ETV Bharat / city

Model Mysterious Death : বান্ধবীকে ‘লাভ ইউ বউ’ ! সমকামিতাই কি বিদিশার মৃত্যুর কারণ ? - Model Bidisha De Majumdar photo with her friend raises questions

গত বৃহস্পতিবার নাগেরবাজারের একটি ফ্ল্যাট থেকে মডেল বিদিশা দে মজুমদারের মৃতদেহ উদ্ধার হয় (Kolkata Model Mysterious Death) ৷ তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ তার সঙ্গে তাঁর সম্পর্কেও একাধিক প্রশ্ন তৈরি হয়েছে ৷ তিনি সমকামী ছিলেন ? নাকি উভকামী ছিলেন ? উত্তর খুঁজছে পুলিশও (Model Bidisha De Majumdar photo with her friend raises questions) ৷

Model Bidisha De Majumdar photo with her friend raises questions
Model Mysterious Death : বান্ধবীকে ‘লাভ ইউ বউ’ ! সমকামিতাই কি বিদিশার মৃত্যু রহস্যের কারণ ?
author img

By

Published : May 28, 2022, 7:29 PM IST

Updated : May 28, 2022, 10:24 PM IST

কলকাতা, 28 মে : মডেলের মৃত্যুরহস্য ৷ সেই রহস্যের জট এখনও খুলতে পারেনি পুলিশ ৷ তদন্ত চলছে বিভিন্ন সম্ভাবনাকে মাথায় রেখে ৷ ঠিক এই পরিস্থিতিতে অস্বাভাবিক ভাবে মৃত মডেল বিদিশা দে মজুমদারের সোশ্যাল মিডিয়ায় করা কিছু পোস্ট ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে (Bidisha De Majumdar Social Media Post Controversy) ৷

বৃহস্পতিবার নাগেরবাজারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিদিশার মৃতদেহ (Kolkata Model Mysterious Death) ৷ তার পরই তাঁর বান্ধবীরা কাঠগড়ায় তোলেন অনুভব নামে এক যুবককে ৷ তাঁকে ইতিমধ্যে দমদম থানায় ডেকে জেরাও করেছেন তদন্তকারীরা ৷ কিন্তু বিদিশার সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি রয়েছে ৷ তার মধ্যে একটিতে তো আবার লেখা, ‘লাভ ইউ বউ ৷’

Model Bidisha De Majumdar photo with her friend raises questions
বিদিশার সেই ফেসবুক পোস্ট

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে বিদিশা কি তাহলে সমকামী ছিলেন (Model Bidisha De Majumdar photo with her friend raises questions) ? যদিও অনুভব-বিদিশার সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত যা সামনে এসেছে, তাতে এই প্রশ্নের উত্তর সহজে তো মিলছে না ৷ বরং আরও জটিল হয়ে যাচ্ছে ৷ বিদিশার মৃত্যুর পর এক বান্ধবীর সঙ্গে অনুভবের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেখানে অনুভবকে বিদিশার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করতে দেখা গিয়েছে ৷ কিন্তু দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল ৷

পুলিশ এই নিয়ে যথারীতি মুখে কুলুপ এঁটেছে ৷ তবে তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে অনুভবকে জেরা করে ও প্রাথমিক তদন্তে এই তথ্যগুলি পুলিশের হাতেও এসেছে ৷ তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি বিদিশা উভকামী ছিলেন ? একদিকে পুরুষ-সঙ্গী, অন্যদিকে বান্ধবী, দুই টানাপোড়েনের জেরেই কি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন এই উঠতি মডেল ? আপাতত এই প্রশ্নের উত্তরই খুুঁজছে পুলিশ ৷

Model Bidisha De Majumdar photo with her friend raises questions
বান্ধবীর সঙ্গে বিদিশা

দুই সঙ্গীর মধ্যে বিদিশার সম্পর্কের টানাপোড়েন কেন ছিল বলে মনে করছে পুলিশ ৷ তদন্তকারীদের সূত্রে খবর, যে মেয়েটির সঙ্গে বিদিশা একাধিক ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, তিনি অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ স্টেটাসে সেই ছেলেটির নামও উল্লেখ রয়েছে ৷ ফলে পুলিশ জানতে চাইছে যে বান্ধবীর এই রিলেশনশিপ নিয়ে বিদিশার সঙ্গে কোনও সমস্যা হয়েছিল কি না !

Model Bidisha De Majumdar photo with her friend raises questions
বান্ধবীর সঙ্গে বিদিশা

যদিও মনোবিদদের কেউ বলছেন, অনেক সময় মজা করেই অনেক মেয়ে বান্ধবীকে বউ বলে সম্বোধন করেন ৷ বিদিশার ক্ষেত্রে তেমনটাও হয়ে থাকতে পারে ৷ তদন্তকারীরা এই দিকটিও ফেলে দিতে পারছেন না ৷ তাই শেষ পর্যন্ত বিদিশার মৃত্যুরহস্যের পিছনে ঠিক কী কারণ রয়েছে, তার উত্তরের অপেক্ষায় থাকতেই হবে ৷

আরও পড়ুন : Bidisha Death mystery : সম্পর্কের টানাপোড়েন না অবসাদ ? সদাহাস্যময় মেয়ের মৃত্যুতে হতবাক পরিবার-পরিজন

কলকাতা, 28 মে : মডেলের মৃত্যুরহস্য ৷ সেই রহস্যের জট এখনও খুলতে পারেনি পুলিশ ৷ তদন্ত চলছে বিভিন্ন সম্ভাবনাকে মাথায় রেখে ৷ ঠিক এই পরিস্থিতিতে অস্বাভাবিক ভাবে মৃত মডেল বিদিশা দে মজুমদারের সোশ্যাল মিডিয়ায় করা কিছু পোস্ট ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে (Bidisha De Majumdar Social Media Post Controversy) ৷

বৃহস্পতিবার নাগেরবাজারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিদিশার মৃতদেহ (Kolkata Model Mysterious Death) ৷ তার পরই তাঁর বান্ধবীরা কাঠগড়ায় তোলেন অনুভব নামে এক যুবককে ৷ তাঁকে ইতিমধ্যে দমদম থানায় ডেকে জেরাও করেছেন তদন্তকারীরা ৷ কিন্তু বিদিশার সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি রয়েছে ৷ তার মধ্যে একটিতে তো আবার লেখা, ‘লাভ ইউ বউ ৷’

Model Bidisha De Majumdar photo with her friend raises questions
বিদিশার সেই ফেসবুক পোস্ট

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে বিদিশা কি তাহলে সমকামী ছিলেন (Model Bidisha De Majumdar photo with her friend raises questions) ? যদিও অনুভব-বিদিশার সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত যা সামনে এসেছে, তাতে এই প্রশ্নের উত্তর সহজে তো মিলছে না ৷ বরং আরও জটিল হয়ে যাচ্ছে ৷ বিদিশার মৃত্যুর পর এক বান্ধবীর সঙ্গে অনুভবের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেখানে অনুভবকে বিদিশার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করতে দেখা গিয়েছে ৷ কিন্তু দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল ৷

পুলিশ এই নিয়ে যথারীতি মুখে কুলুপ এঁটেছে ৷ তবে তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে অনুভবকে জেরা করে ও প্রাথমিক তদন্তে এই তথ্যগুলি পুলিশের হাতেও এসেছে ৷ তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি বিদিশা উভকামী ছিলেন ? একদিকে পুরুষ-সঙ্গী, অন্যদিকে বান্ধবী, দুই টানাপোড়েনের জেরেই কি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন এই উঠতি মডেল ? আপাতত এই প্রশ্নের উত্তরই খুুঁজছে পুলিশ ৷

Model Bidisha De Majumdar photo with her friend raises questions
বান্ধবীর সঙ্গে বিদিশা

দুই সঙ্গীর মধ্যে বিদিশার সম্পর্কের টানাপোড়েন কেন ছিল বলে মনে করছে পুলিশ ৷ তদন্তকারীদের সূত্রে খবর, যে মেয়েটির সঙ্গে বিদিশা একাধিক ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, তিনি অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ স্টেটাসে সেই ছেলেটির নামও উল্লেখ রয়েছে ৷ ফলে পুলিশ জানতে চাইছে যে বান্ধবীর এই রিলেশনশিপ নিয়ে বিদিশার সঙ্গে কোনও সমস্যা হয়েছিল কি না !

Model Bidisha De Majumdar photo with her friend raises questions
বান্ধবীর সঙ্গে বিদিশা

যদিও মনোবিদদের কেউ বলছেন, অনেক সময় মজা করেই অনেক মেয়ে বান্ধবীকে বউ বলে সম্বোধন করেন ৷ বিদিশার ক্ষেত্রে তেমনটাও হয়ে থাকতে পারে ৷ তদন্তকারীরা এই দিকটিও ফেলে দিতে পারছেন না ৷ তাই শেষ পর্যন্ত বিদিশার মৃত্যুরহস্যের পিছনে ঠিক কী কারণ রয়েছে, তার উত্তরের অপেক্ষায় থাকতেই হবে ৷

আরও পড়ুন : Bidisha Death mystery : সম্পর্কের টানাপোড়েন না অবসাদ ? সদাহাস্যময় মেয়ের মৃত্যুতে হতবাক পরিবার-পরিজন

Last Updated : May 28, 2022, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.