ETV Bharat / city

নারদকাণ্ডে রাজনৈতিক দোলাচলে শুভেন্দুকে নিয়ে চুপ শিশির ও দিব্যেন্দু

নারদকাণ্ডে রাজ্যের 2 মন্ত্রী সহ 4 জনের গ্রেফতারি নিয়ে কোনওরকম মন্তব্য করতে নারাজ তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী ৷ স্পষ্ট কথায় জানিয়ে দিলেন এ নিয়ে কোনও মন্তব্যই তাঁরা করবেন না ৷

mp sisir adhikari and dibyendu adhikari is silent on narda sting oparetion
নারদকাণ্ডে রাজনৈতিক দোলাচলে চুপ শিশির ও দিব্যেন্দু
author img

By

Published : May 17, 2021, 2:30 PM IST

তমলুক (পূর্ব মেদিনীপুর), 17 মে : নারদকাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের 3 শীর্ষ নেতা তথা রাজ্যের দুই মন্ত্রীকে ৷ এছাড়াও রয়েছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী তথা কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ যে ঘটনায় তৃণমূলের তরফে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে ৷ অর্থাৎ, শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপ না করা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে তৃণমূল ৷ যে অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি এড়িয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূলের সাংসদ শিশির অধিকারী এবং দাদা সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷

আজ ইটিভি ভারতের তরফে শিশির অধিকারীকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিচারাধীন মামলা নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ৷ তাঁর মতে, কে দোষী বা কে নির্দোষ ? তা আদালত ঠিক করবেন ৷ এ নিয়ে মন্তব্য করে তিনি আইনের কাজে বাধা দিতে চান না ৷ নারদকাণ্ডে ছেলে শুভেন্দু অধিকারীর যুক্ত থাকার প্রসঙ্গটিকে এভাবেই এড়িয়ে গেলেন বাবা শিশির অধিকারী ৷

‘বিচারাধীন বিষয়’, মন্তব্য করতে নারাজ শিশির অধিকারী

শিশির অধিকারী আইনি বাধার কথা বললেও ৷ দাদা শুভেন্দু বা নারদাকাণ্ড নিয়ে একটি শব্দও খরচ করতে নারাজ তৃণমূলের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ ইটিভি ভারতের সাংবাদিক তাঁকে এ নিয়ে জিজ্ঞেস করলে দিব্যেন্দু জানান, ‘‘আমি কোনও মন্তব্য করব না ৷’’ এমনকি তৃণমূলের 2 মন্ত্রীর গ্রেফতারি নিয়েও কোনও মন্তব্য করতে চাননি দিব্যেন্দু অধিকারী ৷

নারদকাণ্ডে মন্ত্রীদের গ্রেফতারি নিয়ে মন্তব্য করতে নারাজ সাংসদ দিব্যেন্দু

আরও পড়ুন : নারদকাণ্ডে শ্রীঘরে শহরের প্রাক্তন 3 মহানাগরিক

স্বাভাবিকভাবেই, রাজনৈতিক এই চাপানউতোর নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ অধিকারীরা ৷ বিষয়টিকে তাই সরাসরি এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই ৷ প্রসঙ্গত, আজ সকালে রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে নারদকাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই ৷ যার পরেই শুভেন্দু সহ মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না সেই প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল নেতৃত্ব ৷ কারণ নারদ স্টিং অপারেশনে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ৷

তমলুক (পূর্ব মেদিনীপুর), 17 মে : নারদকাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের 3 শীর্ষ নেতা তথা রাজ্যের দুই মন্ত্রীকে ৷ এছাড়াও রয়েছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী তথা কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ যে ঘটনায় তৃণমূলের তরফে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে ৷ অর্থাৎ, শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপ না করা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে তৃণমূল ৷ যে অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি এড়িয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূলের সাংসদ শিশির অধিকারী এবং দাদা সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷

আজ ইটিভি ভারতের তরফে শিশির অধিকারীকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিচারাধীন মামলা নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ৷ তাঁর মতে, কে দোষী বা কে নির্দোষ ? তা আদালত ঠিক করবেন ৷ এ নিয়ে মন্তব্য করে তিনি আইনের কাজে বাধা দিতে চান না ৷ নারদকাণ্ডে ছেলে শুভেন্দু অধিকারীর যুক্ত থাকার প্রসঙ্গটিকে এভাবেই এড়িয়ে গেলেন বাবা শিশির অধিকারী ৷

‘বিচারাধীন বিষয়’, মন্তব্য করতে নারাজ শিশির অধিকারী

শিশির অধিকারী আইনি বাধার কথা বললেও ৷ দাদা শুভেন্দু বা নারদাকাণ্ড নিয়ে একটি শব্দও খরচ করতে নারাজ তৃণমূলের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ ইটিভি ভারতের সাংবাদিক তাঁকে এ নিয়ে জিজ্ঞেস করলে দিব্যেন্দু জানান, ‘‘আমি কোনও মন্তব্য করব না ৷’’ এমনকি তৃণমূলের 2 মন্ত্রীর গ্রেফতারি নিয়েও কোনও মন্তব্য করতে চাননি দিব্যেন্দু অধিকারী ৷

নারদকাণ্ডে মন্ত্রীদের গ্রেফতারি নিয়ে মন্তব্য করতে নারাজ সাংসদ দিব্যেন্দু

আরও পড়ুন : নারদকাণ্ডে শ্রীঘরে শহরের প্রাক্তন 3 মহানাগরিক

স্বাভাবিকভাবেই, রাজনৈতিক এই চাপানউতোর নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ অধিকারীরা ৷ বিষয়টিকে তাই সরাসরি এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই ৷ প্রসঙ্গত, আজ সকালে রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে নারদকাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই ৷ যার পরেই শুভেন্দু সহ মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না সেই প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল নেতৃত্ব ৷ কারণ নারদ স্টিং অপারেশনে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.