্তু, তখন থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, মুকুল রায়ের মতো একজন দুঁদে রাজনীতিক কীভাবে এমন ভুল করবেন ? নাকি সবটাই তাঁর রাজনৈতিক কৌশল। এই জল্পনার মধ্যেই এদিনের তাঁর এই কৌশলী পদক্ষেপ বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন : মুকুল রায় ইস্যুতে এবার দেশজুড়ে সরব হবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

কারণ, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের বিরোধিতা করতে গেলে তাঁর বাবা শিশির অধিকারীর অবস্থান নিয়েও প্রশ্ন উঠে যাবে । কাজেই এক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারলেন মুকুল । এদিন বিধানসভায় যাননি মুুুকুল রায় ৷ গতকাল রাতেই বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে এক মাসের জন্য সময় চেয়ে নিয়েছেন তিনি ৷ ফলে পাল্টা বিজেপি কিছুটা হলেও বিপাকে পড়ে গেল বলে মনে করছে রাজনীতির কারবারিরা । এখন দেখার মুকুল রায়ের এই পদক্ষেপের পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া তথা পরবর্তী পদক্ষেপ কী হয় ৷

এদিকে দলত্যাগবিরোধী আইন নিয়ে ফের শুভেন্দুকে কটাক্ষ করে টুইট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক জানতে চান, "দলত্যাগবিরোধী আইন নিয়ে এত কথা কাকে শেখাচ্ছো? তোমার বাবা এখন কোন দলে ?"

  • ওওওওও শুভেন্দু,

    দলত্যাগবিরোধী আইন নিয়ে এত কথা কাকে শেখাচ্ছো?

    তোমার বাবা এখন কোন দলে?

    অন্যকে নিয়ে বলার হলে আগে প্রকাশ্যে বলো তোমার বাবা শিশির অধিকারী এখন কোন দলে?

    দলবদলু পরিবারের আবার বড় বড় কথা !

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.