কলকাতা, 18 সেপ্টেম্বর: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল বাগাবাজারের হাজার বস্তি (Hazar Slum)। ভিটে হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিল 300-রও বেশি পরিবার । শেষমেষ দুর্গোৎসবের প্রাক্কালে তাঁদের মুখে হাসি ফুটতে চলেছে ৷ মহাপঞ্চমীর (Durga puja 2022) দিন পুরনো জায়গাতেই ফিরতে চলেছেন অধিকাংশ । সে দিন বস্তির 212 জনকে পাকা ঘরের চাবি দেওয়া হবে । বাকিরাও পেয়ে যাবেন শিগগিরই ৷ এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা ৷
13 জানুয়ারি, 2021 ৷ বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের রাতে ভিটে ছাড়া হয় 300 পরিবার । পরবর্তী সময়ে ঘটনাস্থলের পাশে নিবেদিতা পার্কে বাঁশের কাঠামো তৈরি করে কোনও মতে তা প্লাস্টিক-ত্রিপলে ঢেকেই চলছিল বসবাস ৷ সেভাবে প্রায় বছর দুয়েক কেটেছে হাজার বস্তির 300-রও বেশি পরিবারের । সেই অস্থায়ী শিবিরে থাকা নরকযন্ত্রণার সমান । ভীষণ রোদে যেমন গরম । তেমনই বৃষ্টিতে জল-কাদায় ভরে যায় মেঝে । কোথাও প্লাস্টিক ফেটে জল ঢোকে ঘরে ।
তার থেকেও বড় সমস্যা হল বর্ষার সময় মশার উপদ্রব । অস্থায়ী শিবিরের প্রায় সব ঘরেই জ্বরের রোগী । সম্প্রতি এক মহিলার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সেখানেই । ভয়ে কাঁপছেন সকলে । সবারই চিন্তা যে, কবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি মিলবে । শেষে সেই মুক্তির আশ্বাস পেলেন তাঁরা । জানা গিয়েছে, পঞ্চমীতেই ঘরে ফিরতে পারবেন এই ভিটেমাটিহারা মানুষদের অধিকাংশ ৷ বস্তিবাসীদের একাংশ যেমন আপ্লুত মাথার উপর পাকা স্থায়ী ছাদ পাবে বলে, অপর অংশ আবার না আঁচালে বিশ্বাস করতে চাইছেন না । কারণ বর্তমানে ডেঙ্গি ও ম্যালেরিয়ার কারণে যে পরিস্থিতি তৈরি করেছে, তা এই খুশিকে অনেকটাই ম্লান করে দিয়েছে ।
আরও পড়ুন: জোড়াবাগান বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের 7 ইঞ্জিন
তবে বস্তিবাসীরা জানাচ্ছেন, বেশ কিছু দিন আগে স্থানীয় কাউন্সিলর বাপী ঘোষের তরফে জানানো হয়েছে, পুজোর শুরুতে পঞ্চমীতে মিলবে পাকা ঘর । 212টি ঘর দেওয়া হবে প্রথম ধাপে । বাকি আরও 106টি ঘর চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দেওয়া হবে ।
কলকাতায় প্রথম এই বস্তির নাম মুখ্যমন্ত্রীর নামে নামাঙ্কিত করা হবে । সে বিষয়টি উল্লেখ করে বাপী ঘোষ জানান, "ঘটনার পরে মুখ্যমন্ত্রী এসেছিলেন । তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন প্রত্যেকের স্থায়ী পাকা ঘরের ব্যবস্থা করতে । সেই নির্দেশই আমরা পালন করেছি । বস্তিবাসীরা নিজেরাই তৈরি করেছেন । আমরা পৌরনিগমের তরফে অর্থ দিয়ে ও নজরদারির কাজটুকু করেছি । মাথার উপর পাকা ছাদ পেয়ে তাঁরাও উপকৃত হবেন । আমরাও খুশি হব । প্রতি ঘরের মাপ 66-68 বর্গ ফুট ।"