ETV Bharat / city

মমতা চাইলে BJP-তে যোগ দিতে পারেন, বললেন মুকুল রায়

মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, '' মমতা যদি আমার দলে আসে তাহলে কি নেব না ?

মমতা চাইলে BJP-তে যোগ দিতে পারেন, বললেন মুকুল রায়
author img

By

Published : Aug 30, 2019, 3:20 PM IST

কলকাতা, ৩০ অগাস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়কে BJP-তে স্বাগত জানালেন এক সময়ের ছায়াসঙ্গী ৷ মুকুল বাবু বলেন, মমতা চাইলে BJP-তে যোগ দিতে পারেন । ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগ দিতেই পারেন তিনি । আজ বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করলেন মুকুল রায় ।

প্রায় 2 বছর পর আজ বিধানসভায় এসেছিলেন BJP নেতা মুকুল রায় । BJP-র পরিষদীয় দলের ঘর পরিদর্শন করেন তিনি । BJP বিধায়কদের সঙ্গে পরিষদীয় ঘরে বসেই বেশ কিছুক্ষণ আলাপ- আলোচনা সারেন তিনি । এর পরে দেবশ্রী রায়ের দলবদলের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূলের একদা সেকেন্ড-ইন-কমান্ড ।

মুকুল বাবু বলেন, '' তৃণমূলের কত বিধায়ক কমবে তা খবর লাগান । সামনে তিনটি উপনির্বাচন রয়েছে। তিনটেই আমরা জিতব । শুধুমাত্র রায়দীঘি কেন ভবানীপুরে মমতার পাড়াতেই আমাদের মার্জিন বেশি রয়েছে ।''

মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, '' মমতা যদি আমার দলে আসে তাহলে কি নেব না ?

মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, '' মমতা যদি আমার দলে আসে তাহলে কি নেব না ? '' সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বদল হবে না ? এ প্রসঙ্গে মুকুল রায়ের যুক্তি, ''কেন এক থাকবে? যে কেউ যোগ দিতে চান, আমরা বলছি এসো ‌। সবার জন্য দরজা খোলা । মমতা যোগ দিতে চাইলে দেবেন । ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগ দিতে চাইলে কেন আসবেন না ? ''

অন্যদিকে, গত বুধবার মেয়ো রোডে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''আমার ভাইকে ডেকেছে । এবারে আমাকে ডাকবে ।''
এ প্রসঙ্গে মুকুল রায়ের বক্তব্য, মুখ্যমন্ত্রীর অনেক ভাই রয়েছে ‌। আমি জানি 8 ভাই । আমার কোনও ভয় নেই আমি কোনও অন্যায় করিনি । যে চুরি করেছে বা যার অসঙ্গতি আছে সে ভয় পাবে ।''

কলকাতা, ৩০ অগাস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়কে BJP-তে স্বাগত জানালেন এক সময়ের ছায়াসঙ্গী ৷ মুকুল বাবু বলেন, মমতা চাইলে BJP-তে যোগ দিতে পারেন । ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগ দিতেই পারেন তিনি । আজ বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করলেন মুকুল রায় ।

প্রায় 2 বছর পর আজ বিধানসভায় এসেছিলেন BJP নেতা মুকুল রায় । BJP-র পরিষদীয় দলের ঘর পরিদর্শন করেন তিনি । BJP বিধায়কদের সঙ্গে পরিষদীয় ঘরে বসেই বেশ কিছুক্ষণ আলাপ- আলোচনা সারেন তিনি । এর পরে দেবশ্রী রায়ের দলবদলের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূলের একদা সেকেন্ড-ইন-কমান্ড ।

মুকুল বাবু বলেন, '' তৃণমূলের কত বিধায়ক কমবে তা খবর লাগান । সামনে তিনটি উপনির্বাচন রয়েছে। তিনটেই আমরা জিতব । শুধুমাত্র রায়দীঘি কেন ভবানীপুরে মমতার পাড়াতেই আমাদের মার্জিন বেশি রয়েছে ।''

মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, '' মমতা যদি আমার দলে আসে তাহলে কি নেব না ?

মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, '' মমতা যদি আমার দলে আসে তাহলে কি নেব না ? '' সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বদল হবে না ? এ প্রসঙ্গে মুকুল রায়ের যুক্তি, ''কেন এক থাকবে? যে কেউ যোগ দিতে চান, আমরা বলছি এসো ‌। সবার জন্য দরজা খোলা । মমতা যোগ দিতে চাইলে দেবেন । ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগ দিতে চাইলে কেন আসবেন না ? ''

অন্যদিকে, গত বুধবার মেয়ো রোডে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''আমার ভাইকে ডেকেছে । এবারে আমাকে ডাকবে ।''
এ প্রসঙ্গে মুকুল রায়ের বক্তব্য, মুখ্যমন্ত্রীর অনেক ভাই রয়েছে ‌। আমি জানি 8 ভাই । আমার কোনও ভয় নেই আমি কোনও অন্যায় করিনি । যে চুরি করেছে বা যার অসঙ্গতি আছে সে ভয় পাবে ।''

Intro:মমতা চাইলে বিজেপিতে যোগ দিতে পারেন : মুকুল রায়


কলকাতা, ৩০ অগাস্ট: মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে বিজেপিতে যোগ দিতে পারেন। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগ দিতেই পারেন তিনি। আজ বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব‍্য করলেন মুকুল রায়।




Body:

প্রায় ২ বছর পর আজ বিধানসভায় পা রাখলেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপির পরিষদীয় দলের ঘর পরিদর্শন করেন তিনি। বিজেপি বিধায়কদের সঙ্গে পরিষদীয় ঘরে বসেই বেশ কিছুক্ষণ আলাপ- আলোচনা সারেন। এর পরে দেবশ্রী রায়ের দলবদলের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূলের একদা সেকেন্ড ইন কমান্ড। এ প্রসঙ্গে তার সাফ কথা, তৃণমূলের কত বিধায়ক কমবে তা খবর লাগান। সামনে তিনটি উপনির্বাচন রয়েছে। তিনটেতেই আমরা জিতব। শুধুমাত্র রায়দীঘি কেন ভবানীপুরে মমতার পাড়াতেই আমাদের মার্জিন বেশি রয়েছে । মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, মমতা যদি আমার দলে আসে তাহলে কি নেবনা ? সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করে, তাহলে মুখ্যমন্ত্রী তো এক থাকবে ! এ প্রসঙ্গে মুকুল রায়ের যুক্তি, 'কেন এক থাকবে ! যে কেউ জয়েন করতে চায়, আমরা বলছি এসো‌। সবার জন্য দরজা খোলা। মমতা জয়েন করতে চাইলে জয়েন করবে। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে জয়েন করতে চাইলে কেন করবে না ।' অন‍্যদিকে, গত বুধবার মেয়ো রোডে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বলেছিলেন।আমার ভাইকে ডেকেছে। এবারে আমাকে ডাকবে। এ প্রসঙ্গে 'মুকুল রায়ের বক্তব্য, মমতার তো অনেক ভাই রয়েছে ‌। আমি জানি ৮ ভাই । আমার কোনও ভয় নেই আমি কোনও অন‍্যায় করিনি। যে চুরি করেছে বা যার পেছনে কোনও অসঙ্গতি আছে সে ভয় পাবে।'


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.