কলকাতা, 21 অগাস্ট : রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । তার জেরেই সোমেন মিত্রর স্মরণসভা বন্ধ রাখার আবেদন জানিয়ে আজ সকালে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে চিঠি দিলেন তাঁর স্ত্রী শিখা মিত্র । চিঠি পাওয়ার পরই প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়, এই প্যানডেমিক পরিস্থিতিতে আপাতত সোমেন মিত্রের স্মরণসভা হবে না । 26 অগাস্ট নেতাজি ইন্ডোরে এই স্মরণসভা হওয়ার কথা ছিল ।
স্মরণসভায় কতটা সামাজিক দূরত্ব মেনে মানুষ অংশগ্রহণ করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিখা মিত্র । চিঠিতে তিনি প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে স্থগিত থাকুক সোমেন মিত্রর স্মরণসভার অনুষ্ঠান । কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের মানবিক আবেদনের গুরুত্ব এবং যথার্থতা বিচার করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে প্রয়াত সোমেন মিত্রের স্মরণসভা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই মুহূর্তে সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে । এই অবস্থায় মানবিক কারণেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব 26 অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্মরণসভা বাতিল করছে ।
স্মরণসভায় রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতৃত্ব ছাড়াও সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছিল । AICC-র প্রতিনিধিদেরও সেই স্মরণসভায় আসার কথা ছিল । আসার কথা ছিল দেশের বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদেরও ।