কলকাতা, 26 নভেম্বর : আজ বিধানসভায় অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইকবাল আহমেদ ৷ বিধানসভার মূল ফটকের সামনের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মাথা ঘুরে পরে যান খানাকুলের বিধায়ক ।
বেশ কিছু দিন ধরেই হৃদরোগে ভুগছেন বিধায়ক ৷ গত তিনদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতিও ছিলেন ৷ আজই হাসপাতাল থেকে ছাড়া পান ৷ বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন তিনি ৷
কিছুক্ষণ অধিবেশন কক্ষে বসেন ৷ এরপর হঠাৎ অসুস্থ বোধ করায় বাড়ি ফিরতে চান ৷ মূল ফটকের সামনে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান ৷ দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷