ETV Bharat / city

Kolkata Metro : সপ্তমী থেকে নবমী মধ্যরাত পর্যন্ত চালু থাকবে কলকাতার মেট্রো - Durga Puja

এবার সপ্তমী থেকে নবমী মধ্যরাত চালু থাকবে মেট্রো পরিষেবা ৷ আর দশমীর দিন রাত সাড়ে 10 টা পর্যন্ত চলবে মেট্রো ৷

metro to run 204 services on puja days till midnight
Kolkata Metro : সপ্তমী থেকে নবমী মধ্যরাত পর্যন্ত চালু থাকবে কলকাতার মেট্রো
author img

By

Published : Oct 6, 2021, 7:26 PM IST

কলকাতা, 6 অক্টোবর : দুর্গাপুজোয় অন্যান্যবারের মতো এবারও রাতভর থাকবে মেট্রো পরিষেবা ? গত কয়েকদিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন অনেকে ৷ বুধবার সেই প্রশ্নের উত্তর দিল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ৷ তারা জানিয়ে দিল, এবার সপ্তমী থেকে নবমী মধ্যরাত চালু থাকবে মেট্রো পরিষেবা ৷ আর দশমীর দিন রাত সাড়ে 10 টা পর্যন্ত চলবে মেট্রো ৷

মেট্রো কর্তৃপক্ষ তাদের নির্দেশিকায় জানিয়েছে যে ওই দিনগুলিতে পরিষেবা শুরু হবে সকাল 10টা থেকে ৷ প্রান্তিক স্টেশন থেকে আপ ও ডাউন মিলিয়ে 204 টি মেট্রো চলবে ৷ এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে 85টি আপ ও 86টি ডাউন ট্রেন চলবে ৷

আরও পড়ুন : Durga Pujo Weather: পুজোর তিন দিন, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বিকেল পাঁচটার পর প্রতি ছয় মিনিট অন্তর চলবে মেট্রো । বিকেল 4টে থেকে ভোর 8টে পর্যন্ত আপ ও ডাউন অভিমুখে 40টি মেট্রো চালানো হবে ৷ সপ্তমী থেকে নবমী দিনের শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে রাত 10টা 48 মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 11টায় । একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ৷

আরও পড়ুন : Mahalaya : বীরেনবাবু দেরিতে পৌঁছনোয় মহালয়ার দায়িত্ব সামলেছিলেন নাজির আহমেদ

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দশমীর দিন পরিষেবা সামান্য কম থাকবে ৷ দিনভর সব মিলিয়ে 138টি মেট্রো চালানো হবে ৷ এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে 67টি আপ ও 68টি ডাউন ট্রেন চলবে ৷ এদিনও সকাল 10টায় পরিষেবা শুরু হবে ৷ এছাড়া দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 18 মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায় ৷ কই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ৷

আরও পড়ুন : Road Repairs In West Bengal: পুজোর আগে রাস্তা মেরামতিতে 200 কোটি টাকা বরাদ্দ রাজ্যের

ওই দিন দশ মিনিট অন্তর মেট্রো চলবে ৷ আপ ও ডাউনে বেলা 11টা 10 মিনিট থেকে রাত সাড়ে 9টা পর্যন্ত 62টি মেট্রো চলবে ৷

তবে শুধু যাত্রীদের জন্য নয় এদিন কর্মীদের জন্যও খুশির খবর শুনিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ তারা জানিয়েছে, রেলের তরফে পুজোর যে বোনাসের ঘোষণা করা হয়েছে, তার আওতায় থাকবেন মেট্রোর 3108 নন-গেজেটেড কর্মীও ৷

আরও পড়ুন : Schools Re-opening: পুজোর পর স্কুল খুলতে তৎপর রাজ্য, মেরামতিতে বরাদ্দ ₹100 কোটি

কলকাতা, 6 অক্টোবর : দুর্গাপুজোয় অন্যান্যবারের মতো এবারও রাতভর থাকবে মেট্রো পরিষেবা ? গত কয়েকদিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন অনেকে ৷ বুধবার সেই প্রশ্নের উত্তর দিল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ৷ তারা জানিয়ে দিল, এবার সপ্তমী থেকে নবমী মধ্যরাত চালু থাকবে মেট্রো পরিষেবা ৷ আর দশমীর দিন রাত সাড়ে 10 টা পর্যন্ত চলবে মেট্রো ৷

মেট্রো কর্তৃপক্ষ তাদের নির্দেশিকায় জানিয়েছে যে ওই দিনগুলিতে পরিষেবা শুরু হবে সকাল 10টা থেকে ৷ প্রান্তিক স্টেশন থেকে আপ ও ডাউন মিলিয়ে 204 টি মেট্রো চলবে ৷ এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে 85টি আপ ও 86টি ডাউন ট্রেন চলবে ৷

আরও পড়ুন : Durga Pujo Weather: পুজোর তিন দিন, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বিকেল পাঁচটার পর প্রতি ছয় মিনিট অন্তর চলবে মেট্রো । বিকেল 4টে থেকে ভোর 8টে পর্যন্ত আপ ও ডাউন অভিমুখে 40টি মেট্রো চালানো হবে ৷ সপ্তমী থেকে নবমী দিনের শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে রাত 10টা 48 মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 11টায় । একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ৷

আরও পড়ুন : Mahalaya : বীরেনবাবু দেরিতে পৌঁছনোয় মহালয়ার দায়িত্ব সামলেছিলেন নাজির আহমেদ

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দশমীর দিন পরিষেবা সামান্য কম থাকবে ৷ দিনভর সব মিলিয়ে 138টি মেট্রো চালানো হবে ৷ এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে 67টি আপ ও 68টি ডাউন ট্রেন চলবে ৷ এদিনও সকাল 10টায় পরিষেবা শুরু হবে ৷ এছাড়া দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 18 মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায় ৷ কই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ৷

আরও পড়ুন : Road Repairs In West Bengal: পুজোর আগে রাস্তা মেরামতিতে 200 কোটি টাকা বরাদ্দ রাজ্যের

ওই দিন দশ মিনিট অন্তর মেট্রো চলবে ৷ আপ ও ডাউনে বেলা 11টা 10 মিনিট থেকে রাত সাড়ে 9টা পর্যন্ত 62টি মেট্রো চলবে ৷

তবে শুধু যাত্রীদের জন্য নয় এদিন কর্মীদের জন্যও খুশির খবর শুনিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ তারা জানিয়েছে, রেলের তরফে পুজোর যে বোনাসের ঘোষণা করা হয়েছে, তার আওতায় থাকবেন মেট্রোর 3108 নন-গেজেটেড কর্মীও ৷

আরও পড়ুন : Schools Re-opening: পুজোর পর স্কুল খুলতে তৎপর রাজ্য, মেরামতিতে বরাদ্দ ₹100 কোটি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.