ETV Bharat / city

Moral Lessons in Primary Education: প্রাথমিকে নৈতিকতার পাঠ ! মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর পর্ষদ - পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রাথমিকের পাঠ্যসূচির আওতাতেই দেওয়া হবে নৈতিকতার পাঠ (Moral Lessons in Primary Education) ৷ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নির্দেশ আসতেই তৎপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ৷

Moral Lessons in Primary Education will implement after CM Mamata Banerjee direction
Moral Lessons in Primary Education: প্রাথমিকে নৈতিকতার পাঠ ! মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর পর্ষদ
author img

By

Published : Sep 10, 2022, 6:04 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নির্দেশের পরই তৎপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ৷ এবার প্রাথমিকের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে নৈতিক চরিত্র গঠনের পাঠ (Moral Lessons in Primary Education) ! ইতিমধ্য়েই এই বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক সেরেছেন পর্ষদের আধিকারিকরা ৷ তারপরই নৈতিক চরিত্র গঠনের বিষয়টিকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, এর জন্য কোন কোন বই ছাত্রছাত্রীদের পড়ানো হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি ৷ তা নিয়ে আলোচনা চলছে ৷

উল্লেখ্য, এ বছর শিক্ষক দিবসের (Teachers Day 2022) অনুষ্ঠানে পড়ুয়াদের নৈতিক চরিত্র গঠনের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর মতে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না ৷ আদর্শ মানুষ হতে গেলে চরিত্র গঠনের আদর্শ সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে হবে ৷ থাকতে হবে নৈতিকতার বোধ ৷ যা হঠাৎ করে একদিনে কোনও মানুষের মধ্যে সঞ্চার করা যায় না ৷ এর জন্য দীর্ঘ বছরের প্রচেষ্টা দরকার ৷ এবং সেটা একেবারে শিশু বয়স থেকেই শুরু করা জরুরি ৷ এরপরই রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যসূচিতে নৈতিক চরিত্র গঠনকে বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার ভাবনা-চিন্তা শুরু হয় ৷

আরও পড়ুন: আরও 112 জনকে প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শুক্রবার এ নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্ট অ্য়াড-হক কমিটির সদস্যরা ৷ সেই বৈঠকে পরিকল্পনা রূপায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই প্রসঙ্গে জানান, "পড়ুয়াদের নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে বিশেষ কিছু করা যায় কি না, আমরা সেটাই আলোচনা করে দেখছি ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে ঘোষণা করেছেন ৷ সেটা নিয়েই আমাদের আলোচনা চলছে ৷"

যদিও সূত্রের খবর, শুধুমাত্র প্রাথমিকে নয়, এর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়েও ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের পাঠ দেওয়া কথা ভাবা হচ্ছে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু করেছে সংশ্লিষ্ট মহল ৷ তবে, এক্ষেত্রে পাঠ্যসূচিতে যে বদল আনা হবে, তার শুরুটা করা হবে প্রাথমিক দিয়েই ৷ পরবর্তীতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতেও একই ধরনের সংস্কার করা হতে পারে ৷

প্রসঙ্গত, টেট দুর্নীতি নিয়ে সম্প্রতি উত্তাল হয় রাজ্য রাজনীতি ৷ গৌতম পাল পর্ষদের দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন, এবার থেকে প্রতি বছর টেট-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হবে ৷ এই বিষয়ে তাঁর বার্তা, আগামিদিনে টেট-এও কিছু রদবদল আনা হতে পারে ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নির্দেশের পরই তৎপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ৷ এবার প্রাথমিকের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে নৈতিক চরিত্র গঠনের পাঠ (Moral Lessons in Primary Education) ! ইতিমধ্য়েই এই বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক সেরেছেন পর্ষদের আধিকারিকরা ৷ তারপরই নৈতিক চরিত্র গঠনের বিষয়টিকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, এর জন্য কোন কোন বই ছাত্রছাত্রীদের পড়ানো হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি ৷ তা নিয়ে আলোচনা চলছে ৷

উল্লেখ্য, এ বছর শিক্ষক দিবসের (Teachers Day 2022) অনুষ্ঠানে পড়ুয়াদের নৈতিক চরিত্র গঠনের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর মতে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না ৷ আদর্শ মানুষ হতে গেলে চরিত্র গঠনের আদর্শ সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে হবে ৷ থাকতে হবে নৈতিকতার বোধ ৷ যা হঠাৎ করে একদিনে কোনও মানুষের মধ্যে সঞ্চার করা যায় না ৷ এর জন্য দীর্ঘ বছরের প্রচেষ্টা দরকার ৷ এবং সেটা একেবারে শিশু বয়স থেকেই শুরু করা জরুরি ৷ এরপরই রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যসূচিতে নৈতিক চরিত্র গঠনকে বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার ভাবনা-চিন্তা শুরু হয় ৷

আরও পড়ুন: আরও 112 জনকে প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শুক্রবার এ নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্ট অ্য়াড-হক কমিটির সদস্যরা ৷ সেই বৈঠকে পরিকল্পনা রূপায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই প্রসঙ্গে জানান, "পড়ুয়াদের নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে বিশেষ কিছু করা যায় কি না, আমরা সেটাই আলোচনা করে দেখছি ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে ঘোষণা করেছেন ৷ সেটা নিয়েই আমাদের আলোচনা চলছে ৷"

যদিও সূত্রের খবর, শুধুমাত্র প্রাথমিকে নয়, এর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়েও ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের পাঠ দেওয়া কথা ভাবা হচ্ছে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু করেছে সংশ্লিষ্ট মহল ৷ তবে, এক্ষেত্রে পাঠ্যসূচিতে যে বদল আনা হবে, তার শুরুটা করা হবে প্রাথমিক দিয়েই ৷ পরবর্তীতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতেও একই ধরনের সংস্কার করা হতে পারে ৷

প্রসঙ্গত, টেট দুর্নীতি নিয়ে সম্প্রতি উত্তাল হয় রাজ্য রাজনীতি ৷ গৌতম পাল পর্ষদের দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন, এবার থেকে প্রতি বছর টেট-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হবে ৷ এই বিষয়ে তাঁর বার্তা, আগামিদিনে টেট-এও কিছু রদবদল আনা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.