ETV Bharat / city

Metro Time Change : সংক্রমণ রুখতে সপ্তাহান্তে মেট্রোর সময় কমানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ - Metro Time Change

ওমিক্রন আতঙ্কে 15 তারিখ পর্যন্ত বিধিনিষেধ লাগু হয়েছে রাজ্যে ৷ এবার শনিবার ও রবিবার মেট্রোর সময় রদবদল করা হল (metro times rescheduled) ৷

Metro Time Change
সংক্রমণ রুখতে সপ্তাহান্তে মেট্রোর সময় কমানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ
author img

By

Published : Jan 4, 2022, 9:27 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে নতুন করে করোনা বিধিবনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ 15 তারিখ পর্যন্ত বিধিনিষেধ লাগু হয়েছে রাজ্যে ৷ এবার করোনা সংক্রমণ এবং ভিড় একইসঙ্গে সামাল দিতে শনিবার ও রবিবার মেট্রোর সময় রদবদল করা হল ৷ আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (metro times rescheduled for Saturday and Sunday) ।

ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর আওতায় থেকে সপ্তাহান্তে মেট্রো পরিষেবার সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফলত শনি ও রবিবার শেষ মেট্রো আধঘন্টা আগে ছাড়বে । আগামী 8 জানুয়ারি থেকে প্রতি শনিবার আপে 112টি ও ডাউনে 112টি মেট্রো চলবে । অর্থাৎ 230টির পরিবর্তে শনিবার চলবে মোট 224টি মেট্রো । ঠিক একই ভাবে রবিবার আপে 57টি ও ডাউনে 57টি মেট্রো চলবে । অর্থাৎ, রবিবার 120টির পরিবর্তে চলবে 114টি মেট্রো ।

শনিবার দিনের প্রথম মেট্রো :

  • দমদম থেকে দক্ষিণেশ্বরের ট্রেন ছাড়বে সকাল সাতটায় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রো ছাড়বে সকাল সাতটায় ।
  • দমদম থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে সকাল সাতটায় ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় ।

শনিবার দিনের শেষ মেট্রো :

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে 8:48 মিনিটে ।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টায় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 9টায় ।

আরও পড়ুন : গিরিশ পার্কে রেকে যান্ত্রিক ত্রুটি, ব্যাহত মেট্রো রেল পরিষেবা

রবিবার দিনের প্রথম মেট্রো :

  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল 10টায় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 10টায় ।
  • দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 10টায় ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 10টার সময় ।

রবিবারের শেষ মেট্রো :

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 8:48 মিনিটে ।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টার সময় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টায় ।

কলকাতা, 4 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে নতুন করে করোনা বিধিবনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ 15 তারিখ পর্যন্ত বিধিনিষেধ লাগু হয়েছে রাজ্যে ৷ এবার করোনা সংক্রমণ এবং ভিড় একইসঙ্গে সামাল দিতে শনিবার ও রবিবার মেট্রোর সময় রদবদল করা হল ৷ আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (metro times rescheduled for Saturday and Sunday) ।

ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর আওতায় থেকে সপ্তাহান্তে মেট্রো পরিষেবার সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফলত শনি ও রবিবার শেষ মেট্রো আধঘন্টা আগে ছাড়বে । আগামী 8 জানুয়ারি থেকে প্রতি শনিবার আপে 112টি ও ডাউনে 112টি মেট্রো চলবে । অর্থাৎ 230টির পরিবর্তে শনিবার চলবে মোট 224টি মেট্রো । ঠিক একই ভাবে রবিবার আপে 57টি ও ডাউনে 57টি মেট্রো চলবে । অর্থাৎ, রবিবার 120টির পরিবর্তে চলবে 114টি মেট্রো ।

শনিবার দিনের প্রথম মেট্রো :

  • দমদম থেকে দক্ষিণেশ্বরের ট্রেন ছাড়বে সকাল সাতটায় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রো ছাড়বে সকাল সাতটায় ।
  • দমদম থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে সকাল সাতটায় ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় ।

শনিবার দিনের শেষ মেট্রো :

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে 8:48 মিনিটে ।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টায় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 9টায় ।

আরও পড়ুন : গিরিশ পার্কে রেকে যান্ত্রিক ত্রুটি, ব্যাহত মেট্রো রেল পরিষেবা

রবিবার দিনের প্রথম মেট্রো :

  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল 10টায় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 10টায় ।
  • দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 10টায় ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 10টার সময় ।

রবিবারের শেষ মেট্রো :

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 8:48 মিনিটে ।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টার সময় ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টায় ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.