ETV Bharat / city

Minor Girl Rape in Kolkata : মেয়ের বান্ধবীকে যৌন নির্যাতনে গ্রেফতার বাবা - ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায়

খাস কলকাতায় মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন নিগ্রহ করলেন বাবা ৷ ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায় (Minor alleges rape in kolkata) ।

Minor Rape in Kolkata
মেয়ের বান্ধবীকে যৌন নির্যাতনে গ্রেফতার বাবা
author img

By

Published : Jan 31, 2022, 11:38 AM IST

Updated : Jan 31, 2022, 2:49 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : খাস কলকাতায় ফের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা ৷ ঘটনায় অভিযুক্ত নির্যাতিতার বন্ধুর বাবা । কুকীর্তি ঘটিয়ে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছিল নদীয়ার তেহট্টো গ্রামে । যদিও শেষ রক্ষা হয়নি । রবিবার গভীর রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ (Minor alleges rape in kolkata against friends father) ।

গত 28 জানুয়ারি ঘটনাটি ঘটে আনন্দপুর থানা এলাকায় । ধৃতের নাম মহানন্দ মণ্ডল। নির্যাতিতা 28 জানুয়ারি তার বন্ধুর বাড়িতে গল্প করতে যায় । সেদিন বাড়িতে ছিল ওই বন্ধুর বাবাও । নাবালিকার অভিযোগ, এর পরেই বন্ধুকে একটি খাবারের দোকানে পাঠিয়ে একা ঘরে তাকে যৌন নিগ্রহ করে ওই বন্ধুর বাবা । একইসঙ্গে, গোটা ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য তাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকিও দেয় অভিযুক্ত ৷

আরও পড়ুন : আধিকারিকের যৌন নিগ্রহে আত্মহত্যা অন্তঃসত্ত্বা দীপালির

শারীরিক নিগ্রহের পরে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা । ফলে গোটা ঘটনাটি সে বাড়িতে জানিয়ে দেয় । এর পরেই তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে । তারপরেই পরিবারের তরফে যোগাযোগ করা হয় স্থানীয় আনন্দপুর থানায় । তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ ওই নাবালিকার বয়ান রেকর্ড করেন । তারপরেই অভিযুক্তের খোঁজ শুরু করেন তদন্তকারী অফিসারেরা ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে ৷

কলকাতা, 31 জানুয়ারি : খাস কলকাতায় ফের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা ৷ ঘটনায় অভিযুক্ত নির্যাতিতার বন্ধুর বাবা । কুকীর্তি ঘটিয়ে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছিল নদীয়ার তেহট্টো গ্রামে । যদিও শেষ রক্ষা হয়নি । রবিবার গভীর রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ (Minor alleges rape in kolkata against friends father) ।

গত 28 জানুয়ারি ঘটনাটি ঘটে আনন্দপুর থানা এলাকায় । ধৃতের নাম মহানন্দ মণ্ডল। নির্যাতিতা 28 জানুয়ারি তার বন্ধুর বাড়িতে গল্প করতে যায় । সেদিন বাড়িতে ছিল ওই বন্ধুর বাবাও । নাবালিকার অভিযোগ, এর পরেই বন্ধুকে একটি খাবারের দোকানে পাঠিয়ে একা ঘরে তাকে যৌন নিগ্রহ করে ওই বন্ধুর বাবা । একইসঙ্গে, গোটা ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য তাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকিও দেয় অভিযুক্ত ৷

আরও পড়ুন : আধিকারিকের যৌন নিগ্রহে আত্মহত্যা অন্তঃসত্ত্বা দীপালির

শারীরিক নিগ্রহের পরে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা । ফলে গোটা ঘটনাটি সে বাড়িতে জানিয়ে দেয় । এর পরেই তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে । তারপরেই পরিবারের তরফে যোগাযোগ করা হয় স্থানীয় আনন্দপুর থানায় । তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ ওই নাবালিকার বয়ান রেকর্ড করেন । তারপরেই অভিযুক্তের খোঁজ শুরু করেন তদন্তকারী অফিসারেরা ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে ৷

Last Updated : Jan 31, 2022, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.