ETV Bharat / city

মন্ত্রী নির্মল মাজির শারীরিক অবস্থা স্থিতিশীল, সোমবার হবে অপারেশন - minister nirmal maji physical condition

রাজ্যের মন্ত্রী নির্মল মাজির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী সোমবার, 7 সেপ্টেম্বর তাঁর মস্তিষ্কে অপারেশন করা হবে ৷ SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র এই কথা জানিয়েছেন ৷

nirmal maji
নির্মল মাজির অপারেশন হবে সোমবার
author img

By

Published : Sep 6, 2020, 12:17 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে রাজ্যের মন্ত্রী নির্মল মাজির চিকিৎসা চলছে SSKM হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আগামী সোমবার, 7 সেপ্টেম্বর তাঁর মস্তিষ্কে অপারেশন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।


রাজ্যের মন্ত্রী, চিকিৎসক নির্মল মাজি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন। গত বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি অসুস্থতা বোধ করায়, তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সসে । সেখানে CT স্ক্যান করে দেখা যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এর পরে তাঁকে SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভরতি করানো হয়েছে। সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক নির্মল মাজির চিকিৎসার জন্য SSKM হাসপাতালে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত, মন্ত্রী নির্মল মাজির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। এ দিকে, রক্তক্ষরণের কারণে মন্ত্রী নির্মল মাজির মস্তিষ্কে অপারেশন করা হবে কি না, অপারেশন করা হলে কবে হতে পারে, এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন‍্য শুক্রবার বৈঠকে বসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই বৈঠকে মন্ত্রীর মস্তিষ্কে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সোমবার অপারেশন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"


COVID-19-এর পরিস্থিতি তদারকির জন্য প্রতিদিন এখন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে সময় দিতেন মন্ত্রী নির্মল মাজি। সেখানে তিনি দীর্ঘ সময় থাকতেন। অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবারও সকাল থেকে ব্যস্ততার মধ্যে তিনি ছিলেন। এরই মধ্যে তিনি অসুস্থতা বোধ করেন। তাঁর মাথায় ব‍্যথা হতে থাকে। চিকিৎসকরা দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। এর পরে ওই দিন মন্ত্রী নির্মল মাজিকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সসে ।

কলকাতা, 6 সেপ্টেম্বর : মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে রাজ্যের মন্ত্রী নির্মল মাজির চিকিৎসা চলছে SSKM হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আগামী সোমবার, 7 সেপ্টেম্বর তাঁর মস্তিষ্কে অপারেশন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।


রাজ্যের মন্ত্রী, চিকিৎসক নির্মল মাজি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন। গত বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি অসুস্থতা বোধ করায়, তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সসে । সেখানে CT স্ক্যান করে দেখা যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এর পরে তাঁকে SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভরতি করানো হয়েছে। সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক নির্মল মাজির চিকিৎসার জন্য SSKM হাসপাতালে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত, মন্ত্রী নির্মল মাজির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। এ দিকে, রক্তক্ষরণের কারণে মন্ত্রী নির্মল মাজির মস্তিষ্কে অপারেশন করা হবে কি না, অপারেশন করা হলে কবে হতে পারে, এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন‍্য শুক্রবার বৈঠকে বসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই বৈঠকে মন্ত্রীর মস্তিষ্কে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সোমবার অপারেশন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"


COVID-19-এর পরিস্থিতি তদারকির জন্য প্রতিদিন এখন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে সময় দিতেন মন্ত্রী নির্মল মাজি। সেখানে তিনি দীর্ঘ সময় থাকতেন। অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবারও সকাল থেকে ব্যস্ততার মধ্যে তিনি ছিলেন। এরই মধ্যে তিনি অসুস্থতা বোধ করেন। তাঁর মাথায় ব‍্যথা হতে থাকে। চিকিৎসকরা দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। এর পরে ওই দিন মন্ত্রী নির্মল মাজিকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.