কলকাতা, 25 ডিসেম্বর : শনিবার রাত থেকেই বড়দিনের উৎসব পালন চলছে । দিন গড়ানোর সঙ্গে উৎসবের মজা নিতে পথে নামবে জনগণ । কিন্তু জবুথবু শীতের আমেজ তাতে থাকবে না । আবহাওয়া দফতরের পূর্বাভাস সেই রকম ।
খ্রিসমাস পালনের দিনটি শহরে ন্যূনতম তাপমাত্রার পারদ 15 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে (minimum temperature rises in West Bengal) । দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রিতে । মূলত রৌদ্রোজ্বল দিন হলেও ভোরের দিকে ঘন কুয়াশা যান চলাচলে বাধার সৃষ্টি করতে পারে । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ।
আরও পড়ুন : জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় বড়দিন ও বর্ষবরণে শীতের সাময়িক বিরতি, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
দিন দশেক আগেও তাপমাত্রার পারদ নিম্নমুখী ছিল । কনকনে ঠান্ডায় ছিল জমিয়ে শীত উপভোগের মজা ৷ কিন্তু, বড়দিনের উৎসবের মুহূর্তে উধাও শীতের আমেজ । আবহাওয়া দফতর বলছে, জোড়া পশ্চিমী ঝঞ্জায় উত্তুরে বাতাস প্রবেশে বাধা পাচ্ছে । তাতেই তাপমাত্রার পারদ চড়ছে । তবে পশ্চিমী ঝঞ্ঝা সরলেই শীত ফিরবে । তাই উষ্ণতা বৃদ্ধি সাময়িক । বড়দিনে ন্যূনতম তাপমাত্রা 15 ডিগ্রি ছুঁয়েছে। আগামী ছয়দিন তাপমাত্রা বাড়বে । বর্ষশেষের দিনে ন্যূনতম তাপমাত্রা 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে । দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।