কলকাতা, 13 মার্চ : বিধানসভা অধিবেশনের অধিকাংশ দিনগুলিতে শাসকদলের মন্ত্রী-বিধায়কের সংখ্যা থাকে নিতান্তই হাতে গোনা । যা নিয়ে লাগাতার অভিযোগে সরব হয় বিরোধীরা । আজ থেকে শুরু হচ্ছে বাজেট নিয়ে দফাওয়াড়ি অধিবেশন । চলবে ২০ মার্চ পর্যন্ত । এই অধিবেশনের দিনগুলোতে যাতে করে মন্ত্রী-বিধায়কদের সংখ্যা কম না থাকে তার জন্য নির্দেশিকা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি জানিয়ে দিলেন, কলকাতা শহরে থাকা মন্ত্রী-বিধায়কদের হাজির হতে হবে অধিবেশনে । শুধু হাজির হওয়া নয়, অধিবেশনের একদম শেষ পর্যন্ত থাকতে হবে তাঁদের ।
সাধারণত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত থাকলেই ভিড় থাকে মন্ত্রী বিধায়কদেরও । অধিবেশনের এমনই দিনগুলোতে যে কে সেই অবস্থা । এই অভিযোগ বিভিন্ন মহলে । কোনও গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে প্রয়োজন হয়ে পড়ে শাসকদলের বিধায়ক সংখ্যা । এমনকী শাসকদলের বিধায়ক সংখ্যা কম থাকলে অধিবেশন কক্ষে প্রশ্নোত্তর পর্বে চেপে ধরতে সুবিধা পান বিরোধী দলের বিধায়কেরা । এর ফলে বিপাকে পড়তে হয় শাসকদলকে । এই বিপাকে পড়া পরিস্থিতি নিয়ে দলীয় বিধায়কদের উপরে আগেও বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ নির্দেশিকা জারি করেছিলেন । কিন্তু কোনও কাজের কাজ হয়নি । এবারের অধিবেশনের ঠিক আগে দলের মন্ত্রী-বিধায়কদের নির্দেশিকা দিলেন পার্থ চট্টোপাধ্যায় । তবে তিনি দলের সব মন্ত্রী- বিধায়কদের উদ্দেশ্যে নির্দেশিকা দেননি । শুধুমাত্র কলকাতা শহরে থাকে এমন মন্ত্রী ও বিধায়কদের প্রতিদিন অধিবেশন শেষ হওয়া পর্যন্ত হাজির থাকতে নির্দেশিকা দিয়েছেন তিনি ।
বিধানসভার এবারের অধিবেশনে তৃণমূল বিধায়কদের হাজিরার নির্দেশিকা কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার।