ETV Bharat / city

Monsoon West Bengal : শনিবার পুরোপুরি বিদায় বর্ষার, অপেক্ষা শুরু শীতের

23 অক্টোবরের মধ্যেই রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা ৷ একথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ এখনও উপকূলের কয়েকটি জেলায় বর্ষার মেঘ রয়েছে ৷ শনিবারের মধ্যেই সেই মেঘ বিদায় নেবে ৷

monsoon in west bengal will end on 23rd of october
Monsoon West Bengal : শনিবার পুরোপুরি বিদায় বর্ষার, অপেক্ষা শুরু শীতের
author img

By

Published : Oct 22, 2021, 3:39 PM IST

কলকাতা, 22 অক্টোবর : রাজ্যের উপকূলবর্তী যে কয়েকটি জেলা থেকে বর্ষা এখনও বিদায় নেয়নি, সেই জেলাগুলি থেকে 23 অক্টোবরের মধ্যেই বর্ষার পালা সাঙ্গ হবে ৷ আর 26 অক্টোবর নাগাদ এ বছরের মতো গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ বাকি কয়েকটি এলাকায় সামান্য পরিমাণে বর্ষার মেঘ রয়েছে ৷ এই মুহূর্তে বর্ষার বিদায় রেখা আমাদের রাজ্যের কৃষ্ণনগরের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ 23 তারিখের মধ্যে সম্পূর্ণভাবে তাও বিদায় নেবে ৷ উপকূলীয় যে জেলাগুলিতে এখনও বর্ষা রয়েছে, শনিবারের মধ্যে সেই অংশ থেকেও এ বছরের মতো বর্ষা বিদায় নেবে ৷

আরও পড়ুন : Landslide in North Bengal : মহানন্দা নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত সেতু, পাহাড়ে বহু জায়গায় ধস

অন্যদিকে, নিম্নচাপের রেশ ইতিমধ্যেই কেটে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে ৷ ফলে আবহাওয়ারও উন্নতি হয়েছে ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কমে গিয়েছিল ৷ বৃষ্টিপাত বন্ধ হওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে ৷ মেঘমুক্ত ঝলমলে আকাশে রোদের দেখা মিলছে ৷ শনিবার পর্যন্ত দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে ৷ তবে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে ৷ ইতিমধ্যেই উত্তর-পূর্ব দিক থেকে শীতল বায়ু প্রবেশ করতে শুরু করেছে ৷ তবে তাপমাত্রার পারদ সামান্য কমতে শুরু করলেও এখনই শীত আসছে না ৷ শীতের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উপর যে দুর্যোগ ছিল, সেই দুর্যোগ আর নেই রাজ্যে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ দক্ষিণবঙ্গে আগামী তিন-চার দিন আবহাওয়া শুষ্ক থাকবে ৷ আকাশ পরিষ্কার থাকবে ৷ শুধুমাত্র উপকূলবর্তী দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ৷ তবে ভারী বৃষ্টিপাত আর হবে না ৷ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে ৷ মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে ৷

আরও পড়ুন : Darjeeling Landslide : পাহাড়ে নতুন করে জাতীয় সড়কে ধস, সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

এদিকে, শুক্রবার সকাল থেকেই কলকাতায় মেঘমুক্ত ঝলমলে আকাশ দেখা গিয়েছে ৷ দেখা মিলেছে রোদের ৷ কলকাতায় আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 98 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ৷

কলকাতা, 22 অক্টোবর : রাজ্যের উপকূলবর্তী যে কয়েকটি জেলা থেকে বর্ষা এখনও বিদায় নেয়নি, সেই জেলাগুলি থেকে 23 অক্টোবরের মধ্যেই বর্ষার পালা সাঙ্গ হবে ৷ আর 26 অক্টোবর নাগাদ এ বছরের মতো গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ বাকি কয়েকটি এলাকায় সামান্য পরিমাণে বর্ষার মেঘ রয়েছে ৷ এই মুহূর্তে বর্ষার বিদায় রেখা আমাদের রাজ্যের কৃষ্ণনগরের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ 23 তারিখের মধ্যে সম্পূর্ণভাবে তাও বিদায় নেবে ৷ উপকূলীয় যে জেলাগুলিতে এখনও বর্ষা রয়েছে, শনিবারের মধ্যে সেই অংশ থেকেও এ বছরের মতো বর্ষা বিদায় নেবে ৷

আরও পড়ুন : Landslide in North Bengal : মহানন্দা নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত সেতু, পাহাড়ে বহু জায়গায় ধস

অন্যদিকে, নিম্নচাপের রেশ ইতিমধ্যেই কেটে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে ৷ ফলে আবহাওয়ারও উন্নতি হয়েছে ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কমে গিয়েছিল ৷ বৃষ্টিপাত বন্ধ হওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে ৷ মেঘমুক্ত ঝলমলে আকাশে রোদের দেখা মিলছে ৷ শনিবার পর্যন্ত দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে ৷ তবে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে ৷ ইতিমধ্যেই উত্তর-পূর্ব দিক থেকে শীতল বায়ু প্রবেশ করতে শুরু করেছে ৷ তবে তাপমাত্রার পারদ সামান্য কমতে শুরু করলেও এখনই শীত আসছে না ৷ শীতের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উপর যে দুর্যোগ ছিল, সেই দুর্যোগ আর নেই রাজ্যে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ দক্ষিণবঙ্গে আগামী তিন-চার দিন আবহাওয়া শুষ্ক থাকবে ৷ আকাশ পরিষ্কার থাকবে ৷ শুধুমাত্র উপকূলবর্তী দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ৷ তবে ভারী বৃষ্টিপাত আর হবে না ৷ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে ৷ মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে ৷

আরও পড়ুন : Darjeeling Landslide : পাহাড়ে নতুন করে জাতীয় সড়কে ধস, সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

এদিকে, শুক্রবার সকাল থেকেই কলকাতায় মেঘমুক্ত ঝলমলে আকাশ দেখা গিয়েছে ৷ দেখা মিলেছে রোদের ৷ কলকাতায় আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 98 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.