ETV Bharat / city

মেডিকেল কলেজ থেকে দুপুরে চুরি গেল বাইক, রাতেই উদ্ধার করল পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর 2:30 নাগাদ সৈয়দ আহমেদ রোডের বাসিন্দা আব্দুল মহিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন । সেখানে দিন চারেক আগে জন্মেছে তার ভাইপো । ভাইপোকে দেখতেই হাসপাতালে এসেছিলেন তিনি। সঙ্গে এনেছিলেন বাইক ।

motor_bike_thief_arrested_from_hoogly_chandan_nagar_after_thieft_the_bike_from_kolkata_medical_college
মেডিকেল কলেজ থেকে দুপুরে চুরি গেল বাইক, রাতেই উদ্ধার করল পুলিশ
author img

By

Published : Nov 19, 2020, 6:03 PM IST

কলকাতা, 19 নভেম্বর: হাসপাতালে গিয়েছিলেন সদ্যোজাত ভাইপোকে দেখতে । মেডিকেল কলেজ চত্বরে রেখেছিলেন বাইক। অপরিচিত এক ব্যক্তিকে বাইকের দিকে নজর রাখার অনুরোধ করেন। ফিরে এসে দেখেন, বাইক নেই। উধাও সেই অপরিচিত ব্যক্তিও । গতকাল দুপুরের এই ঘটনায় তদন্তে নেমে রাতেই বাইক উদ্ধার করল পুলিশ । গ্রেপ্তার করা হল বাইক চোরকে ।


পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর 2:30 নাগাদ সৈয়দ আহমেদ রোডের বাসিন্দা আবদুল মহিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন । সেখানে দিন চারেক আগে জন্মেছে তার ভাইপো । ভাইপোকে দেখতেই হাসপাতালে এসেছিলেন তিনি। সঙ্গে এনেছিলেন বাইক । ইডেনের বিল্ডিংয়ের সামনে সেই বাইক রেখে গিয়েছিলেন হাসপাতালের ভেতরে । অপরিচিত এক ব্যক্তিকে বলে গিয়েছিলেন বাইকের দিকে একটু নজর রাখতে। সদ্যোজাত ভাইপোকে দেখে ঘণ্টাখানেক পরে ইডেন বিল্ডিংয়ের সামনে ফেরত আসেন । দেখতে পান বাইক সেখানে নেই । অপরিচিত ব্যক্তিও উধাও হয়ে গেছে । এরপরই তিনি বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।


তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখে হাসপাতালের CCTV ফুটেজ় । সেই ফুটেজ় দেখেই চিহ্নিত করা হয় চোরকে । জানা যায়, ওই যুবকের নাম তুলসীদাস মাঝি । বয়স কুড়ি বছর । থাকে হুগলির চন্দননগরে। গতরাতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া বাইক।

কলকাতা, 19 নভেম্বর: হাসপাতালে গিয়েছিলেন সদ্যোজাত ভাইপোকে দেখতে । মেডিকেল কলেজ চত্বরে রেখেছিলেন বাইক। অপরিচিত এক ব্যক্তিকে বাইকের দিকে নজর রাখার অনুরোধ করেন। ফিরে এসে দেখেন, বাইক নেই। উধাও সেই অপরিচিত ব্যক্তিও । গতকাল দুপুরের এই ঘটনায় তদন্তে নেমে রাতেই বাইক উদ্ধার করল পুলিশ । গ্রেপ্তার করা হল বাইক চোরকে ।


পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর 2:30 নাগাদ সৈয়দ আহমেদ রোডের বাসিন্দা আবদুল মহিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন । সেখানে দিন চারেক আগে জন্মেছে তার ভাইপো । ভাইপোকে দেখতেই হাসপাতালে এসেছিলেন তিনি। সঙ্গে এনেছিলেন বাইক । ইডেনের বিল্ডিংয়ের সামনে সেই বাইক রেখে গিয়েছিলেন হাসপাতালের ভেতরে । অপরিচিত এক ব্যক্তিকে বলে গিয়েছিলেন বাইকের দিকে একটু নজর রাখতে। সদ্যোজাত ভাইপোকে দেখে ঘণ্টাখানেক পরে ইডেন বিল্ডিংয়ের সামনে ফেরত আসেন । দেখতে পান বাইক সেখানে নেই । অপরিচিত ব্যক্তিও উধাও হয়ে গেছে । এরপরই তিনি বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।


তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখে হাসপাতালের CCTV ফুটেজ় । সেই ফুটেজ় দেখেই চিহ্নিত করা হয় চোরকে । জানা যায়, ওই যুবকের নাম তুলসীদাস মাঝি । বয়স কুড়ি বছর । থাকে হুগলির চন্দননগরে। গতরাতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া বাইক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.