কলকাতা, 14 এপ্রিল: লকডাউনের মধ্যেই পয়লা বৈশাখের দিন সোনারপুরের একটি হোমের AIDS আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটালেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী৷ মঙ্গলবার মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্য সাংসদের হয়ে হোমের শিশুদের নতুন জামাকাপড় দেন৷ শিশুদের জন্য খাবারের ব্যবস্থাও করেন তিনি৷
মঙ্গলবার মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্য সোনারপুরের AIDS আক্রান্ত শিশুদের হোম সংলাপের 17টি শিশুর হাতে নতুন জামা তুলে দেন। আসতে না পারলেও AIDS আক্রান্ত শিশুদের জন্য একটি ভিডিয়ো বার্তা দেন মিমি চক্রবর্তী৷ চারদিকে কোরোনার প্রকোপ। এইসময় হোমের প্রতিটি বাচ্চাকে সাবাধানে থাকার পরামর্শ দেন নায়িকা সাংসদ৷ এইসঙ্গে ছেলেমেয়েদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি৷ সাংসদের এই উদ্যোগে শামিল ছিলেন বারুইপুরের পুলিশ সুপার রশিদ মুনির খান৷ বাচ্চাদের খাবার পরিবেশন করেন পুলিশ সুপার নিজেই৷ এছাড়াও ছিলেন বারুইপুর পুলিশের বেশ কয়েকজন পদস্থ আধিকারিক৷
লকডাউন কেন ও কী মঙ্গলবার পুলিশের তরফে তাও বোঝানো হয় ছোটদের৷ অন্যদিকে, পয়লা বৈশাখে নতুন জামা পেয়ে খুশি হয় খুদেরা ৷