কলকাতা, 1 মার্চ : আরেকটা উত্তর-পূর্ব দিল্লি হতে দেওয়া যাবে না কলকাতাকে ৷ এর জন্য BJP-র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে ‘‘গোলি মারো শালোকো’’ স্লোগানের প্রতিবাদে এভাবেই প্রতিক্রিয়া দিলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷
আজ শহিদ মিনারে অমিত শাহের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ‘‘দেশ কি গদ্দারোকো গোলি মারো ’’ স্লোগান দেয় কয়েকজন ৷ তাদের হাতে BJP-র পতাকা ছিল ৷ এই ভিডিয়ো প্রকাশ হতেই বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে ৷ CPI(M) নেতা মহম্মদ সেলিম বলেন, ‘‘অমিত শাহকে ভয় পায় রাজ্য সরকার ৷ তাঁর সঙ্গীদেরও ভয় পাচ্ছে ৷ তাই প্রকাশ্যে গুলি মারার কথা বললেও পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷ কলকাতাকে আরেকটা উত্তর-পূর্ব দিল্লি হতে দেওয়া যায় না ৷ আমরা FIR দায়ের করেছি ৷ কিন্তু, কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ ৷ আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাব ৷ রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি সঠিক রাখার যে ক্ষমতা, মুখ্যমন্ত্রী তার থেকে হাত গুটিয়ে নিয়েছেন ৷’’
‘‘গোলি মারো শালোকো’’ স্লোগান দিতে উসকানি দিয়েছেন স্বয়ং অমিত শাহ ৷ এই অভিযোগ করে মহম্মদ সেলিম বলেন, ‘‘পুলিশ ও মুখ্যমন্ত্রীর সহযোগিতা না থাকলে এই ধরনের স্লোগান শহরের রাস্তায় শোনা যেত না ৷ তৃণমূলের কর্মী-সমর্থকদের ঘরেই থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাই BJP-র গুলি মারার কথা বলার সাহস হয়েছে ৷ তবে যাই করুক, 18টি আসনে জিতলেও আজকে অমিত শাহের সভা ফ্লপ ৷’’