ETV Bharat / city

আজ CBI দপ্তরে হাজিরা দিতে পারবেন না, সময় চাইলেন মুকুল - BJP Leader Mukul Roy was called for CBI interrogation

পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি আজ হাজির হতে পারবেন না নিজ়াম প্যালেসে, জানিয়েছেন BJP নেতা মুকুল রায় ৷ তিনি CBI-র কাছে সময়ও চেয়েছেন ৷

ফাইল ছবি
author img

By

Published : Sep 27, 2019, 1:18 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : তলব করা হয়েছিল BJP নেতা মুকুল রায়কে । সূত্রের খবর, নারদ কাণ্ডের জেরে গ্রেপ্তার হওয়া এস এম এইচ মির্জ়ার সঙ্গে মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করতে চায় CBI । কিন্তু আজ CBI দপ্তরের হাজির হননি মুকুল । তিনি CBI-র কাছে সময় চেয়েছেন । জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি আজ হাজির হতে পারবেন না নিজ়াম প্যালেসে ।

ছদ্মবেশী নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন মুকুল । ম্যাথু এবং মির্জ়া উভয়েই জানিয়েছেন এই একই কথা । যদিও ভিডিয়োতে মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি । এ দিকে ম্যাথুকে যে তিনি মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন, তা অস্বীকার করেননি মুকুল । জানিয়েছেন, উনি শিল্প করতে চেয়েছিলেন, সে কারণে বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন ৷ তাঁর ভূমিকা এটুকুই ।

তবে সূত্র জানাচ্ছে, জেরায় মির্জ়া আরও বেশ কিছু তথ্য দিয়েছেন । যা মুকুলের বিপক্ষেই গেছে । তৎকালীন সময়ে মুকুল ঘনিষ্ঠ অফিসার হিসেবে পরিচিত মির্জ়া ঠিক কী কী তথ্য দিয়েছেন তা অবশ্য জানা যায়নি । এ দিকে আজই শহরে আসছেন BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা । সে কারণেই মুকুল ব্যস্ত থাকবেন বলে খবর ।

কলকাতা, 27 সেপ্টেম্বর : তলব করা হয়েছিল BJP নেতা মুকুল রায়কে । সূত্রের খবর, নারদ কাণ্ডের জেরে গ্রেপ্তার হওয়া এস এম এইচ মির্জ়ার সঙ্গে মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করতে চায় CBI । কিন্তু আজ CBI দপ্তরের হাজির হননি মুকুল । তিনি CBI-র কাছে সময় চেয়েছেন । জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি আজ হাজির হতে পারবেন না নিজ়াম প্যালেসে ।

ছদ্মবেশী নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন মুকুল । ম্যাথু এবং মির্জ়া উভয়েই জানিয়েছেন এই একই কথা । যদিও ভিডিয়োতে মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি । এ দিকে ম্যাথুকে যে তিনি মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন, তা অস্বীকার করেননি মুকুল । জানিয়েছেন, উনি শিল্প করতে চেয়েছিলেন, সে কারণে বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন ৷ তাঁর ভূমিকা এটুকুই ।

তবে সূত্র জানাচ্ছে, জেরায় মির্জ়া আরও বেশ কিছু তথ্য দিয়েছেন । যা মুকুলের বিপক্ষেই গেছে । তৎকালীন সময়ে মুকুল ঘনিষ্ঠ অফিসার হিসেবে পরিচিত মির্জ়া ঠিক কী কী তথ্য দিয়েছেন তা অবশ্য জানা যায়নি । এ দিকে আজই শহরে আসছেন BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা । সে কারণেই মুকুল ব্যস্ত থাকবেন বলে খবর ।

Intro:কলকাতা, 27 সেপ্টেম্বর: আজ তলব করা হয়েছিল মুকুল রায়কে। নারদা কান্ডের জেরে গ্রেপ্তার হওয়া SMH মির্জার সঙ্গে মুখোমুখি বসে মুকুল রায়কে জেরা করতে চায় CBI। সূত্রের খবর তেমনটাই। কিন্তু আজ সিবিআই দপ্তরের হাজির হননি মুকুল। সূত্র জানাচ্ছে, তিনি সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন। জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি আজ হাজির হতে পারবেন না নিজাম প্যালেসে।Body:ছদ্মবেশি নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে মির্জার কাছে পাঠিয়েছিলেন মুকুল। সিবিআই তদন্তে উঠে এসেছে এমন তথ্যই। ম্যাথু এবং মির্জা উভয়েই জানিয়েছেন এই একই কথা। তবে মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি নারদের ভিডিওতে। এদিকে ম্যাথুকে যে তিনি মির্জার কাছে পাঠিয়েছিলেন, তা অস্বীকার করেননি মুকুল। জানিয়েছেন, উনি শিল্প করতে চেয়েছিলেন, সেই কারণে বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার মির্জার কাছে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর ভূমিকা ততটুকুই। Conclusion:তবে সূত্র জানাচ্ছে, জেরায় মির্জা আরো বেশ কিছু তথ্য দিয়েছেন। যা মুকুলের বিপক্ষেই গেছে। তৎকালীন সময়ে মুকুল ঘনিষ্ঠ অফিসার হিসেবে পরিচিত মির্জা ঠিক কি কি তথ্য দিয়েছেন তা অবশ্য জানা যায়নি। এদিকে আজই শহরে আসছেন BJP র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। সেই কারণেই মুকুল ব্যস্ত থাকবেন বলে খবর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.