ETV Bharat / city

Calcutta HC: মোমিনপুর ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর - mentioed in calcutta hc

মোমিনপুর ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত ৷ ওই এলাকায় ইতিমধ্যেই 144 ধারা জারি করেছে কলকাতা পুলিশ (Mominpur incident was mentioned in CAL HC) ৷

mominpur of kolkata
মোমিনপুর ঘটনা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ
author img

By

Published : Oct 11, 2022, 12:06 PM IST

কলকাতা, 11 অক্টোবর: মোমিনপুর ঘটনা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত (Mominpur incident was mentioned in CAL HC) ৷ এরপর মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। তবে আজই দ্রুত শুনানির আবেদন খারিজ। আগামিকাল শুনানির সম্ভবনা। মামলাকারী বিজেপি কর্মী নবেন্দু ব্যান্দ্যেপাধ্যায়ের বক্তব্য, গত তিনদিন ধরে একবালপুর মোমিনপুরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। এখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ব্যাবস্থা করা প্রয়োজন। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: মোমিনপুরে 144 ধারা জারি করল কলকাতা পুলিশ

এদিকে মোমিনপুরে উত্তেজনার জেরে ধারা লাগু করেছে কলকাতা পুলিশ (144 Imposed in Mominpur) ৷ ৷ রবিবার রাত থেকে দক্ষিণ কলকাতার এই এলাকায় বেশ কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ এরপর একবালপুর থানাতেও ভাঙচুর চালানো হয় ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন । এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তাই বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে এলাকায় । এবার আরও কড়া পদক্ষেপ করল পুলিশ ৷ শেষমেশ জারি হল 144 ধারা । এরপর বিষয়টি গড়াল আদালত পর্যন্ত ।

কলকাতা, 11 অক্টোবর: মোমিনপুর ঘটনা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত (Mominpur incident was mentioned in CAL HC) ৷ এরপর মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। তবে আজই দ্রুত শুনানির আবেদন খারিজ। আগামিকাল শুনানির সম্ভবনা। মামলাকারী বিজেপি কর্মী নবেন্দু ব্যান্দ্যেপাধ্যায়ের বক্তব্য, গত তিনদিন ধরে একবালপুর মোমিনপুরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। এখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ব্যাবস্থা করা প্রয়োজন। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: মোমিনপুরে 144 ধারা জারি করল কলকাতা পুলিশ

এদিকে মোমিনপুরে উত্তেজনার জেরে ধারা লাগু করেছে কলকাতা পুলিশ (144 Imposed in Mominpur) ৷ ৷ রবিবার রাত থেকে দক্ষিণ কলকাতার এই এলাকায় বেশ কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ এরপর একবালপুর থানাতেও ভাঙচুর চালানো হয় ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন । এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তাই বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে এলাকায় । এবার আরও কড়া পদক্ষেপ করল পুলিশ ৷ শেষমেশ জারি হল 144 ধারা । এরপর বিষয়টি গড়াল আদালত পর্যন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.