কলকাতা, 19 অগস্ট: "ভালো মেয়ে হতে পারলাম না" ৷ এই সুইসাইড নোট লিখে আত্মঘাতী 16 বছরের এক নাবালিকা (Minor Girl Died by Suicide) ৷ মৃতার নাম সুইটি দাস ৷ বুধবার রাতে ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনাটি ঘটেছে মানিকতলা থানায় এলাকার 225/72 বাগমারি রোডে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Maniktala minor girl died by suicide) ৷ কেন এত অল্প বয়সে এই চরম পথ বেছে নিল ওই নাবালিকা জানার চেষ্টা চলছে ৷ কলকাতা পুলিশের ডিসি(ইএসডি) প্রিয়ব্রত রায় জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । সুইটি'র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে ।
মানিকতলা থানা এলাকার বাগমারি রোডে বাবা রঞ্জিত দাস ও মা পূর্ণিমা দাসের সঙ্গে থাকত সুইটি ৷ পড়াশোনার জন্য মাঝেমধ্যে মা-বাবার কাছে বকাও খেত সে ৷ কিন্তু তার জন্য যে মেয়ে এই পথ বেছে নেবে তা ভাবতেও পারছেন না সুইটির অভিভাবকরা ৷ পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিল সুইটি ৷ বাড়ি ফেরার পর তাঁর মা পূর্ণিমা দাস দেখতে পান, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা । তিনি একাধিকবার মেয়েকে ডেকেও কোনও সাড়া পাননি (Maniktala student death) ৷
আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় স্কুল শিক্ষিকার গায়ে আগুন, নীরব দর্শক জনতা
সন্দেহ হওয়াতে তিনি স্থানীয় ক্লাবের বেশ কয়েকজন যুবককে ডেকে নিয়ে আসেন ৷ ক্লাবের ছেলেরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখেন ঘরের সিলিংয়ে ফ্যানের সঙ্গে একটি কাপড় গলায় জড়িয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুইটি ৷ ততক্ষণে সেখানে চলে আসেন সুইটির বাবা রঞ্জিত দাসও ৷ এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান সুইটির মা-বাবা ৷ তাকে উদ্ধার করে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন ৷