ETV Bharat / city

মশার উপদ্রবে নাজেহাল, প্রশ্নের মুখে পৌরনিগমের ডেঙ্গি অভিযান - Dengue suppression by KMC

কোরোনা পরিস্থিতিতে মার্চ মাসের পর থেকে কলকাতায় জীবাণুনাশক স্প্রে করেছে পৌরনিগম । ফলে, মশার উপদ্রব অনেকটাই কম বলে দাবি করেছিল কলকাতা পৌরনিগম ।

Dengue suppression by KMC
কলকাতা পৌরনিগমের ডেঙ্গি অভিযান
author img

By

Published : Dec 14, 2020, 1:03 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : এবছর মশাবাহিত রোগের দাপট অনেকটাই কম । এমনটাই দাবি করেছিল কলকাতা পৌরনিগম । গত বছরের তুলনায় এবছর ডেঙ্গির প্রকোপ প্রায় 80 শতাংশ কম বলে দাবি করে পৌরনিগম । কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে শহরজুড়ে যে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে তাতেই কমেছে শহরে মশার উপদ্রব । অথচ উত্তর কলকাতার এক বৃদ্ধ মশার উপদ্রব নিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের কাছে সরাসরি অভিযোগ জানালেন । 9/1 সাউথ সিটি রোডের বাসিন্দা অঞ্জন মিত্র অভিযোগ করেন, খোলা নর্দমা থেকে এলাকায় বাড়ছে মশার উপদ্রব । নর্দমার জমা জলে মশার লার্ভা থাকছে । যা থেকে এলাকায় বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগ । মশার উপদ্রবে বাড়ির দরজা, জানালা খুলতে পারছেন না বাসিন্দারা । বিষয়টি নিয়ে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের পরিদর্শনে যেতে নির্দেশ দিয়েছেন মুখ্য প্রশাসক ।

আরও পড়ুন : "দুয়ারে সরকার"-প্রকল্পের 12টি স্থায়ী শিবির করতে চলেছে কলকাতা পৌরনিগম

অঞ্জন মিত্রের অভিযোগ, তাঁর বাড়ির উলটোদিকে একটি বাড়িতে সেপটিক চৌবাচ্চায় নোংরা জল জমে । ওই চৌবাচ্চায় মশার লার্ভা জন্ম নিচ্ছে । ফলে এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে । অভিযোগ পেয়ে মুখ্য প্রশাসক পৌরনিগমের আধিকারিকদের জিজ্ঞাসা করেন, সংশ্লিষ্ট এলাকায় এখনও কেন নর্দমা খোলা রয়েছে ? সোমবার ঘটনাস্থান পরিদর্শনে যেতে নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক । খোলা নর্দমা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি । যখন শহরজুড়ে মশা দমনে অভিযান চালাচ্ছে কলকাতা পৌরনিগম সেইখানে, নোংরা জল জমে মশার উপদ্রব কীভাবে বৃদ্ধি পাচ্ছে তা নিয়েও প্রশ্ন করেন তিনি আধিকারিকদের ।

আরও পড়ুন : কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ জানাতে 7 দিন সময় সুপ্রিম কোর্টের

অন্য আরেকটি ঘটনায় এক ব্যক্তির বাড়ি মেরামতে প্রতিবেশীদের বাধার অভিযোগ ওঠে । উত্তর কলকাতার 28 নম্বর ওয়ার্ডের 7, রাজা দীনেন্দ্র স্ট্রিটের বাসিন্দা শাহাবুদ্দিন 'টক টু কেএমসি'তে পৌর প্রশাসকের কাছে এই বিষয়ে অভিযোগ করেন । তিনি জানান, গত মাসে নিজের জমিতে একতলা বাড়ি সংস্কারের কাজ শুরু করলে প্রতিবেশীরা এসে সেই কাজ আটকে দেন । তাঁর অভিযোগ, পৌরনিগমের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে । বাড়ি সংস্কারের জন্য অনুমতি নিয়ে কাজ শুরু করেছিলেন । কিন্তু কলকাতা পৌরনিগম 401 ও 411 ধারা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে । বহু জায়গায় আবেদন করেও কোনও সুরাহা মেলেনি । তাই বাধ্য হয়ে প্রশাসকের কাছে ফোন করে বিষয়টি দেখার জন্য আবেদন করেন তিনি । অভিযোগ পাওয়ার পর পৌর প্রশাসক পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের পরিদর্শনের নির্দেশ দিয়েছেন । যদি কোনও সমস্যা না থাকে, তাহলে পুনরায় সংস্কারের কাজের জন্য অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।

কলকাতা, 14 ডিসেম্বর : এবছর মশাবাহিত রোগের দাপট অনেকটাই কম । এমনটাই দাবি করেছিল কলকাতা পৌরনিগম । গত বছরের তুলনায় এবছর ডেঙ্গির প্রকোপ প্রায় 80 শতাংশ কম বলে দাবি করে পৌরনিগম । কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে শহরজুড়ে যে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে তাতেই কমেছে শহরে মশার উপদ্রব । অথচ উত্তর কলকাতার এক বৃদ্ধ মশার উপদ্রব নিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের কাছে সরাসরি অভিযোগ জানালেন । 9/1 সাউথ সিটি রোডের বাসিন্দা অঞ্জন মিত্র অভিযোগ করেন, খোলা নর্দমা থেকে এলাকায় বাড়ছে মশার উপদ্রব । নর্দমার জমা জলে মশার লার্ভা থাকছে । যা থেকে এলাকায় বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগ । মশার উপদ্রবে বাড়ির দরজা, জানালা খুলতে পারছেন না বাসিন্দারা । বিষয়টি নিয়ে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের পরিদর্শনে যেতে নির্দেশ দিয়েছেন মুখ্য প্রশাসক ।

আরও পড়ুন : "দুয়ারে সরকার"-প্রকল্পের 12টি স্থায়ী শিবির করতে চলেছে কলকাতা পৌরনিগম

অঞ্জন মিত্রের অভিযোগ, তাঁর বাড়ির উলটোদিকে একটি বাড়িতে সেপটিক চৌবাচ্চায় নোংরা জল জমে । ওই চৌবাচ্চায় মশার লার্ভা জন্ম নিচ্ছে । ফলে এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে । অভিযোগ পেয়ে মুখ্য প্রশাসক পৌরনিগমের আধিকারিকদের জিজ্ঞাসা করেন, সংশ্লিষ্ট এলাকায় এখনও কেন নর্দমা খোলা রয়েছে ? সোমবার ঘটনাস্থান পরিদর্শনে যেতে নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক । খোলা নর্দমা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি । যখন শহরজুড়ে মশা দমনে অভিযান চালাচ্ছে কলকাতা পৌরনিগম সেইখানে, নোংরা জল জমে মশার উপদ্রব কীভাবে বৃদ্ধি পাচ্ছে তা নিয়েও প্রশ্ন করেন তিনি আধিকারিকদের ।

আরও পড়ুন : কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ জানাতে 7 দিন সময় সুপ্রিম কোর্টের

অন্য আরেকটি ঘটনায় এক ব্যক্তির বাড়ি মেরামতে প্রতিবেশীদের বাধার অভিযোগ ওঠে । উত্তর কলকাতার 28 নম্বর ওয়ার্ডের 7, রাজা দীনেন্দ্র স্ট্রিটের বাসিন্দা শাহাবুদ্দিন 'টক টু কেএমসি'তে পৌর প্রশাসকের কাছে এই বিষয়ে অভিযোগ করেন । তিনি জানান, গত মাসে নিজের জমিতে একতলা বাড়ি সংস্কারের কাজ শুরু করলে প্রতিবেশীরা এসে সেই কাজ আটকে দেন । তাঁর অভিযোগ, পৌরনিগমের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে । বাড়ি সংস্কারের জন্য অনুমতি নিয়ে কাজ শুরু করেছিলেন । কিন্তু কলকাতা পৌরনিগম 401 ও 411 ধারা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে । বহু জায়গায় আবেদন করেও কোনও সুরাহা মেলেনি । তাই বাধ্য হয়ে প্রশাসকের কাছে ফোন করে বিষয়টি দেখার জন্য আবেদন করেন তিনি । অভিযোগ পাওয়ার পর পৌর প্রশাসক পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের পরিদর্শনের নির্দেশ দিয়েছেন । যদি কোনও সমস্যা না থাকে, তাহলে পুনরায় সংস্কারের কাজের জন্য অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.